কলকাতা: আইএসএলের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারাল এটিকে মোহনবাগান (ATK MB)। ইনদওরের পিচ নিয়ে আলোচনা শুরু। খেলার দুনিয়ার সারাদিন।


ডার্বির রং সবুজ-মেরুন


প্রথমার্ধ গোলশূন্য ছিল। ইস্টবেঙ্গল (East Bengal FC) সমর্থকেরা হয়তো তখন আশা করেছিলেন যে, অবশেষে ডার্বিতে তাঁদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে।


কিন্তু দ্বিতীয়ার্ধে সেই স্বপ্নভঙ্গ হল। জোড়া গোলে ফের লাল-হলুদ শিবিরে আঁধার নামাল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আইএসএলে ডার্বির রং ফের সবুজ-মেরুন। ২-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল এটিকে মোহনবাগান


ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছিল গোলশূন্যভাবে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁঝ বাড়ায় এটিকে মোহনবাগান। ৫২ মিনিটে অত্যন্ত সহজ সুযোগ নষ্ট করে সবুজ-মেরুন শিবির। আশিক কুরুনিয়ান বল পেয়ে লম্বা দৌড়ে পেত্রাতোসকে বল দেন। কিন্তু পেত্রাতোস লক্ষ্যভ্রষ্ট হন। ৬১ মিনিটে সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল এফসি। ভিপি সুহের দুরন্ত বল বাড়ান জেক জার্ভিসকে। জেক জার্ভিস শটও নিয়েছিলেন। তবে তেকাঠি ভেদ করতে পারেননি।


অবশেষে ৬৮ মিনিটে গোলখরা কাটে। স্লাভকোর গোলে ১-০ এগিয়ে যায় এটিকে মোহনবাগান। পেত্রাতোসের কর্নার মনবীর সিংহ ব্যাক হিল করে গোলের দিকে পাঠান। স্লাভকোর হেড প্রথমে বারে লেগে ফিরে আসে। ফিরতি বল জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের শেষ লগ্নে দ্বিতীয় গোল এটিকে মোহনবাগানের। দুরন্ত গোল করেন পেত্রাতোস। ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে সবুজ-মেরুন ব্রিগেড।


চর্চায় পিচ


ভারত-অস্ট্রেলিয়া (Ind vs Aus) তৃতীয় টেস্ট শুরু হতে এখনও দিন কয়েক বাকি। তার আগে ফের শিরোনামে উঠে এল বাইশ গজ।


এবং সব কিছু ঠিকঠাক চললে, প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্টেও খেলা হতে পারে স্পিন বোলিং সহায়ক পিচে। সূত্রের খবর, ইনদওরে চারটি পিচ তৈরি রাখা হচ্ছে। যার মধ্যে দুটি লাল মাটির আর দুটি কালো মাটির। তবে আয়োজক মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থা থেকে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে, তাতে লাল পিচেই হতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। যে উইকেটে বল ঘুরবে। বাউন্সও থাকবে। ছড়ি ঘোরাতে পারেন দুই দলের স্পিনাররাই। যে খবর শুনলে ভারতীয় শিবিরের উৎফুল্ল হওয়ার কথা। 


রিচার স্বীকৃতি


সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Team India)। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য একটি সান্ত্বনাও রইল।


মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। বড় কৃতিত্ব অর্জন করলেন রিচা ঘোষ। যে কৃতিত্ব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররাও পাননি, সেই স্বীকৃতিই পেয়েছেন বঙ্গকন্যা। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। আর তার সুফলও পেলেন রিচা।


জাডেজার হয়ে সওয়াল


সদ্য সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কে এল রাহুলকে (KL Rahul)। ভারতীয় দলে রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি হবেন কে?


জাতীয় দলের প্রাক্তন অফস্পিনার হরভজন সিংহের (Harbhajan Singh) মতে, ভারতের সহ অধিনায়ক করা উচিত রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)।


নিজের ইউটিউব চ্যানেলে ভাজ্জি বলেছেন, 'ভারতের কোনও সহ অধিনায়ক নেই। তাহলে পরের সহ অধিনায়ক কে হতে পারে? আমি সব সময় বিশ্বাস করি যে, অধিনায়ক বা সহ অধিনায়ক এমন কাউকে করা উচিত, যে প্রথম একাদশে নিশ্চিত। সেটা দেশে হোক বা বিদেশে। আর এ ব্যাপারে সেরা রবীন্দ্র জাডেজা। আমার মতে জাডেজাকে সহ অধিনায়ক করা উচিত কারণ এঁতে ওর দায়িত্ববোধ আরও বাড়বে। ও ভাল খেলছে। সিনিয়র হিসাবে অনেকদিন খেলছে। ব্যাটিং হোক বা বোলিং, সেরা ছন্দে রয়েছে।'


হরভজন জোরালভাবে বলেছেন, 'টেস্টে জাডেজাকেই সহ অধিনায়ক করা উচিত। ওয়ান ডে-তেও সহ অধিনায়কত্ব পাওয়া উচিত। আমার অন্তত সেটাই মনে হয়।' হরভজন যোগ করেছেন, 'আমার মনে হয় এই মুহূর্তে রবীন্দ্র জাডেজার চেয়ে ভাল অলরাউন্ডার কেউ নেই। বেন স্টোকস কাছাকাছি আছে। স্টোকসও বড় ম্যাচের প্লেয়ার।'