নয়াদিল্লি: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন নীরজ চোপড়া। আর এরপরই চারিদিক থেকে শুভেচ্ছাবন্যায় ভাসছেন তিনই। ভারতের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে পদক জিতেছেন পানিপথের তরুণ। আর এই সাফল্যের পর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দরাজ সার্টিফিকেট দিলেন নীরজকে। বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী ভারতীয় অ্যাথলিটকে শুভেচ্ছা জানিয়ে নরেন্দ্র মোদি ট্যুইট করেন। 


তিনি শুভেচ্ছাবার্তায় কী বললেন?


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরজ চোপড়াকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় লেখেন, ''আমাদের দেশের অন্যতম সেরা এক ক্রীড়াবিদের আরও এক কৃতিত্ব। নীরজ চোপড়াকে অনেক অনেক অভিনন্দন। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জয়ের জন্য। ভারতীয় ক্রীড়াজগতের জন্য অন্য়তম সেরা একটি মুহূর্ত। নীরজকে আগামী ইভেন্টগুলোর জন্য শুভেচ্ছা রইল।''


 






এদিন শুরুটা যদিও খুব একটা ভাল হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি। 


আরও পড়ুন: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ে রুপো জয় নীরজ চোপড়ার