দক্ষিণ আফ্রিকা ১৯৯১ সালে নির্বাসন কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৩৩টি টেস্ট ম্যাচ খেলেছে। দু’দলের মধ্যে ১২টি সিরিজ হয়েছে। শুক্রবার থেকে শুরু হতে চলেছে এবারের সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। এখন ১২৪ পয়েন্ট নিয়ে ভারতীয় দলই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে। ১১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। ফলে এই সিরিজে দুর্দান্ত লড়াই দেখা যাবে বলেই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ভারত এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জিততে পারেনি। তবে এই দল সেটা করে দেখাতে পারবে বলেই মনে করছেন শাস্ত্রী। নববর্ষে ডিজে-র ভূমিকায় রবি শাস্ত্রী!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Jan 2018 12:01 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
কেপ টাউন: ভারতীয় ক্রিকেট দল এখন দক্ষিণ আফ্রিকায়। আসন্ন টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে দল। তবে তারই ফাঁকে বর্ষবরণের আনন্দে মেতে উঠেছেন কোচ-ক্রিকেটাররা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও বাঁ হাতি ব্যাটসম্যান শিখর ধবনকে যেমন কেপ টাউনের রাস্তায় আফ্রিকান সুরের তালে ভাংড়া নেচে উঠতে দেখা গিয়েছে, তেমনই কোচ রবি শাস্ত্রীকেও সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখা গেল। ট্যুইটারে শাস্ত্রী একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তাঁকে ডিজে-র ভূমিকায় দেখা যাচ্ছে।