মহিলাদের কুস্তির ৫৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জয়ের জন্য সাক্ষীর প্রশংসা করে অলিম্পিকে ভারতের শুভেচ্ছাদূত সচিন লিখেছেন, ‘ঘুম থেকে উঠে দুর্দান্ত খবর পেলাম। সাক্ষী মালিক, রিও অলিম্পিকে তোমার প্রত্যাবর্তনে সারা ভারত গর্বিত। অনেক অভিনন্দন।’
অলিম্পিকে ব্যক্তিগত বিভাগে সোনা জয়ী একমাত্র ভারতীয় অভিনব ট্যুইটারে লিখেছেন, ‘সাক্ষীকে অভিনন্দন ও সমাদর। অসাধারণ পারফরম্যান্স। ভারতীয়দের মনোবল বাড়ানোর জন্য ধন্যবাদ।’
অলিম্পিকে জোড়া পদক জয়ী কুস্তিগির সুশীল কুমার বলেছেন, ‘সাক্ষী যেটা করে দেখিয়েছেন সেটা তাঁর আগে কোনও ভারতীয় মেয়ে করতে পারেননি। সাক্ষীর পথ অনুসরণ করতে পারেন বহু ক্রীড়াবিদ।’
মেরি কম, বিজেন্দর ধোনিরাও ট্যুইট করে সাক্ষীকে অভিনন্দন জানিয়েছেন। বিজেন্দর সাক্ষীর মা-কে শ্রদ্ধা জানিয়েছেন। সহবাগ লিখেছেন, ‘সাক্ষী দেখিয়ে দিলেন কন্যাভ্রুণ হত্যা না করলে কী হতে পারে। কঠিন পরিস্থিতিতে মেয়েরাই আমাদের সম্মান রক্ষা করে।’