কলকাতা: কালীপুজোয় আজ সেজে উঠেছে সারা বাংলা। কালী পুজোয় (Kali Pujo 2022)অনেকেই নতুন পোশাক পরে ছাতা নিয়ে খোশ মেজাজে বেরিয়েছেন। আবার অনেকেরই প্রার্থনায়, ভিজে চোখ তাঁকিয়ে। মায়ের কাছে অনেকেই মন-প্রাণ থেকে চাইছেন। তবে আজকের দিন যেমনই হোক না কেন, পার্থনায় অপরিসীম শক্তি। আর সেই শক্তি ভর করেই সব অন্ধকার থেকে মুক্তি পায় অনেকেই। তাই কিছু না ভেবেই এগিয়ে যান, সাফল্য আসলে প্রেমের মতোই, হঠাৎই এসে আপনাকে ধরা দেবে, ভূলে যাবেন, কী হয়েছিল, আগে। এসে পড়বে একরাশ ভালোলাগা। তাই খারাপ কিছু হলে মন খারাপ করবেন না, কর্ম করে যান, সতর্ক পদক্ষেপ ফেলুন। ভাল খবর হলেও, তিক্ত অভিজ্ঞতাকে পাশে রাখুন। আজ ২৬ অক্টোবার, বুধবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- বেকারদের কাজের সুযোগ মিলবে। প্রেমে ভালোলাগা ফিরবে। প্রতিবেশির ছলনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে।শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন।
বৃষ- প্রেমে বিরহ আসতে পারে। ভুল কাজে সম্মান বাড়বে। সম্পত্তি নিয়ে কলহ হতে পারে। নিজের অসুবিধার কথা সবার কাছে শেয়ার করবেন না। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে ।বাড়তি খরচ দেখা দিতে পারে।
মিথুন- পরিবারের সদস্যদের শরীর নিয়ে চিন্তা বাড়বে। প্রেমে জটিলতা কাটবে। স্নায়বিক অসুখের কারণে কষ্ট পেতে পারেন।পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন না। আর্থিক দিক থেকে দিনটি শুভ যাবে।
কন্যা- রাস্তাঘাটে সতর্কভাবে চলুন, বিপদ এড়াতে পারবেন। ব্যবসায় সাফল্য আসবে। শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন।
তুলা- নতুন কাজে সাফল্য লাভ হবে। বিয়ে নিয়ে আলোচনা।পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়বে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে। ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে ।
বৃশ্চিক- বিবাহিত জীবন আনন্দে কাটবে। ব্যবসায় উন্নতি। শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । বহুদিনের আটকে থাকা কাজ আজ সফল হবে।
ধনু- কাজের জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে। একাকিত্বে ভুগতে পারেন। প্রিয় জনের থেকে ভালোবাসা পাবেন। আইনি কাজে ভাল সুযোগ আসবে। আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে।
মকর- বাড়িতে অনেক অতিথি আসতে পারে। সাধুসেবায় শান্তিলাভ হবে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। ব্যবসা নিয়ে একটু সতর্ক থাকবেন।চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে।
কুম্ভ- প্রেমের দিকে শুভ সময়। বিদেশ যাওয়ার জন্য আলোচনা। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। আইনি ঝামেলায় জড়াতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন। ব্যবসায় সাফল্য আসবে।
মীন- বন্ধুদের সঙ্গে তর্ক না করাই ভালো হবে। সন্তানের জন্য ভালো খবর আসবে। কর্মস্থানে তর্ক এড়িয়ে চলুন। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।