মুম্বই: এর আগে আয়ার্ল্যান্ড সফরে তিনি জাতীয় দলের কোচ হিসাবে গিয়েছিলেন। ফের ভি ভি এস লক্ষ্মণের (VVS Laxman) কাঁধে জাতীয় দলের প্রশিক্ষকের দায়িত্ব বর্তাচ্ছে। আসন্ন জিম্বাবোয়ে সফরে ভারতীয় দলের (Ind vs Zim) হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড় (Rahul Dravid) নন, যাবেন লক্ষ্মণই। শুক্রবার সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)।






চমক দেবে জিম্বাবোয়ে ?


একটা বদল যেন রাতারাতি গোটা দলের শরীরী ভাষাটাই বদলে দিয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে টুর্নামেন্টের যোগ্যতা অর্জনের লক্ষ্যে মাস দুয়েক আগে কোচ করে আনা হয়েছিল ডেভ হাউটনকে (Dave Houghton)। আর যিনি কোচের দায়িত্বে ছিলেন, সেই লালচাঁদ রাজপুতকে টিম ডিরেক্টর করে দেওয়া হয়। ফলও মেলে। হাউটনের প্রশিক্ষণে জিম্বাবোয়ে দল হিসাবে অনেক সাহসী ক্রিকেট খেলছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছেন রেগিস চাকাভা, সিকন্দর রাজা-রা। বাংলাদেশকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি, দুই ফর্ম্যাটেই হারিয়ে সিরিজ জিতেছে জিম্বাবোয়ে।


যে কারণে ভারতকে (Team India) সতর্ক করে দিচ্ছেন প্রাক্তন বাঁহাতি স্পিনার মনিন্দর সিংহ (Maninder Singh)। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। যে সিরিজে ভারতকেই ফেভারিট বলে মনে করছেন মনিন্দর। সেই সঙ্গে সতর্কও করে দিচ্ছেন। কারণ, প্রাক্তন স্পিনারের মতে, চমক দিতে পারে জিম্বাবোয়ে।


দীর্ঘদিন পর জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলছে ভারত। সম্প্রতি বাংলাদেশকে দুই সিরিজে হারিয়েছে জিম্বাবোয়ে। আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতই কি এগিয়ে? নাকি চমক দেবে জিম্বাবোয়ে? এবিপি লাইভের প্রশ্নে মনিন্দর বলছেন, 'বাংলাদেশকে হারিয়েছে বলে জিম্বাবোয়ের ক্রিকেটারেরা আত্মবিশ্বাসী থাকবে। ভারতীয় দল খাতায় কলমে শক্তিশালী। কিন্তু সহজ হবে না লড়াই।'


বিশ্রামে রোহিত-কোহলি


জিম্বাবোয়ে সফরের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছেন ভারতীয় নির্বাচকরা। সেই ১৫ জনের দলে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিংহভাগ সিনিয়ররা নেই। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের মতোই এই সিরিজেও ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধবনকে (Shikhar Dhawan)। কেএল রাহুলেরও চোট সম্পূর্ণ না সারায় তিনি এই সিরিজে নেই। তাঁর বদলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া শুভমন গিল পুনরায় সীমিত ওভারের দলে সুযোগ পেয়েছেন। তিনিই ধবনের সঙ্গে ওপেন করেন।


আরও পড়ুন: চমক দিতে পারে জিম্বাবোয়ে? ভারতীয় দলকে সতর্ক করছেন প্রাক্তন তারকা