কলকাতা: রাজকোটে রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মার শতরানে ভারতের দুরন্ত প্রত্যাবর্তন। ইস্টবেঙ্গলে পার্দোর বদলে নতুন বিদেশি। এক নজরে খেলার সব খবর।
ভারতের প্রত্যাবর্তন
প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। তারপর রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। জোড়া সেঞ্চুরিতে রাজকোটে ইংল্যান্ডের (IND vs ENG) বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন ভাল জায়গায় ভারত। প্রথম দিনের শেষে ৮৬ ওভারে ভারতের স্কোর ৩২৬/৫। ১৩১ রান করে আউট হয়েছেন রোহিত। ১১০ রানে অপরাজিত জাডেজা। এই দুইয়ের দৌলতেই ৩৩ রানে তিন উইকেট থেকে প্রথম দিনশেষে বেশ ভাল জায়গায় ভারত।
ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক
দীর্ঘ ১১ বছর কেটে গিয়েছে। আইসিসি ট্রফি নেই ভারতের ঘরে। গত ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাস্ত হতে হয়েছে। তারপর থেকেই জল্পনা ছড়িয়েছিল, সীমিত ওভারের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কের অধীনে খেলতে পারে ভারতীয় দল। রোহিত শর্মার (Rohit Sharma) পরিবর্তে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya) নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে বলেও জল্পনা ছড়িয়েছিল কোনও কোনও মহলে।
তবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝে এ ব্যাপারে বড় আপডেট দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। জানিয়ে দিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে কার হাতে থাকবে ভারতের নেতৃত্বের ব্যাটন। জয় শাহ জানালেন, রোহিতের হাতেই থাকবে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব। সেই সঙ্গে ভারতীয় দলের সহ অধিনায়ক কে হবেন, সেটাও জানিয়েছেন বোর্ড সচিব। হার্দিকের হাতেই সম্ভবত থাকবে সহ অধিনায়কের দায়িত্ব। জয় শাহর ঘোষণার পর থেকেই যাবতীয় জল্পনার অবসান হয়েছে।
ইস্টবেঙ্গলে নতুন বিদেশি
চোটের কারণে স্প্যানিশ ডিফেন্ডার হোসে পার্দোকে (Jose Antonio Pardo) ছেড়ে দিল ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। তাঁর বদলে নিয়ে আসা হল সার্বিয়ান ডিফেন্ডার আলেকজান্দার প্যানটিচকে (Aleksandar Pantic)। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে এই খবর সরকারি ভাবে দেওয়া হয়। দু’টি ঘোষণাই করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।
নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান পার্দো। পায়ের এই চোট এতটাই গুরুতর যে, তাঁকে মরশুমের বাকি সময়ে পাওয়া যাবে না। তাই তড়িঘড়ি তাঁর বদলে সার্বিয়া থেকে আনা হল ৩১ বছর বয়সী সেন্টার ব্যাক প্যানটিচকে।নতুন বিদেশীর আগমনের খবর দিয়ে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, 'অতীতে ভিয়ারিয়েল সিএফ, রেড স্টার বেলগ্রেড, ডায়নামো কিয়েভের মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে সার্বিয়ান সেন্টার ব্যাক আলেকজান্দার প্যানটিচের। সে দেশের অনূর্ধ ১৯ ও ২১ দলের হয়েও খেলেছেন তিনি।'
ভারতের অবনতি
এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হতশ্রী পারফরম্যান্সের ফল হাতে নাতে পেল ব্লু টাইগার্সরা। সদ্য প্রকাশিত ফিফা ব়্যাঙ্কিংয়ে (FIFA Ranking) এক ধাক্কায় ১৫ ধাপ পিছিয়ে গেলেন সুনীল ছেত্রীরা। ভারতের নতুন ব়্যাঙ্কিং ১১৭। বিগত সাত বছরে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের এটা সবথেকে খারাপ ব়্যাঙ্কিং।
এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। গ্রুপ 'বি'-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২, উজ়েবিস্তানের বিরুদ্ধে ০-৩ এবং সিরিয়ার বিরুদ্ধে ০-১ স্কোরলাইনে পরাজিত হয়ে সবার নীচে শেষ করেছিল। এই পারফরম্যান্সের ফলে ভারত ৩৫.৬৩ রেটিং পয়েন্ট হারায়। যার ফলে ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়ে টোগো এবং গিনিয়া-বিসাউয়ের মাঝে ১১৭তম স্থানে ঠাঁই হয়েছে সুনীল ছেত্রীদের।
ছাড় পেলেন মুকেশ
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছিলেন। তবে রাজকোটে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) তৃতীয় টেস্টের একাদশে তাঁকে রাখা হয়নি। মুকেশ কুমারকে (Mukesh Kumar) রঞ্জি (Ranji Trophy) খেলার ছাড়পত্র দিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ইডেনে বাংলার জার্সিতে বিহারের বিরুদ্ধে ম্যাচ খেলে ফের রাঁচিতে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বঙ্গ পেসার। যা নিয়মরক্ষার ম্যাচে বাংলা শিবিরকে সামান্য হলেও মানসিকভাবে চাঙ্গা করছে।
শুক্রবার থেকে ইডেনে বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলা। যে ম্যাচ নিয়মরক্ষার। কারণ, এলিট গ্রুপ বি থেকে ছিটকে গিয়েছে বাংলা। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আর কোনও আশা নেই মনোজ তিওয়ারিদের। বাংলার ব্যর্থতার পর শোরগোল পড়েছে সিএবি-তেও। বাংলার রঞ্জি ব্যর্থতার ময়নাতদন্ত শুরু হয়েছে। উঠে আসছে একাধিক কারণ। সেসব নিয়ে সিএবি কর্তারা কবে কাটাছেঁড়া করতে বসেন, দেখার অপেক্ষায় ময়দান।
ঈশানের পাশে এবিডি
ঈশান কিষাণের আন্তর্জাতিক মঞ্চে অনুপস্থিতি নিয়ে জলঘোলা অব্যাহত। নভেম্বর মাসে ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার আন্তর্জাতিক মঞ্চে দেখা গিয়েছিল ঈশান কিষাণকে (Ishan Kishan)। তারপর সম্প্রতি তাঁর অনুশীলনে ফেরার খবর শোনা গেলেও, তিনি কবে মাঠে ফিরবেন সেই নিয়ে কোনও নিশ্চয়তা নেই। এবার কিষাণের পাশে দাঁড়ালেন কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।
এবিডির মতে এমন পরিস্থিতিতে তাঁকেও কেরিয়ারের শেষের দিকে পড়তে হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলের মতো না না ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ক্রিকেটারদের ব্যস্ত সূচি ম্যানেজ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ বলেই জানান ডিভিলিয়ার্স। নিজের চ্যানেলে তিনি বলেন, 'ঈশান ভুল করছে, না বাকি খেলোয়াড়রা যেটা করছে সেটা ঠিক, সেইসব বিষয়ে নিয়ে আমি কিছু বলব না, সেটা আমি জানি না। তবে নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে স্পষ্ট বোঝাপড়াটা খুবই প্রয়োজনীয়। কেরিয়ারের শেষের দিকে আমারও নিজের সময় বার করা, সবটা ম্যানেজ করা খুবই চাপের হচ্ছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: রাগে অগ্নিশর্মা রোহিত, সরফরাজ রান আউট হতেই আছড়ে ফেললেন টুপি