জোহানেসবার্গ: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ আফ্রিকার মহিলা ক্রিকেট দলের অলরাউন্ডার এলরিসা থিউনিসেন ফোরি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ছেলেরও। গত ৫ এপ্রিল স্টিলফনটেনের নর্থওয়েস্টার্ন শহরে পথ দুর্ঘটনার মারাত্মক ভাবে জখম হয়েছিলেন এলরিসা ও তাঁর ছেলে। রবিবার ২ জনেরই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ২৫ বছরের এই ক্রিকেটারের মৃত্যুতে শোকাতুর গোটা ক্রিকেট বিশ্ব। ট্যুইট করে শোক প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।








২০১৩ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্যা এলরিসা কটকে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিষেক করেন। দেশের হয়ে তিনটি একদিনের আন্তর্জাতিক ও একটি টি-টোয়েন্টি  খেলেছেন তিনি। এলরিসা তাঁর জীবনের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন বাংলাদেশের বিরুদ্ধে। ঘরোয়া ক্রিকেটে নর্থ ওয়েস্ট ড্রাগনসদের হয়ে খেলতেন এই ক্রিকেটার।


তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডের সিইও থাবাঙ্গ মোরো জানিয়েছেন, “গোটা ক্রিকেট বিশ্বের কাছেই এটি একটি দুঃখদায়ক ঘটনা। এলরিসা যেখান থাকত সেখানকার মানুষের হয়ে অনেক কাজ করেছে। জাতীয় দলের হয়েও ওর ভূমিকা অনস্বীকার্য। ক্রিকেট সাউথ আফ্রিকা পরিবারের হয়ে আমি এলরিসার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করছি।”