মাস্ক ছাড়া পাশাপাশি দাঁড়িয়ে তোলা ছবি দেখে রাহুল মন্তব্য করেছিলেন, ‘তোমার মাস্ক কোথায় ভাই? সামাজিক দূরত্বই বা কোথায়?’ জবাবে দীপক বলেছিলেন, ‘আমরা সবাই করোনা পরীক্ষা করিয়েছি। দু’বারই সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। আমরা পরিবারের লোকজনের সঙ্গে থাকলে মাস্ক পরি না।’
চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার ছাড়াও ১১ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত। বিসিসিআই-এর পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করে জানানো হয়েছে, করোনা আক্রান্ত হওয়া ক্রিকেটার ও সাপোর্ট স্টাফরা এখন আইসোলেশনে আছেন।
দলের এতজন করোনা আক্রান্ত হওয়ায় আইপিএল শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। তার উপর পারিবারিক সমস্যার কারণে দেশে ফিরে এসেছেন দলের অন্যতম সফল ক্রিকেটার সুরেশ রায়না। ফলে বিপাকে সিএসকে।