কলকাতা: রাহুল দ্রাবিড় নন (Rahul Dravid), জিম্বাবোয়েতে ভারতের কোচ হিসাবে যাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman), জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যশপ্রীত বুমরার খেলা নিয়ে অনিশ্চয়তা। খেলার দুনিয়ায় শুক্রবার সারাদিন কোথায় কী ঘটল?


জিম্বাবোয়েতে লক্ষ্মণ


এর আগে আয়ার্ল্যান্ড সফরে তিনি জাতীয় দলের কোচ হিসাবে গিয়েছিলেন। ফের ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman) কাঁধে জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব বর্তাচ্ছে। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের (Ind vs Zim) হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নন, যাবেন লক্ষ্মণই। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।


বুমরা কাঁটা


টি-টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত ভারতের সেরা পেস অস্ত্র?


আচমকাই শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। টি-টোয়েন্টি বিশ্বকাপ আর মাত্র মাস তিনেক দূরে। কিন্তু সূত্রের খবর, সেই টুর্নামেন্টে নাও খেলতে পারেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। পিঠের চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করছেন ডানহাতি পেসার। জানা গিয়েছে, বুমরার চোট সারতে বেশ কিছুদিন সময় লাগবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নাও খেলতে পারেন।


ডুরান্ড দিয়ে শুরু


ঢেলে দল সাজাচ্ছে ইস্টবেঙ্গল। ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পর একের পর এক ফুটবলারকে দলে নিয়েছে লাল হলুদ বাহিনী। আসন্ন মরসুমের আগে এবার একসঙ্গে পাঁচজন বিদেশি ফুটবলারকে নিজেদের দলে নিয়ে নিল তারা। ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।


ইতিবাচক ঈশান


ভারতীয় দলের হয়ে জিম্বাবোয়ে সফরে যাচ্ছেন। কিন্তু এশিয়া কাপের (Asia Cup) দলে নেই। সাম্প্রতিক ভাল পারফরম্যান্সের পরেও। অনেকেই যা নিয়ে প্রশ্ন তুলেছেন।


তবে ভেঙে পড়ছেন না ঈশান কিষাণ (Ishan Kishan)। বরং ইতিবাচক থাকছেন। ঈশান বলছেন, 'নির্বাচকেরা যেটা ভাল মনে করেছেন, সেটাই করেছেন। নির্বাচকেরা অনেক ভাবনাচিন্তা করে দল গড়েন। কে কোথায় খেলবে, সেটা নিয়েও ভাবতে হয়। আমি বরং আরও পরিশ্রম করব। আরও বেশি রান করব। আমার ওপর বিশ্বাস থাকলে নির্বাচকেরা নিশ্চয়ি আমাকে দলে রাখবেন।'


মোদি সাক্ষাৎ


বক্সিংয়ে সোনা জিতে দেশকে গর্বের মুহূর্ত উপহার দিয়েছেন। সেই নিখাত জারিন এবার বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর সই পেতে পারেন। শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বেলা এগারোটায় কমনওয়েলথ গেমসে পদকজয়ীদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদি। 


পদক জয়ের পরই জারিন জানিয়েছিলেন যে, বক্সিং গ্লাভসে প্রধানমন্ত্রীর স্বাক্ষর নেবেন। শনিবার সেই সুযোগ পেয়ে যেতে পারেন তিনি। কারণ, প্রধানমন্ত্রী নিজ বাসভবনে পদকজয়ীদের সঙ্গে কথা বলবেন। সকলকেই ব্যক্তিগতভাবে জানাবেন অভিনন্দন। জারিনের সঙ্গে কথা বলবেন তিনি।


সতর্ক করছেন মনিন্দর


একটা বদল যেন রাতারাতি গোটা দলের শরীরী ভাষাটাই বদলে দিয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লক্ষ্যে মাস দুয়েক আগে কোচ করে আনা হয়েছিল ডেভ হাউটনকে (Dave Houghton)। আর যিনি কোচের দায়িত্বে ছিলেন, সেই লালচাঁদ রাজপুতকে টিম ডিরেক্টর করে দেওয়া হয়। ফলও মেলে। হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন রেগিস চাকাভা, সিকন্দর রাজা-রা। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।


যে কারণে ভারতকে (Team India) সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিংহ (Maninder Singh)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন মনিন্দর। সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন। কারণ, প্রাক্তন স্পিনারের মতে, চমক দিতে পারে জিম্বাবোয়ে।


আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন সিন্ধু, লক্ষ্যরা