কলকাতা: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দুরমুশ করে বিশ্বকাপে ভারতের জয়ের ধারা অব্যাহত। উয়েফা ইউরোর টিকিট পাকা করল ফ্রান্স, পর্তুগাল ও বেলজিয়াম। এক নজরে খেলার সব খবর।
ভারতের দাপুটে জয়
শুরু হয়েছিল ১৯৯২ বিশ্বকাপে (ODI World Cup)। সিডনিতে। পাকিস্তানকে ৪৩ রানে হারিয়ে এক অনন্য বিজয়রথ ছোটাতে শুরু করেছিল ভারত (Ind vs Pak)। সেই সময় ভারতীয় দলের নেতৃত্বে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন।
সিডনির সেই ম্যাচের পর দেখতে দেখতে দীর্ঘ ৩১ বছর অতিবাহিত। মাঝের সময়ে আরও সাতবার ওয়ান ডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান (শনিবার আমদাবাদের ম্যাচ ধরে)। কিন্তু ফলাফল সেই একই গতে বাঁধা। ওয়ান ডে বিশ্বকাপ মানেই ভারতের হাতে পাক-বধ। প্রতিপক্ষ অধিনায়কের নাম কখনও ইমরান খান, কখনও আমির সোহেল, কখনও ওয়াসিম আক্রম, তো কখনও বাবর আজ়ম। বাইশ গজের যুদ্ধক্ষেত্র কখনও ম্যাঞ্চেস্টার, তো কখনও মোহালি। সব কিছু বদলেছে। শুধু বদলায়নি ভারতের সামনে ওয়ান ডে বিশ্বকাপে পাকিস্তানের কেঁপে যাওয়ার ছবি।
শনিবারও ভারতের অশ্বমেধ দাপিয়ে বেড়াল। নরেন্দ্র মোদি-অমিত শাহর শহরে পাকিস্তানকে ৭ উইকেটে গুঁড়িয়ে দিল ভারত। ওয়ান ডে বিশ্বকাপের স্কোরলাইনটা দাঁড়াল ভারত - ৮, পাকিস্তান - ০। বল হাতে বুমরা, জাডেজাদের দাপটের পর ব্যাট হাতে রোহিত শর্মার দাপুটে ৮৬ রানের ইনিংসে ১১৭ বল বাকি থাকতেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় ভারত।
ছিটকে গেলেন করুণারত্নে
চলতি বিশ্বকাপে (ODI World Cup 2023) দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম দুই ম্যাচেই পরাজিত হতে হয়েছে শ্রীলঙ্কাকে (Sri Lankan Cricket Team)। সোমবার পরাজয়ে ধারা থামিয়ে জয়ের সরণিতে ফেরার লক্ষ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কান দল। সেই ম্যাচের আগেই লঙ্কান শিবিরে দুঃসংবাদ। চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন দলের অধিনায়ক দাসুন শনাকা (Dasun Shanaka)।
শ্রীলঙ্কার শেষ ম্যাচে ১০ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে চোট পান শনাকা। তাঁর উরুর পেশিতে চোট লাগে। সেই চোটের জেরেই বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল শনাকাকে। তাঁর বদলি হিসাবে চামিকা করুণারত্নেকে (Chamika Karunaratne) দলে ডেকে নিয়ে লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ইভেন্ট টেকনিকাল কমিটি চামিকা করুণারত্নের শ্রীলঙ্কান দলে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। ১০ অক্টোবর শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে দাসুন শনাকা ডান দিকের উরুর পেশিতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় ২৩টি ওয়ান ডে খেলা করুণারত্নেকে বদলি হিসাবে নেওয়া হচ্ছে। এই চোট সারতে শনাকার অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।'
উইলিয়ামসনকে নিয়ে উদ্বেগ
বিশ্বকাপে দুরন্ত ছন্দে দৌড়চ্ছে নিউজ়িল্য়ান্ড (New Zealand Cricket Team)। টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে রয়েছেন কিউয়িরা। পয়েন্ট সমান হলেও রান রেটে সামান্য এগিয়ে থাকায় ভারত শীর্ষে। আর বিশ্বকাপের মাঝপর্বে ফের উদ্বেগের মেঘ নিউজ়িল্যান্ড শিবিরে। আশ্চর্যজনক শোনালেও, ফের কেন উইলিয়ামসনকে (Kane Williamson) নিয়ে।
আইপিএলের সময় এসিএল পেশি ছিঁড়েছিল উইলিয়ামসনের। অস্ত্রোপচারের পর সদ্য মাঠে ফিরেছেন। ফের চোট পেলেন। এবং সেটা অদ্ভূতভাবে। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে রান নেওয়ার সময় প্রতিপক্ষ ফিল্ডারের ছোঁড়া বল তাঁর বৃদ্ধাঙ্গুষ্ঠিতে লাগে।
এক্স রে করে দেখা গিয়েছে, তাঁর হাড় ভেঙেছে। তিনি দলের সঙ্গেই থাকবেন। এই আশায় যে, টুর্নামেন্টের শেষ পর্বে যদি মাঠে নামতে পারেন। পাশাপাশি টম ব্লান্ডেলকে উড়িয়ে আনা হচ্ছে বিকল্প হিসাবে।
ইউরোর টিকিট পাকা তিন দলের
উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জনপর্বের ম্যাচে (Euro 2024 Qualifiers) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ও কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) উভয়েই জোড়া গোল করে নিজেদের দেশকে পরের বছরের ইউরোতে পৌঁছে দিলেন। পর্তুগাল এবং ফ্রান্স উভয় দলই নিজেদের সবকয়টি ম্যাচ জিতে পরের বছরের টুর্নামেন্টে পৌঁছে গেল। বেলজিয়ামও জার্মানিতে আয়োজিত ইউরোতে নিজেদের জায়গা পাকা করে ফেলল। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারায় ফ্রান্স। স্লোভাকিয়ার বিরুদ্ধে ৩-২ স্কোরে জয় পায় পর্তুগাল। একই স্কোরলাইনে অস্ট্রিয়াকে হারাল বেলজিয়ামও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: বিশ্বকাপে তাঁর রেকর্ড ভেঙে নতুন কীর্তি রোহিতের, অভিনন্দনবার্তা জানালেন সৌরভ