মুম্বই: মহম্মদ শামির বদলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে ঢুকে পড়লেন উমেশ যাদব। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে জয় হরমনপ্রীতদের। মোহালিতে অনুশীলন শুরু রোহিত বাহিনীর। দেখে নেওয়া যাক আজকের খেলার খবরের সেরা খবরগুলো -
শামির বদলি উমেশ যাদব
খবর অনুযায়ী, শামির বদলে প্রায় সীমিত ওভারে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন উমেশ যাদব (Umesh Yadav)। টিম ইন্ডিয়ার টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও, প্রায় সাড়ে তিন বছর ভারতীয় সীমিত ওভারের দলে সুযোগ পাননি উমেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তিন বছর আগে ফেব্রুয়ারিতে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন উমেশ। তারপর আর সাদা বলে ক্রিকেটে ভারতের হয়ে খেলা হয়নি ৩৪ বছর বয়সি ভারতীয় ফাস্ট বোলারের। তবে এ মরসুমের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে বেশ নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন উমেশ।
হালান্ডের ইতিহাস
নিজের পরিচিত মিডল্যান্ডসে ফিরেই গোলেও ফিরলেন ম্যান সিটির তারকা জ্যাক গ্রিলিশ। ম্যাচে মাত্র ৫৬ সেকেন্ডেই উলভসের বিরুদ্ধে পেপ গুয়ার্দিওলার দলকে এগিয়ে দেন গ্রিলিশ। ম্যাচের ১৬তম মিনিটে সিটির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। এটি এ মরসুমে লিগে হালান্ডের ১১তম গোল। প্রথম খেলোয়াড় হিসাবে নিজের প্রথম চার প্রিমিয়ার লিগ অ্যাওয়ে ম্যাচে গোল করে ইতিহাস গড়লেন হালান্ড। উলভসের ম্যাচে ফেরার আশা ৩৩ মিনিটের পরেই আরও ক্ষীণ হয়ে যায়। ন্যাথান কলিন্স ৩৩ মিনিটে গ্রিলিসের বিরুদ্ধে খারাপ ফাউল করে লাল কার্ড দেখেন।
জয় লাল হলুদের
৭ অক্টোবর থেকে শুরু আইএসএলের মহারণ। টুর্নামেন্টের প্রথম দিনেই গত মরসুমের ফাইনালিস্ট দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।গতবার লিগ তালিকায় সবার শেষে একেবারে ১১ নম্বরে ছিল ইস্টবেঙ্গল। এ মরসুমে সেই হতাশা কাটিয়ে নতুনভাবে শুরু করতে আগ্রহী কলকাতা জায়ান্টরা। সেইজন্যেই দলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের তত্ত্বাবধানে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে ইস্টবেঙ্গল। সেই প্রস্তুতি ঝালিয়ে নিতেই এদিন নিউটাউনে নবনির্মিত ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেমেছিল লাল হলুদ।
ভারতীয় দলের নতুন পোস্টার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে মাঠে নামার আগেই নতুন জার্সি উন্মোচিত হয়ে গেল ভারতীয় ক্রিকেট দলের। পোস্টারে দেখা গেল রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্যকে। এছাড়াও সঙ্গে ভারতীয় দলের এই মুহূর্তের সবচেয়ে আলোচিত নাম সূর্যকুমার যাদব। মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও দলের আরও ২ ক্রিকেটার শেফালি ভার্মা ও সুষমা বার্মাও রয়েছেন পোস্টারে।
ইংল্য়ান্ডকে হারাল হরমনপ্রীত বাহিনী
থাকল এই ম্যাচেও। কিন্তু স্মৃতি মন্ধানা এদিনও জ্বলে উঠলেন। যেভাবে এগোচ্ছিলেন তাতে শতরান একপ্রকার নিশ্চিত ছিল। কিন্তু ব্যক্তিগত ৯১ রানের মাথায় আউট হয়ে ফিরে যান বাঁহাতি এই তারকা ব্য়াটার। নিজের ইনংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান স্মৃতি। ইয়াস্তিকা ভাটিয়াও অর্ধশতরান করেন। তিনি তাঁর ৬৮ রানের ইনিংসেও ৮টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে এই দুজন ফিরে গেলেও ভারতের জয়ে কোনও অসুবিধে হয়নি। কারণ দায়িত্ব নিয়ে সেই কাজটি পূর্ণ করেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর। ৯৪ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন হরমনপ্রীত।