কলকাতা: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং বিপর্যয়। একমাত্র লড়াই কে এল রাহুলের। অর্ধশতরান হাঁকালেন ডানহাতি তারকা। কাগিসো রাবাডার পাঁচ উইকেট। অর্জুন, খেলরত্ন ফেরালেন বিনেশ। খেলার দুনিয়ার দিনের সেরা খবরের এক ঝলক -


রাবাডার পাঁচ শিকার, রাহুলের অর্ধশতরান


সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে ভারতের ব্য়াটিং বিপর্যয়। রান পেলেন না রোহিত, গিলরা। বিরাট ৩৮ করলেন, শ্রেয়স ৩১ রানে ফিরলেন। দুশোর গণ্ডি পার করল ভারত। সৌজন্যে একটাই নাম। কে এল রাহুল। শেষবার ২০২১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছিল যখন ভারত। সেবার প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এদিনও অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে প্রথম দিনের শেষে মাঠ ছাড়লেন। রোহিত , গিলরা যখন ক্রিজে দাঁড়াতেই পারলেন না, বিরাট-শ্রেয়সরা যেখানে সেট হয়েও উইকেট ছুড়ে এলেন, সেখানে একা কুম্ভের মত লড়ে গেলেন ডানহাতি কর্ণাটকী ব্যাটার। লোয়ার অর্ডারকে সঙ্গে নিয়েই দলের স্কোর দুশোর গণ্ডি পার করিয়ে দিলেন তিনি। তবে এদিন বৃষ্টির জন্য নির্ধারিত ৯০ ওভার খেলা হয়নি। মাত্র ৫৯ ওভারই খেলা হয় এদিন। দিনের শেষে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান বোর্ডে তুলেছে ভারত। রাহুল ৭০ রান করে অপরাজিত রয়েছেন। তাঁর সঙ্গে ক্রিজে আছেন মহম্মদ সিরাজ। রাহুল তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকিয়েছেন। 


মেলবোর্ন টেস্টে প্রথম দিনে অজিদের ভরসা লাবুশেন


সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অজিরা। আজ থেকে পাকিস্তানের  বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নামল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে বোর্ডে ১৮৭ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। টপ অর্ডার ফিরে গেলেও ক্রিজে আছেন মার্নাস লাবুশেন। তিনি ৪৪ রান করে অপরাজিত রয়েছেন। অন্যদিকে তাঁর সঙ্গ দিচ্ছেন ট্রাভিস হেড (Travis Head)। তিনি ৯ রান করে ক্রিজে আছেন।


অর্জুন, খেলরত্ন ফেরাচ্ছেন বিনেশ


 কুস্তি সংস্থার নির্বাচনে যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরন সিংহ ঘনিষ্ঠ সঞ্জয় সিংহের জয়ের পরই ক্ষোভে অবসর গ্রহণ করেছিলেন সাক্ষী মালিক। এরপর নিজের পদ্মশ্রী ফিরিয়েছিলেন বজরঙ্গ পুনিয়া। বীরেন্দ্র সিংহ যাদবও পদ্মশ্রী ফিরিয়েছিলেন। এবার অর্জুন পুরস্কার ও খেলরত্ন সম্মান ফিরিয়ে দিলেন বিনেশ ফোগত। নিজের সোশ্যাল মিডিয়া এক্স ও কু হ্যান্ডেলে এই বিষয়ে জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খোলা চিঠিও লিখেছেন বিনেশ।


ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা ধবনের


ভারতীয় ক্রিকেটের গ্রহ থেকে তিনি এখন অনেক দূরে। পারিবারিক জীবনে বিধ্বস্ত পরিস্থিতি। স্ত্রীয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনে অভিযোগ করে বিবাহবিচ্ছেদের মামলা করেছিলেন তিনি। দু জনে আলাদা হন এরপর। তবে ছেলের সঙ্গও ছাড়তে হয়েছিল শিখর ধবনকে। এবার ছেলে জোরাবরের জন্মদিনে তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন বাঁহাতি এই ওপেনার। 


নিজের সোশ্যাল মিডিয়ায় জোরাবরের সঙ্গে একটি ভিডিও কলের স্ক্রিনশট নেওয়া ছবি পােস্ট করে ধবন লেখেন, ''এক বছর হতে চলল তোমায় সামনে থেকে দেখিনি। আর তিন মাস হতে চলল আমি সব জায়গা থেকে ব্লকড। তোমার সঙ্গে কথা বলার উপায় নেই। তাই এখানেই লিখলাম, শুভ জন্মদিন। পাপা তোমায় রোজ মিস করে। তোমায় সবসময় অনুভব করে। অনেক বড় হও। দুষ্টুমি করতে থাকো, তবে খুব বেশি নয়। পাপা তোমায় নিয়ে গর্ববোধ করে। একদিন আবার দেখা হবে। সেই দিনটার অপেক্ষায় রইলাম। তুমি জানতে পারো না, আমি রোজই তোমার সঙ্গে কথা বলি। তোমায় চিঠি লিখি। তোমার বেড়ে ওঠাকে অনুভব করি।''