বার্সেলোনা: অবসরের পর আরও বিপাকে মেসি। কর ফাঁকির মামলায় ২১ মাসের জেল হল বার্সেলোনা তারকার। নির্দেশ স্পেনের আদালতের। ২০ লক্ষ ইউরো (প্রায় ১৬ কোটি টাকা) জরিমানা মেসির। ২১ মাসের জেল মেসির বাবার জর্জেরও। তাঁকেও ১৫ লক্ষ ইউরো জরিমানা করা হয়েছে। কর ফাঁকির তিনটি মামলায় জরিমানার নির্দেশ আদালতের। এই রায়ের বিরুদ্ধে স্পেনের শীর্ষ আদালতে আবেদন করতে পারবেন মেসিরা। বার্সেলোনার তারকার বিরুদ্ধে অভিযোগ, ৩১ কোটি ৯ লক্ষ টাকা কর ফাঁকি দিয়েছিলেন তিনি। তবে, স্পেনের আইন অনুযায়ী, ২ বছরের  কম মেয়াদ হলে জেলে যাওয়ার প্রয়োজন নেই। সেক্ষেত্রে প্রোবেশন-এ থাকতে হয়। অর্থাৎ, ২১ মাসের জেল হওয়ায় মেসি ও তাঁর বাবাকে সম্ভবত হাজতবাস করতে হবে না।

বিস্তারিত জানতে লগ-ইন করুন http://abpananda.abplive.in/livetv/