কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে রেকর্ড রানে জয় দিয়ে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচ জিতল ভারত। হকি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ড্র করল ভারতীয় হকি দল। এক নজরে খেলার সব খবর।
বিশ্বরেকর্ড গড়ে জয়
ব্যাট হাতে শুভমন গিল ও বিরাট কোহলি (Virat Kohli) শতরান করে জয়ের ভিত গড়েছিলেন, বল হাতে মহম্মদ সিরাজ (Mohammed Siraj) জয় সুনিশ্চিত করলেন। তৃতীয় ওয়ান ডেতে (IND vs SL 3rd ODI) ৩১৭ রানের বিরাট ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে জয় পেল টিম ইন্ডিয়া (Team India)। ৩৯১ রান তাড়া করতে নেমে ৭৩ রানেই অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে দ্বীপরাষ্ট্রকে হোয়াইটওয়াশ করল ভারত। প্রসঙ্গত, এটি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ ব্যবধানে জয়। এই প্রথম পুরুষদের ওয়ান ডেতে কোনও দল ৩০০-র অধিক রানে জিতল।
হকিতে ড্র
স্পেনের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে হকি বিশ্বকাপের (Hockey World Cup 2023) অভিযান শুরু করেছিল ভারতীয় দল (Indian Hockey Team)। আশা ছিল ইংল্যান্ডকে (India vs England) হারিয়ে গ্রুপ ডি-র শীর্ষে পৌঁছবে টিম ইন্ডিয়া। তবে সেই লক্ষ্যপূরণে ব্যর্থ হলেন হরমনপ্রীতরা। ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এই ড্রয়ের ফলে ভারতের সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ আরও কঠিন হল।
কোহলির রেকর্ড
শ্রীলঙ্কার বিরুদ্ধে বরাবরই বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট কথা বলে। চলতি সিরিজের প্রথম ম্যাচেও দুরন্ত শতরান হাঁকিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ওয়ান ডেতে অবশ্য চার রানেই সাজঘরে ফিরতে হয় তাঁকে। গত ম্যাচে ব্যর্থ হলেও, তিরুঅনন্তপুরমে তৃতীয় ম্যাচে (IND vs SL 3rd ODI) ফের একবার অনবদ্য শতরান হাঁকালেন বিরাট কোহলি। অপরাজিত ১৬৬ রানের অনবদ্য ইনিংস এল কোহলির ব্যাট থেকে।
এটি কোহলির কেরিয়ারের ৪৬তম ওয়ান ডে আন্তর্জাতিক শতরান। ৮৫ বলে নিজের কেরিয়ারের ৭৪তম আন্তর্জাতিক শতরান হাঁকালেন বিরাট। এই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) সর্বকালীন এক রেকর্ডও ভেঙে ফেললেন তিনি। এটি ঘরের মাঠে বিরাটের ২১তম শতরান। এই শতরানের সুবাদেই সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে ঘরের মাঠে সর্বাধিক শতরানের কৃতিত্ব নিজের নামে করে ফেললেন কোহলি। পাশাপাশি মাহেলা জয়বর্ধনেকে পিছনে ফেলে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে সর্বকালের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়ে যান কোহলি।
রঞ্জিতে ম্যাচে দিয়ে প্রত্যাবর্তন
গত বছরের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপ চলাকালীনই মাঝপথে টুর্নামেন্ট ছেড়ে চোটের কারণে ফিরে আসতে হয় রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। এরপর থেকে ভারতীয় দলের (Team India) বাইরেই রয়েছেন জাডেজা। তাঁর ডান হাঁটুতে অস্ত্রোপ্রচারও হয়েছে। দীর্ঘদিন পরে এবার অবশেষে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ভারতের তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছেন জাডেজা।
অবশ্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় জাডেজার ম্যাচ ফিটনেস নিয়ে প্রশ্নচিহ্ন রয়েইছে। তাই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে ম্যাচ ফিট হতে রঞ্জি ট্রফিকেই (Ranji Trophy) বেছে নিলেন জাডেজা। একাধিক রিপোর্ট অনুযায়ী ভারতের তারকা অলরাউন্ডার সৌরাষ্ট্রের হয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামতে পারেন। ২৪ জানুয়ারি থেকে তামিলনাড়ুর বিরুদ্ধে খেলবে সৌরাষ্ট্র। সেই ম্যাচেই সম্ভবত জাডেজাকে খেলতে দেখা যাবে।