বেঙ্গালুরু: ভারতের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক হল আফগানিস্তানের। চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল পাঁচদিনের ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয় আফগানিস্তানের। তবে মাত্র দুদিনেই ম্যাচে হেরে যায় তারা। ম্যাচের শেষে জয়ের উচ্ছ্বাস নয়, খেলোয়াড়োচিত অনন্য মানসিকতার দৃষ্টান্ত গড়লেন ভারতের অস্থায়ী অধিনায়ক আজিঙ্কা রাহানে।
অধিনায়ক হিসেবে তিনি এমন এক নজির গড়লেন যা ক্রিকেটের ময়দানে এক আগে দেখা যায়নি। আফগানিস্তানকে ইনিংস ও ২৬২ রানে হারিয়েছে ভারত। টেস্ট ক্রিকেট এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয়।
ম্যাচের ট্রফির সঙ্গে ছবি তোলার সময় রাহানে এগিয়ে গিয়ে আফগানিস্তান দলের সবাইকে ডেকে নিলেন। বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে ট্রফি নিয়ে ছবি তুলল বিজয়ী দল। আফগান ক্রিকেটারদের কাছে তাদের প্রথম টেস্টের স্মৃতি উজ্জ্বল রাখতে রাহানের এই বিরল সৌজন্য ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে।



সোশ্যাল মিডিয়ায় রাহানের এই মানসিকতার প্রশংসায় মেসেজের ঢল নেমেছে।