দুবাই: এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে যাওয়ার পথে সমস্যায় পড়লেন ভারতীয় দলের সদস্যরা। ‘পদ্ধতিগত ভুল বোঝাবুঝি’-র ফলে তাঁদের বিমানকে আধঘণ্টা আকাশে চক্কর কাটতে হয়। স্পাইসজেটের বিমানটির জ্বালানিও ফুরিয়ে আসছিল। শেষপর্যন্ত দুবাই বিমানবন্দরে অবতরণের অনুমতি পায় বিমানটি। হাঁফ ছেড়ে বাঁচেন ভারতীয় দলের ৩২ জন সদস্য।


সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ভারতীয় দলের সংযুক্ত আরব আমিরশাহিতে যাওয়ার অনুমতি আছে কি না, সেটা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। শেষপর্যন্ত ভারতীয় দূতাবাসের মধ্যস্থতায় যাবতীয় সমস্যা মিটে যায়।


সোমবার থেকে শুরু হচ্ছে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ। চলবে ১ জুন পর্যন্ত।  ভারতের পুরুষদের দলে আছেন অমিত পাঙ্গহাল (৫২ কেজি বিভাগ), মহম্মদ হুসামুদ্দিন (৫৬ কেজি বিভাগ), বারিন্দর সিংহ (৬০ কেজি বিভাগ), শিবা থাপা (৬৪ কেজি বিভাগ), বিকাশ কৃষ্ণন (৬৯ কেজি বিভাগ), আশিস কুমার (৭৫ কেজি বিভাগ), সুমিত সাঙ্গওয়ান (৮১ কেজি বিভাগ), সঞ্জিৎ (৯১ কেজি বিভাগ) ও নরেন্দ্র (৯১ কেজি ঊর্ধ্ব বিভাগ)।


ভারতের মহিলা দলে আছেন ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন এম সি মেরি কম (৫১ কেজি বিভাগ), মনিকা (৪৮ কেজি বিভাগ), সাক্ষী (৫৪ কেজি বিভাগ), জেসমিন (৫৭ কেজি বিভাগ), সিমরণজিৎ কউর (৬০ কেজি বিভাগ), লাবুয়াতসাইহি (৬৪ কেজি বিভাগ), লাভলিনা বর্গহাইন (৬৯ কেজি বিভাগ), পূজা রানি (৭৫ কেজি বিভাগ), সুইটি (৮১ কেজি বিভাগ) ও অনুপমা (৮১ কেজি ঊর্ধ্ব বিভাগ)।


ভারতীয় বক্সিং ফেডারেশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিশেষ বায়ো বাবল উড়ানে ভারতীয় দলের সদস্যরা দিল্লি থেকে দুবাইয়ে গিয়েছেন। তাঁরা দুবাই বিমানবন্দরে নামার পর হোটেলে পৌঁছে গিয়েছেন। একবার বিমানবন্দরে আর একবার হোটেলে পৌঁছনোর পর প্রত্যেকের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছে। ভারতীয় দল যাতে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারে, তার জন্য প্রয়োজনীয় অনুমতি পাওয়ার ব্যবস্থা করায় বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া ভারতীয় দূতাবাস ও রাষ্ট্রদূত পবন কপূরের কাছে কৃতজ্ঞ। বিদেশমন্ত্রক, সংযুক্ত আরব আমিরশাহি সরকারও সাহায্য করেছে।’