বার্সেলোনা: ধোপে টিকল না পাল্টা আবেদন। কর-ফাঁকি মামলায় সুপ্রিম কোর্টেও দোষী সাব্যস্ত হলেন লিওনেল মেসি। তাঁর ২১ মাসের কারাদণ্ডের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। গত বছরের জুলাইয়ে কর ফাঁকি মামলায় বার্সেলোনা আদালতে দোষী সাব্যস্ত হন এলএম ১০। দোষী সাব্যস্ত হন বাবা জর্জ হোরাসিও মেসিও। দু’জনেরই ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই স্প্যানিশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আর্জেন্তাইন সুপারস্টার। কিন্তু, শেষরক্ষা হল না। মেসির ২১ মাসের কারাদণ্ডের নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। ১৫ কোটি টাকা জরিমানারও নির্দেশ। তবে, মেসির বাবার কারাদণ্ডের মেয়াদ ২১ মাস থেকে কমিয়ে ১৫ মাস করেছে সুপ্রিম কোর্ট।

কারাদণ্ড হলেও হাজতবাস সম্ভবত করতে হচ্ছে না আর্জেন্তাইন ফুটবল-ম্যাজিশিয়ানকে৷ স্প্যানিশ আইন অনুযায়ী, ‘নন ভায়োলেন্ট’ আইনে কারও যদি প্রথমবার সাজা হয়, সেক্ষেত্রে ২৪ মাস পর্যন্ত কারাদণ্ড হলে তাঁকে জেল খাটতে হয় না৷ সেক্ষেত্রে সুদে-আসলে জরিমানা মেটালে পরিত্রাণ পেয়ে যেতে পারেন মেসি৷