সেঞ্চুরিয়ন: এক ইনিংসে উঠল ২৫৮ রান। সেই রান তাড়াও করে দিল বিপক্ষ। এবং সেটাও টি-টোয়েন্টি ম্যাচে!
বিশ্বরেকর্ড হল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ (S Africa vs WI) ম্যাচে। রবিবার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২৫৮ রান তোলেন ক্যারিবিয়ানরা। জবাবে ১৮.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫৯ রান তুলে ফেলেন প্রোটিয়ারা। ম্যাচে ৩৮.৫ ওভারে উঠল ৫১৭ রান। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ। এই প্রথমবার টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫০ রানের বেশি তাড়া করে জয়ের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। গোটা ম্যাচে হল এক ঝাঁক রেকর্ড।
রবিবার সেঞ্চুরিয়নে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় বলেই ব্র্যান্ডন কিং আউট হয়ে গেলেও তারপর থেকেই রানের ফোয়ারা ওঠে। দ্বিতীয় ইনিংসে ঝোড়ো ইনিংস খেলেন কাইল মায়ার্স এবং জনসন চার্লস। তাঁদের সৌজন্যেই ১০ ওভারে ১৩৭ রান তুলে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। ২৭ বলে ৫১ রান করে মায়ার্স আউট হয়ে গেলেও চার্লসের ঝড় অব্যাহত থাকে। মাত্র ৩৯ বলে শতরান পূরণ করেন। যা ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে দ্রুততম। শেষ পর্যন্ত ১০ টি চার এবং ১১ টি ছক্কা মেরে ৪৬ বলে ১১৮ রান করেন। আর নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২৫৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তিন উইকেট পেলেও প্রচুর রান খরচ করেন মার্কো জানসেন। চার ওভারে ৫২ রান দেন। চার ওভারে ৬৭ রান দেন সিসান্দা মাগালা। যে খেলোয়াড়কে আইপিএলের জন্য দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
রান তাড়া করতে নেমে বিধ্বংসী ছন্দে শুরু করে দক্ষিণ আফ্রিকা। ১০ ওভারেই বিনা উইকেটে ১৪৭ রান তুলে ফেলে। মাত্র ৪৩ বলে শতরান পূরণ করেন কুইন্টন ডি'কক। যিনি পরের বলেই আউট হয়ে যান। তবে বিধ্বংসী ছন্দ ধরে রাখেন রেজা হেন্ড্রিক্স। ২৮ বলে ৬৮ রান করেন তিনি। মারেন ন'টি চার এবং আটটি ছক্কা। যখন আউট হন, তখন ১২.৪ ওভারে প্রোটিয়াদের স্কোর ছিল তিন উইকেটে ১৯৩ রান। বাকি কাজটা সেরে ফেলেন এডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেনরা। ১৮.৫ ওভারেই চার উইকেট হারিয়ে ঐতিহাসিক ছিনিয়ে নেন প্রোটিয়ারা। ম্যাচের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন ডি'কক।
আরও পড়ুন: ভারতীয় বোর্ডের আবেদনের পর পিছু হটল আইসিসি, নতুন রেটিং ইনদওরের পিচকে