কলকাতা: কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসিকে হারিয়ে দিল তারা। আজ থেকে শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। পুরুষদের ডাবলসে রোহন বোপান্না। এক ঝলকে দিনের সেরা খেলার খবরগুলো -


কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল


কলিঙ্গ সুপার কাপের ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। ডুরান্ডের পর চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয় কোনও টুর্নামেন্টের ফাইনালে পৌঁছল কার্লেস কুয়াদ্রাতের দল। সেমিফাইনালে জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে দিল লাল হলুদ বাহিনী। দলের হয়ে দুটো গোল করেন যথাক্রমে হিজাজি ও সিভেরিও। ২০১৮ সালে শেষবার সুপার কাপের ফাইনালে উঠেছিল গঙ্গা পাড়ের ক্লাব। ৬ বছর পর ফের ফাইনালে জায়গা করে নিল তারা। 


আজ শুরু ভারত-ইংল্যান্ড টেস্ট


বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ড প্রথম টেস্ট। তার আগের দিন সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল, ইংল্যান্ডের বাজবল ক্রিকেট নিয়ে কী পরিকল্পনা? রোহিতের সাফ জবাব, 'আমরা নিজেদের ক্রিকেট খেলতে চাই। প্রতিপক্ষ কীভাবে খেলছে তা নিয়ে কোনও আগ্রহ নেই। আমাদের ক্রিকেটে মনোনিবেশ করাই বেশি গুরুত্বপূর্ণ। দল হিসাবে আমাদের কী করা উচিত, তা নিয়েই ভাবছি। সেখান থেকে কীভাবে এগোতে হবে, তা নিয়েও ভাবছি।'


রেকর্ড গড়লেন বোপান্না


অস্ট্রেলিয়ান জুড়িদার ম্যাথিউ এবডেনকে (Matthew Ebden) সঙ্গে নিয়ে রোহন বোপান্না (Rohan Bopanna) বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্তাইন জুটি আন্দ্রেস মলতেনি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ় জুটির। আর্জেন্তাইন জুটিকে স্ট্রেট গেমে হারিয়ে বোপান্নারা স্ল্যামের শেষ চারে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। ম্যাচের স্কোরলাইন ইন্দো-অজ়ি জুটির পক্ষে ৬-৪, ৭-৬ (৫)। এই জয়ের সুবাদেই তিনি এটিপি ডাবলস ব়্যাঙ্কিংয়ের (ATP Rankings) শীর্ষে পৌঁছে গেলেন। অর্থাৎ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা বোপান্নাই।


সেরা সূর্যকুমার


চোটের জন্য মাঠের বাইরে তিনি এই মুহূর্তে। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছে। এরই মধ্যে সুখবর পেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আইসিসির বিচারে টি-টোয়েন্টিতে (T20 Cricket) বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার। টানা দ্বিতীয়বার কুড়ির ফর্ম্য়াটে এই খেতাব জিতে নিলেন সূর্যকুমার। প্রায় পঞ্চাশের কাছাকাছি গড় ও দেড়শোর মত স্ট্রাইক রেট নিয়ে ২০২৩ সালে টি-টোয়েন্টিতে পারফর্ম করেছিলেন। ২০২৩ সালটি টি-টোয়েন্টিতে শুরু করেছিলেন সূর্যকুমার মাত্র ৭ রান দিয়ে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্য়াচে ৭ রান করেছিলেন। এরপরের ম্য়াচে ৩৬ বলে অপরাজিত ৫১ ও অপরাজিত ১১২ রান করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ৪৪ বলে ৬৩ রান করেছিলেন। ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলেছিলেন সেই সিরিজেই।