কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৯০ রানের বিশাল ব্যবধানে জয় দক্ষিণ আফ্রিকার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে ভারত। সচিনের মূর্তি উন্মোচন। দেখে নিন বুধবারের সেরা খেলার খবরের এক ঝলক -


জয় প্রোটিয়াদের


ওয়ান ডে বিশ্বকাপে (One Day World Cup 2023) বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ১৯০ রানের বিশাল ব্যবধানে কিউয়িদের হারিয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল প্রোটিয়া শিবির। ৭ ম্যাচের মধ্যে এখন তাঁরা শুধুমাত্র নেদারল্যান্ডস (Netherlands) ম্যাচ ছাড়া সব ম্যাচেই জয় ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে। প্রোটিয়া বাহিনীর দেওয়া ৩৫৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১৬৭ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। 


শুভমন-সারার ডেট?


তরুণ ভারতীয় ওপেনার শুভমন গোটা বছর ধরে দুরন্ত ফর্মে থাকলেও, এখনও পর্যন্ত বিশ্বকাপে ব্যাট হাতে তেমন পারফর্ম করতে পারেননি। তবে তাঁকে নিয়েই শোরগোল চারিদিকে। মাঠে নয়, মাঠের বাইরের বিষয় নিয়েই চর্চায় শুভমন। সম্প্রতি তাঁকে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের (Sara Tendulkar) সঙ্গে দেখা গিয়েছে। দুইজনের এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল রয়েছে যেখানে শুভমন এবং সারাকে একসঙ্গে এক রেস্তোরাঁ থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে।


অবসর উইলির


৩৩ বছর বয়সি উইলি ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে নিজের অভিষেক ঘটিয়েছিলেন। তারপর থেকে বাঁ-হাতি অলরাউন্ডার ৭০টি ওয়ান ডে এবং ৪৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তবে চলতি বিশ্বকাপের পরেই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন উইলি। তিনি এক বিবৃতিতে বলেন, 'এই দিনটা আসুক, আমি কোনওদিন চাইনি। ছোট্ট বেলা থেকে আমি ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেছি। তবে অনেক বিচার বিবেচনা করে, আমার মনে হয়েছে যে এই বিশ্বকাপের শেষে সব ধরনের ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার সময় এসে গিয়েছে। আমি এই জার্সিটা পরতে পারায় গর্বিত এবং এর জন্য আমি নিজের সবটা উজাড় করে দিয়েছি।'


আজ ভারতের সামনে শ্রীলঙ্কা


সেমিফাইনালের টিকিট প্রায় পাকা। তাও ছন্দ হারাতে নারাজ রোহিত বাহিনী। আগামীকাল বিশ্বকাপে ভারতীয় দল আরও একবার মাঠে নামতে চলেছে। সামনে খাতায় কলমে দুর্বল শ্রীলঙ্কা শিবির। এশিয়া কাপে এই শ্রীলঙ্কাকেই মাত্র ৫০ রানে অল আউট করে দিয়েছিল টিম ইন্ডিয়া। সেই ক্ষত আর সেরে ওঠেনি দ্বীপরাষ্ট্রটির। বিশ্বকাপের মঞ্চে গিল, রাহুলরা যতটা ধারাবাহিক, ততটাই ছন্নছাড়া কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন দলটি। ভারত যেখানে ৬ ম্যাচ খেলে সবগুলোতেই জয় ছিনিয়ে নিয়েছে। সেখানে শ্রীলঙ্কা তাঁদের ৬ ম্যাচের মধ্যে মাত্র ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিতে পেরেছে। এমনকী নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছিল তাঁদের। সেমির দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কাকে আগামীকালের ম্য়াচ জিততেই হবে।


চোট পেলেন ম্যাক্সওয়েল


ব্যাট হাতে চলতি বিশ্বকাপেই রেকর্ড গড়েছেন। মাত্র ৪০ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই মুহূর্তে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিক তিনিই। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্য়াচে নামার আগে মাথায় চোট পেয়ে অজি শিবিরে চিন্তা বাড়ালেন গ্লেন ম্য়াক্সওয়েল। অজি মিডিয়া সূত্রে খবর, গল্ফ কার্টের থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল। কনকাশন হয় তাঁর। সেই কারণেই ৪ নভেম্বরের অস্ট্রেলিয়া-ইংল্যান্ড  ম্যাচে খেলতে পারবেন না ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যমের প্রতিবেদনে লেখা হয়েছে, ''গল্ফ কার্টের পিছনে বসেছিল ম্যাক্সওয়েল। সেখান থেকে পড়ে গিয়ে সংজ্ঞা হারান ম্যাক্সওয়েল।'' বিশ্বকাপের আগে চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ম্য়াক্সওয়েল।