কলকাতা: বিশাখাপত্তনম টেস্টে তৃতীয় দিনে শতরান হাঁকালেন শুভমন গিল। ম্য়াচ জিততে ভারতের চাই আরও ৯ উইকেট। ইডেনে ইনিংসে হার বাংলার। তৃতীয় টেস্টেও দেখা মিলবে না হয়ত বিরাট কোহলিকে। বিরাটকে টেক্কা কেন উইলিয়ামসনের। দিনের সেরা খেলার খবরের এক ঝলক -
৯ উইকেট লক্ষ্য ভারতের
৩৯৯ রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের সামনে। তবুও তৃতীয় দিনের শেষে ভারতীয় শিবির পুরোপুরি স্বস্থির নিঃশ্বাস ফেলতে পারবে না। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগিয়ে ভারত বোর্ডে দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ রান যোগ করেছিল বিশাখাপত্তনম টেস্টে। শতরান হাঁকিয়েছিলেন শুভমন গিল। কিন্তু ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেট হারিয়ে দ্রুত ৬৭ রান বোর্ডে তুলে ফেলেছে। এখনও খেলার ২ দিন বাকি। ইংল্যান্ডের ম্য়াচ জিততে চাই আরও ৩৩২ রান। অন্য়দিকে বুমরা, মুকেশ, কুলদীপ, অশ্বিনদের পাখির চোখ আর ৯ উইকেট।
শতরান গিলের
লাল বলের ক্রিকেটে ক্রমেই কোনঠাসা হয়ে পড়েছিলেন। বিরাট পরবর্তী প্রজন্মের ভারতের সেরা প্লেয়ার মানা হচ্ছে তাঁকে। কিন্তু গত কয়েকটি ইনিংসে একেবারেই রান আসছিল না। তবে বিশাখাপত্তনমের ইনিংসটির পর হয়ত কিছুটা শান্তির নিঃশ্বাস ফেলবেন শুভমন গিল। টেস্ট কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকালেন পাঞ্জাবের এই তরুণ। ২০১৭ সালের পর ফের তিন নম্বরে ব্যাট করতে নেমে কোনও ভারতীয়র ব্যাট থেকে ভারতের মাটিতে এল সেঞ্চুরির ইনিংস। প্রথম ইনিংসে রান পাননি। দ্বিতীয় ইনিংসে ১০৪ রানের দুরন্ত ইনিংস খেললেন গিল। ভারতকেও দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের থেকে সাড়ে তিনশো রানের বেশি লিড এনে দিতে সাহায্য করলেন।
ইনিংসে হার বাংলার
ইডেনে আড়াইদিনের মধ্যে বাংলাকে ইনিংস ও চার রানে হারিয়ে দিল মুম্বই। বল হাতে আগুন ঝরালেন মোহিত অবস্থি। ডানহাতি পেসার প্রথম ইনিংসে নিয়েছিলেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে একাই নিলেন সাতটি। মাত্র ৫২ রানের বিনিময়ে। প্রথম ইনিংসে বাংলা অল আউট হয়েছিল ১৯৯ রানে। দ্বিতীয় ইনিংসে তুলল ২০৯ রান। প্রথম ইনিংসে ৫৬ ওভার ব্যাট করেছিল বাংলা। দ্বিতীয় ইনিংসে তার সামান্য বেশি, ৫৯.৪ ওভার।
বাংলার ইনিংসে একজনের পারফর্ম করা আর বাকিদের আয়ারাম গয়ারামের দলে নাম লেখানোটাও যেন দস্তুর হয়ে গিয়েছে। শনিবার বাংলার ১৯৯ রানের মধ্যে অনুষ্টুপ মজুমদার একাই করেছিলেন অপরাজিত ১০৮ রান। ফলো অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে কিছুটা লড়াই করলেন একমাত্র অভিষেক পোড়েল। ৮৩ বলে আগ্রাসী ৮২ রান করলেন। তাতে অবশ্য বিপর্যয়ের ছবিটা বদলায়নি।
বিরাটকে টেক্কা কেনের
টেস্টে আরও একটা মাইলফলক স্পর্শ করলেন কেন উইলিয়ামসন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নেমেছে নিউজিল্যান্ড। বে ওভালে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে কিউয়ি তারকা ব্যাটার ১১২ রানে অপরাজিত রয়েছেন। এই শতরান করার সঙ্গে সঙ্গেই টেস্টে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর তালিকায় বিরাট কোহলি ও ডন ব্র্যাডম্য়ানকে টপকে গেলেন। ২ জনের ঝুলিতেই টেস্টে রয়েছে ২৯টি সেঞ্চুরি। কেনের ঝুলিতে বর্তমানে ৩০টি শতরান। ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটের সঙ্গে একই সারিতে রয়েছেন বর্তমানে কেন।