কলকাতা: নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে ভারতীয় দলের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়ান ওপেনে পরাজিত হলেন সানিয়া মির্জা। এক নজরে খেলার সারাদিনের সব খবর।


বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত


হকি বিশ্বকাপে (FIH Men's Hockey World Cup 2023) নিউজিল্যান্ড-ভারতের (India vs New Zealand) এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকলেন হকিপ্রেমীরা। কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে দুই দলই এই ম্যাচে নিজেদের সর্বস্বটা উজাড় করে দেয়। তবে নির্ধারিত সময়ে ৩-৩ স্কোরলাইনেই ম্যাচ শেষ হয়। ভারতের হয়ে ললিত, সুখজিৎ ও বরুণ কুমার তিনটি গোল করেন। নিউজিল্যান্ডের হয়ে স্যাম লেন, কেন রাসেল ও সন ফিন্ডলে গোল করেন। ম্যাচের মতো পেনাল্টি শ্যুট আউটেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। ১৮টি শটের পর শেষমেশ জয় পায় নিউজিল্যান্ড।


সানিয়ার হার


জীবনের শেষ গ্র্যান্ডস্লামে খেলতে নেমেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চ। কিন্তু মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই হেরে ছিটকে যেতে হল তাঁকে।  সঙ্গে জুটি বেঁধে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে খেলতে নেমেছিলেন। কাজাখস্তানের আনা ড্যানিলিনার সঙ্গে জুটি বেঁধে মহিলাদের ডাবলসে খেলতে নেমেছিলেন সানিয়া। কিন্তু অষ্টম বাছাই এই জুটিকে ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে হারিয়ে দেন কালিনিনা-ইউটভাঙ্ক জুটি।


এদিন ম্যাচের শুরু থেকেই বেশ কয়েকটি আনফোর্সড এরর করেছিলেন সানিয়া ও ড্যানিলিয়া। প্রথম সেটে মাত্র ৩টি ব্রেক পয়েন্ট জেতেন সানিয়ারা। প্রথম সেটে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সানিয়ারা। তাঁরা ৬-৪ গেমে জয় ছিনিয়ে নেন দ্বিতীয় সেট। উল্লেখ্য, মিক্সড ডাবলসে রোহন বোপান্নার সঙ্গে খেলছেন সানিয়া। শনিবার প্রথম রাউন্ডে জয় ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয় জুটি। 


মিনি-রোহিত


সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন শুভমন গিল (Shubman Gill)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ওয়ান ডেতে দ্বিশতরান হাঁকিয়েছেন শুভমন। সমর্থক থেকে বিশেষজ্ঞ সকলেই ভারতীয় তরুণের প্রশংসায় পঞ্চমুখ। এবার প্রাক্তন পাকিস্তান অধিনায়ক তথা প্রাক্তন বোর্ড প্রধান রামিজ রাজা (Ramiz Raja) যোগ দিলেন সেই তালিকায়।


গিলের সঙ্গে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) মিল খুঁজে পাচ্ছেন রামিজ। গিলকে 'মিনি রোহিত' বলে দাবি করে রামিজ বলেন, 'শুভমন গিলকে দেখে মিনি রোহিত শর্মা মনে হয়। ওর কাছে সব শট খেলার জন্য বাড়তি সময় থাকে। দারুণ প্রতিভা। সময়ের সঙ্গে সঙ্গে ওর মধ্যে আগ্রাসী মনোভাবটাও চলে আসবে। তবে ওর খেলায় কোনও কিছুই বদলের প্রয়োজন নেই। রোহিত শর্মার মতো দুরন্ত এক ব্যাটার থাকায় ভারতীয় দলের ক্ষেত্রে ব্যাটিং করাটা খুবই সহজ। ও (রোহিত) কিন্তু দারুণ হুক আর পুল শট খেলে।'


আরও পড়ুন: 'বিশ্বকাপের মত বড় টুর্নামেন্টের আগে খুব গুরুত্বপূর্ণ', কীসের কথা বললেন শামি?