কলকাতা: এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্য়াচের প্রথমদিন বৃষ্টিবিঘ্নিত। চোট পেলেন ফের শ্রেয়স আইয়ার। কলকাতা লিগে জয় পেল মোহনবাগান। কিংস কাপে হার ভারতের। রবিবারের সেরা খেলার খবরগুলো এক নজরে।
বৃষ্টিবিঘ্নিত ভারত-পাক দ্বৈরথ
এশিয়া কাপের সুপার ফোরে (Asia Cup 2023 Super 4) ভারত-পাক ম্যাচের (India vs Pakistan) প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে গেল। আগামীকাল রিজার্ভ ডে-তে গড়াল ম্যাচ। গ্রুপ পর্বেও এই ২ দলের খেলা ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। এদিনও খেলা শুরু হওয়ার পর ভারতীয় ব্যাটিংয়ের ২৪.১ ওভার পর্যন্ত খেলা চললেও এরপরই বৃষ্টি নামে মুশলধারে। এরপর বৃষ্টি কমলেও মাঠের অবস্থা এতটাই বাজে ছিল যে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ যেখানে খেলা শেষ হয়েছে, আগামীকাল ঠিক সেখান থেকেই খেলা শুরু হবে। এদিন বৃষ্টি নামার পর কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পুরোপুরি গোটা মাঠ কভারে ঢেকে দেওয়া হয়। আম্পায়াররা বারবার মাঠ পরিদর্শনের পর দু দলের প্লেয়ারদের জানান যে রাত ৯টায় ম্যাচ শুরু করা গেলে ৩৪ ওভারের ম্যাচ আয়োজন করতে হবে। তবে ফের বৃষ্টি শুরু হয়। ফলে আর আম্পায়াররা রিস্ক নেননি। শেষ পর্যন্ত এদিনের মত খেলা পুরোপুরি স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
হার সন্দেশদের
দেশের মাটিতে টানা সাফল্যের পর বিদেশে গিয়ে হোঁচট খেল ভারতীয় ফুটবল দলের অভিযান। রবিবার থাইল্যান্ডে কিংস কাপের দ্বিতীয় ম্যাচেও হারল তারা। দু’দিন আগে সেমিফাইনালে ফিফা ক্রমতালিকায় ২৯ ধাপ এগিয়ে থাকা ইরাকের বিরুদ্ধে ৯০ মিনিট দুর্দান্ত লড়াই করে টাই ব্রেকারে হেরে যায় ভারত। রবিবার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে তাদের চেয়ে একধাপ পিছিয়ে থাকা লেবাননের কাছে ০-১-এ হারল ভারত। ফলে থাইল্যান্ড থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের।
শ্রেয়সের ফের চোট
পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরে আজ পাকিস্তানের মুখোমুখি ভারত। ম্যাচে ভারতীয় একাদশে দুই বদল ঘটানো হয়েছে। দীর্ঘদিনের চোট সারিয়ে অবশেষে এই ম্যাচের মাধ্যমেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কেএল রাহুল । তবে রাহুল ফিট হতে না হতেই চোটের কবলে শ্রেয়স আইয়ার । ব্যাক স্প্যাজ়মের জন্য তাঁকে একাদশ থেকে বাদ দিতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া।
মানবিক রোনাল্ডো
বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে তাঁর নাম অবশ্যই থাকবে। তবে নেপাল হোক বা আফগানিস্তান, কঠিন পরিস্থিতিতে মানুষের পাশে বারংবার দাঁড়িয়ে নিজের মনুষ্যত্বের প্রমাণ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। ফের একবার মানবিকতার পরিচয় দিলেন রোনাল্ডো। ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় (Morocco Earthquake) শরণার্থীদের জন্য খুলে দিলেন নিজের হোটেলের দরজা।