করোনা আবহে বিরাট ও তাঁর সতীর্থরা গত কয়েকমাস ধরেই মাঠের বাইরে থাকতে বাধ্য হন। সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে সাতদিন কোয়ারেন্টিনে থাকার পর শনিবার থেকে অনুশীলন শুরু করেছে আরসিবি। প্রথম দিনের অনুশীলনেই নেটে ব্যাটিং-বোলিং করতে দেখা যায় বিরাটদের। এই অনুশীলনেই সতীর্থদের দেখে খুশি আরসিবি অধিনায়ক।
ভারতীয় দলের নিউজিল্যান্ড সফরের পর আর খেলার সুযোগ পাননি বিরাট। তিনি সরাসরি খেলতে নামবেন আইপিএল-এ। এখন তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।
এ বিষয়ে আরসিবি অধিনায়ক বলেছেন, ‘প্রথম দিনের অনুশীলনে নামার আগে আমি কিছুটা ভয়ই পাচ্ছিলাম। আমি পাঁচ মাস ব্যাট হাতে নিইনি। তবে আমি যা আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালভাবে অনুশীলন করতে পেরেছি। লকডাউনের সময় আমি অনুশীলন চালিয়ে গিয়েছি। তার ফলেই ফিট থাকতে পেরেছি। সেটা কাজে লাগছে। ফিট থাকলে অনেক সুবিধা হয়। না হলে শরীর ইচ্ছামতো নাড়ানো যায় না। সবসময় সেটা মাথায় থাকে। আমার ক্ষেত্রে সেটা হয়নি। ফলে ভাল লাগছে।’
এখনও পর্যন্ত একবারও আইপিএল চ্যাম্পিয়ন হয়নি আরসিবি। গতবার লিগ টেবলে সবার নীচে ছিলেন বিরাটরা। এবার হিসেব বদলে দেওয়াই তাঁদের লক্ষ্য।