Google Meet: গুগল মিটে (Google Meet) যুক্ত হতে চলেছে নতুন ফিচার। টেক জায়ান্ট (Tech Giant) গুগল ঘোষণা করেছে এবার গুগল মিটে ইউজাররা স্পিকার নোট (Speaker Note) দেখতে পাবেন। গুগল স্লাইড পরিবেশন করার সময় এই স্পিকার নোট দেখা যাবে। জানা গিয়েছে, গুগল স্লাইডের কন্ট্রোল বারের মধ্যে থাকবে স্পিকার নোটস বাটন। ইউজারদের শুধু সেই বাটনে ক্লিক করতে হবে। তাহলেই গুগল মিটে স্লাইড প্রদর্শনের সময় স্পিকার নোট দেখা যাবে। নতুন এই ফিচারের সাহায্যে ইউজাররা অনেক সুবিধা পাবেন। সবার আগে যেটা হবে যে যেকোনও স্লাইড প্রদর্শনের সময় একবার স্লাইড একবার নোটসে হাতড়াতে হবে না ইউজারদের। একসঙ্গেই দুটো পাওয়া যাবে। তাই একবার স্লাইড এবং একবার নোটের মধ্যে হাতড়াতে না হওয়ায় আত্মবিশ্বাসের সঙ্গে নিজের কাজ সবাইকে দেখাতে পারবেন ইউজার। আর স্লাইড এবং স্পিকার নোট একসঙ্গে দেখা যাওয়ার ফলে গুগল মিটে একসঙ্গে অনেক ইউজার আগ্রহ নিয়ে যুক্ত হবেন। গুগল মিটের এই ফিচারের উপর অ্যাডমিনের নিয়ন্ত্রণ নেই। ইউজারদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও এই ফিচার ব্যবহার করা যাবে না। গত বছর অক্টোবর মাসে গুগল মিটে গুগল স্লাইড দেখানোর ফিচার চালু হয়েছিল। এবার তার সঙ্গে স্পিকার নোটও দেখতে পাবেন ইউজাররা।


গুগল মিট (Google Meet)- টেক জায়ান্ট গুগলের (Tech Giant Google) এই অ্যাপের সঙ্গে বর্তমানে প্রায় সকলেই পরিচিত। যাঁরা গুগলের এই মিট অ্যাপ সম্পর্কে আগে কিছু জানতেন না, করোনাকাল এবং তার পরবর্তী পর্যায়ে সকলেই এই অ্যাপের সম্পর্কে জেনে গিয়েছেন। কারণ লকডাউনের সময় অফিস-মিটিংগুলোর অন্যতম মাধ্যম ছিল এই গুগল মিট। বর্তমানে করোনার প্রকোপ অনেকটাই কমলেও গুগল মিট এখন আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে গিয়েছে। এবার এই গুগল মিট অ্যাপেই যুক্ত হতে চলেছে নতুন একটি ফিচার। শোনা গিয়েছে, এই নতুন ফিচারের সাহায্যে গুগল মিট ব্যবহারকারীরা তাঁদের মিটিং ইউটিউবে লাইভস্ট্রিম (YouTube Livestream) করতে পারবেন।


Google Message Group Chat: গুগল মেসেজে এন্ড টু এন্ড এনক্রিপশন ফিচার আগেই যুক্ত হয়েছে। তবে তা ছিল ওয়ান টু ওয়ান মেসেজের ক্ষেত্রে। এবার এই ফিচার গুগল মেসেজের গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও যুক্ত হচ্ছে। অর্থাৎ গুগল মেসেজের গ্রুপ চ্যাট এখন আরও সুরক্ষিত। কারণ এই মাধ্যমে যোগ হয়েছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার। আপাতত বিটা প্রোগ্রামের ক্ষেত্রেই চলছে এই পরীক্ষা নিরীক্ষা। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ওপেন বিটা ইউজারদের জন্য গ্রুপ চ্যাটে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের রোল আউট সম্পন্ন করেছে। মাসখানেক আগেই এই রোল আউট সম্পন্ন হয়েছে বলে শোনা গিয়েছে। গুগল মেসেজের এই ফিচারের সাহায্যে দু'জন ইউজারের মধ্যে one to one কথোপকথন আরও বেশি নিরাপদে থাকবে। কারণ সমস্ত মেসেজ থাকবে এনক্রিপটেড। ফলে তা একদম সুরক্ষিত থাকবে। কেবলমাত্র সেন্ডার এবং রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি মেসেজ পাঠাচ্ছেন এবং যাঁর কাছে মেসেজ যাচ্ছে, তাঁরাই এই মেসেজগুলো দেখতে পাবেন।


আরও পড়ুন- শুরু হয়েছে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল, কোন কোন ফোনে রয়েছে দুর্দান্ত অফার?