কলকাতা : পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সঙ্গে নানা সময়ে আমরা ক্যাফেতে (Cafe) কিছুটা সময় কাটাই। অনেক সময়ই মনে হয়, যদি ক্যাফেটা আমাদের বাড়িতেই হত, তাহলে কী ভালোই না হত। সেটাই সম্ভব। নিজের বাড়িটাকেই এবার ক্যাফের রূপ দিতে পারবেন। তার জন্য করে নিতে হবে সামান্য কিছু পরিবর্তন। আপনার বাড়িতে যদি সুন্দর একটা ছাদ কিংবা ব্যালকনি থাকে, তাহলে সেটিকে সহজেই ক্যাফেতে পরিবর্তন করতে পারবেন। জেনে নিন তার সহজ উপায়গুলো।
বাড়ির ছাদ অথবা ব্যালকনিটিকে এভাবে ক্যাফের রূপ দিন-
১. ক্যাফের পরিবেশ পাওয়ার জন্য সবার আগে বসার জায়গাগুলির পরিবর্তন নিয়ে আসা প্রয়োজন। তার জন্য বেছে নিন কাঠের ভাঁজ করা চেয়ার। ছাদ অথবা ব্যালকনিতে প্রয়োজন মতো কাঠের ভাঁজ করা চেয়ার রাখুন। ভাঁজ করা চেয়ার বা টেবিল এই জন্য রাখবেন, কারণ, যাতে আপনি সেগুলিকে নিজের ইচ্ছে মতো সাজিয়ে রাখতে পারেন অথবা জায়গা বদলাতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চেয়ার টেবিলগুলোর দাম খুব বেশি হয় না। সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে পারেন এভাবেই।
২. সেখানে কী ধরনের বাসনপত্র ব্যবহার হচ্ছে, সেদিকেও নজর দেওয়া জরুরি। কোনও ক্যাফেতে গেলে নজর রাখুন সেখানে কী ধরনের বাসনপত্র ব্যবহার হয়। দেখতে সুন্দর জিনিস ব্যবহার করুন। যা নজর কাড়ে। ভবিষ্যতে আপনার বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনেরা আপনার বাড়ির ক্যাফেতে এসে যেন একেবারে সত্যিকারের ক্যাফের অনুভূতি পান।
আরও পড়ুন - Ashwagandha: প্রতিদিনের তালিকায় রাখুন অশ্বগন্ধা, রইল এর উপকারিতাগুলি
৩. ব্যালকনি কিংবা ছাদের ব্যাকগ্রাউন্ডের দিকেও নজর দিতে হবে। ছাদের চারপাশ সুন্দর হওয়া প্রয়োজন। সেখানে দেওয়াল রাখতে পারেন। আবার নাও রাখতে পারেন। মাথার উপর কিছুটা অংশ খোলা রাখতে পারেন। কিছুটা ঢেকে রাখতে পারেন। কম খরচেও ক্যাফের আকার দিতে পারেন। নানারকমের ওয়ালপেপার ব্যবহার করতে পারেন। সাধারণত বহু ক্যাফেতেই ব্রিক স্টাইল ওয়ালপেপার দেখা যায়। যদি আপনার তেমন পছন্দ হয়, তাহলে তেমন ওয়ালপেপার ব্যবহার করতে পারেন।
৪. ক্যাফেতে আলোর ব্যবহার অত্যন্ত জরুরি। বাড়ির ছাদ কিংবা ব্যালকনিতে তৈরি ক্যাফেতে উপর থেকে হালকা আলো ঝুলিয়ে দিন। মায়াবি পরিবেশ তৈরি করতে পারেন।
৫. হালকা গান চলবে এমন পরিবেশ অবশ্যই রাখুন বাড়িতে তৈরি ক্যাফেতে। কথা বলতে যেন অসুবিধা না হয়। আবার মৃদু মন্দ গানের আওয়াজ ভেসে আসলে তা পরিবেশটাকে বদলে দেয়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।