কলকাতা: রবিবার কাতারে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি কাতার ও ইকুয়েডর। মাউন্ট মাউনগানুইয়ে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। মণিকা বাত্রার ইতিহাস। খেলার দুনিয়ার সব খবরের ঝলক।


নজরে বিশ্বকাপ


রাত পোহালেই বিশ্বকাপের (Football World Cup) বোধন। ফুটবল গ্রহের সেরা টুর্নামেন্ট। অংশগ্রহণ করছে ৩২টি দেশ। প্রত্যেক দেশে তারকা ফুটবলারের ছড়াছড়ি। একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের মতো মহাতারকারা, অন্যদিকে রয়েছেন জারদান শাকিরি, রবার্ট লেয়নডস্কি, গ্যারেথ বেল, থোমাস মুলারের মতো বিশ্ব ফুটবলের নক্ষত্ররা। হাড্ডাহাড্ডি ফুটবল লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।


তার আগে আগ্রহ তৈরি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে বরাবরই থাকে চমক। অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, তা নিয়ে তুমুল চর্চা হয়।


এবারের বিশ্বকাপ এমনিতেই ব্যতিক্রমী। এই প্রথম প্রচলিত সময় নয়, ছক ভেঙে বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের আবহাওয়া ও তাপমাত্রার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। রবিবার উদ্বোধনী অনুষ্ঠান হবে দোহার আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়।


কারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে? ফিফা এখনও কোনও তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির পারফর্ম করার কথা। ব্রিটেনের গায়িকা ডুয়া লিপাও থাকবেন। তবে চমক হতে পারেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। স্পেনের ফুটবলার পিকে-র স্ত্রী অনুষ্ঠানে থাকবেন বলে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে।


দ্রাবিড়ের পাশে


টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ভারতীয় দল গিয়েছে নিউজিল্যান্ডে (Ind vs NZ)। কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) নিয়ে।


টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সফরে দ্রাবিড়কে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন ভি ভি এস লক্ষ্মণ (VVS Laxman)। যিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। এর আগেও স্টপ গ্যাপ কোচ হিসাবে জাতীয় দলের দায়িত্ব সামলেছেন লক্ষ্মণ।                                                                                                                               


কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে কারণ, অনেকেরই মনে হচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফেরার পর যেখানে নতুন করে দলগঠন, কৌশল তৈরি দরকার, সেখানে দ্রাবিড় নেই কেন! বলা হচ্ছে, বিশ্বকাপে বিপর্যয়ের পর চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে পুরোপুরি ছেঁটে পেলেছে বোর্ড। তাহলে দ্রাবিড়কে কেন ছাড় দেওয়া হচ্ছে। কেন আরও কঠোর হওয়া হচ্ছে না দ্রাবিড়ের ক্ষেত্রে। জাতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সরাসরি বলেন, 'আমি বিশ্রামের তত্ত্বে বিশ্বাসী নই। জাতীয় দলের কোচ এমনিতেই আইপিএলের সময় ২-৩ মাস বিশ্রাম পায়। এত বিশ্রাম কীসের!'  


সেই বিতর্কে এবার দ্রাবিড়ের পাশে দাঁড়ালেন তারকা অফস্পিনার আর অশ্বিন। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেছেন, 'কেন লক্ষ্মণকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ব্যাপারে আমি বলব। কারণ, আমার মন্তব্যের অন্য ভাবে ব্যাখ্যা হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পরিকল্পনা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে কঠোর পরিশ্রম করেছে রাহুল দ্রাবিড় এবং তাঁর দল। আমি ওঁদের খুব কাছ থেকে দেখার সুবাদেই এ কথা বলতে পারছি।'


মণিকার ইতিহাস


এশিয়ান কাপ টেবিল টেনিসে (Asian Cup Table Tennis) ইতিহাস গড়লেন ভারতীয় প্যাডলার মণিকা বাত্রা (Manika Batra)। সেমিফাইনালে তিনি হেরে গিয়েছিলেন। তবে ব্রোঞ্জ পদকের ম্যাচ জিতে ভারতীয় টেবল টেনিসে নতুন ইতিহাস লিখে ফেললেন মণিকা। প্রথম ভারতীয় মহিলা টিটি প্লেয়ার হিসাবে এশিয়ান কাপে পদক জিতলেন তিনি।                                  


শনিবার ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের ৬ নম্বর জাপানের হিনা হায়াতাকে ৪-২ হারিয়ে নজির গড়ে ফেললেন ভারতের তারকা প্যাডলার। তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি এশিয়ান কাপে পদক জিতলেন। চেতন বাবুরের পরে দ্বিতীয় ভারতীয় হিসাবে এই নজির গড়লেন।মণিকার আগে প্রাক্তন প্লেয়ার চেতন বাবুর ছিলেন একমাত্র ভারতীয়, যিনি টেবল টেনিসে এশিয়ান কাপের পুরুষ বিভাগের সিঙ্গলসে পদক জিতেছিলেন। তিনি ১৯৯৭ সালে রুপো ও ২০০০ সালে ব্রোঞ্জ জিতেছিলেন। মণিকা বাত্রা শনিবার এশিয়ান কাপে মেয়েদের সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতে চেতনের সঙ্গে একই তালিকায় নাম লেখালেন।        


বাংলার জয়


প্রথম তিন ম্যাচে দুই হার। বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) গ্রুপ থেকেই বাংলার বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়াল বাংলা। জিতে নিল পরপর দুই ম্যাচ। আগের ম্যাচে পুদুচেরিকে হেলায় হারানোর পর শনিবার রেলওয়েজের বিরুদ্ধেও দাপট দেখিয়ে জিতল বাংলা। অরিন্দম ঘোষ-বিবেক সিংহদের ৫৭ রানে হারিয়ে নক আউটে জায়গা পাওয়ার দৌড়ে রইল বাংলা। এমনকী, গ্রুপের শেষ ম্যাচে সার্ভিসেসকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে পারে বাংলা দল।


পাকাপাকি দায়িত্ব?


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2022) সেমিফাইনালেই (Semifinal) স্বপ্নভঙ্গ হয়েছে। রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দলকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। এরপরই নানা প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছিল। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। কেন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে না, টিম ম্য়ানেজমেন্টের সমালোচনা হয়েছিল। গতকাল চেতন শর্মার নেতৃত্বাধীন পুরো নির্বাচক মণ্ডলীকেই সরিয়ে দেওয়া হয়েছে। এবার হয়ত টি-টােয়েন্টি ফর্ম্যাটে নতুন অধিনায়কও পেতে চলেছে ভারতীয় দল। সূত্রের খবর, রোহিত শর্মার পরিবর্তে কুড়ির ফর্ম্যাটের জন্য হার্দিক পাণ্ড্যকেই পুরোপুরি অধিনায়ক করা হতে পারে। 


আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে