কলকাতা: গুজরাত টাইটান্সকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল চেন্নাই সুপার কিংস। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে হারল ভারত। এক নজরে খেলার সব খবর।
সিএসকের জয়ের ধারা অব্যাহত
২০৭ রানের লক্ষ্য একেবারেই সহজ ছিল না। বড় রান তাড়া করতে গিয়ে প্রয়োজন ছিল ভাল শুরুর। তবে না গুজরাত টাইটান্সের ওপেনাররা, না মিডল অর্ডার ব্যাটাররা, কেউই বড় রান করতে পারলেন না। ধারাবাহিক উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ হল গুজরাতের লড়াই। ঘরের মাঠে ৬৩ রানে দ্বিতীয় ম্যাচ জিতল সিএসকে (CSK vs GT)। বল হাতে সিএসকে ফাস্ট বোলাররাই আটটি উইকেট নেন। সিএসকে জেতায় চলতি আইপিএল (IPL 2024) মরশুমে হোম টিমের জয়ের ধারা অব্যাহত রইল।
ভারতের হার
চার দিন আগের ম্যাচের ফলাফল যদি অত্যন্ত হতাশাজনক হয়, তাহলে আজ, মঙ্গলবার গুয়াহাটিতে যা হল, তা ভারতীয় ফুটবলের জন্য লজ্জাজনক বলেই মনে করছেন অনেকে। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে আফগানিস্তান বিরুদ্ধে (IND vs AFG) ম্যাচে এগিয়ে গিয়েও শেষমেশ ঘরের মাঠে হারতে হল ব্লু টাইগার্সকে। ম্যাচের ফলাফল আফগানিস্তানের পক্ষে ২-১। ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
পিছিয়ে গেল মোহনবাগানের ম্যাচ
ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) মোহনবাগান সুপার জায়ান্টের শেষ ম্যাচটির দিন ও সময় পরিবর্তন করা হল। ম্যাচটি হওয়ার কথা ছিল ১৪ এপ্রিল, বিকেল পাঁচটা থেকে। কিন্তু তা এক দিন পিছিয়ে দেওয়া হল। অর্থাৎ, ম্যাচটি হবে ১৫ এপ্রিল। কিক-অফের সময়ও পরিবর্তন করা হয়েছে। বিকেল পাঁচটার জায়গায় তা হবে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে।
বর্ডার-গাওস্কর ট্রফির সূচি
চলতি বছরের ডিসেম্বরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে ভারত (IND vs AUS), তা আগেই নির্ধারিত ছিল। পাঁচ টেস্টের ভেন্যুও নির্ধারিত হয়ে গিয়েছিল। এবার বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) সূচিও প্রকাশ্যে এল। ২২ নভেম্বর পার্থে প্রথম টেস্ট দিয়ে সিরিজ় শুরু হবে। সিডনিতে ৭ জানুয়ারি পর্যন্ত টেস্ট সিরিজ় চলতে পারে।
১৯৯১/৯২ সালের গ্রীষ্মের পর এই প্রথমবার ফের একবার পাঁচ ম্যাচের বর্ডার-গাওস্কর ট্রফি খেলা হবে। পার্থে প্রথম টেস্ট ম্যাচের পর দিনরাতের দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে আয়োজিত হবে। সিরিজ়ের তৃতীয় টেস্ট ১৪ ডিসেম্বর থেকে ব্রিসবেনে। প্রথা মেনে ২৬ ডিসেম্বর থেকে মেলবোর্নেই বসবে বক্সিং ডে টেস্টের আসর। সিরিজ়ের শেষ টেস্ট ম্যাচ আয়োজিত হবে আরেক ঐতিহাসিক স্টেডিয়াম সিডনি ক্রিকেটল গ্রাউন্ডে।