বেঙ্গালুরু: আইপিএলে চোট নিয়েও দুরন্ত ব্যাটিং করেই চলেছেন ফাফ ডু প্লেসি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের অধিনায়ক এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপ জয়ের দৌড়ে শীর্ষে রয়েছেন। অনেকের থেকেই অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ৫৮.৫০ গড়়ে মোট ৭০২ রান ঝুলিতে পুরে নিয়েছেন ডু প্লেসি। এখনও পর্যন্ত ৮টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন টুর্নামেন্টে প্রোটিয়া তারকা। আরসিবিতে ডু প্লেসির সতীর্থ ও ভারতের অভিজ্ঞ উইকেট কিপার ব্য়াটার দীনেশ কার্তিক মনে করেন যে এখনও আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে ডু প্লেসির খেলার ক্ষমতা রয়েছে। আর বিশ্বকাপেও তাঁকে দরকার প্রােটিয়া শিবিরের।
কী বলছেন কার্তিক?
আরসিবির উইকেট কিপার ব্যাটার কার্তিক বলছেন, ''ফাফ দুর্দান্ত একজন ক্রিকেটার। আমি ওর ব্যাটিং দেখে এতটুকুও অবাক হইনি। ও দারুণ ফর্মে রয়েছেন। এছাড়াও দারুণ নেতা অন্যতম। গত ৪-৫ বছর ধরে ধারাবাহিক ফর্মে রয়েছে ফাফ। আইপিএলে প্রত্যেক বছরই আরসিবির জার্সিতে দারুণ পারফর্ম করছে। চলতি বছরেও তেমনই আরও একটি দুর্দান্ত বছর কাটছে ডু প্লেসির।''
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ফাফ ডু প্লেসি। সেই বছরই ফেব্রুয়ারিতে শেষবার জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা গিয়েছিল এই ডানহাতি তারকাকে। কিন্তু চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি যে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন, সে বিষয়েও ইঙ্গিত দিয়েছেন ডু প্লেসি।
ভারতে আগামী ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে চলেছে। আর ভারতের মাটিতে ডু প্লেসির রেকর্ড খুবই ভাল। ১০ ওয়ান ডে ম্যাচে ৩৯৪ রান করেছেন তিনি। গড় ৬৫। কার্তিক বলেন, ''আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা শিবির যদি ডু প্লেসিকে না নিয়েই স্কোয়াড সাজায়, তবে তারা বড় ভুল করবে। আমার মনে হয় ডু প্লেসি তৈরি রয়েছে একদম। যে কোনও মুহূর্তে মাঠে নেমে খেলার জন্য, দলকে পরিচালনার জন্য ও তফাৎ তৈরি করতে ওস্তাদ।''
অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষেই ফাফ
আরও একটা অর্ধশতরান। চলতি আইপিএলে তাঁর আট নম্বর। অরেঞ্জ ক্যাপ (IPL Orange Cap) দখলের লড়াইয়ে বাকিদের থেকে ব্যবধান আরও খানিকটা বাড়িয়ে ৭০০ রানের গণ্ডি টপকে গেলেন ফাফ ডু প্লেসি (Faf Du Plessis)। ১৩ ম্যাচের শেষে ৭০২ রান রান রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আরসিবি-র দুরন্ত জয়ে গুরুত্বপূর্ণ অবদানও রাখেন ফাফ। বিরাট কোহলির ঝোড়ো শতরানের মাঝেও ৪৭ বলে ৭১ রানের ইনিংসে রান তাড়া করার কাজে দলের একপ্রান্ত আগলে রাখেন তিনি। ফাফের গড় চোখ ধাঁধানো ৫৮.৫০।