কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৫৬ রানে হারাল ভারত। পাকিস্তানকে ১ রানে হারিয়ে চমক জিম্বাবোয়ের। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।
ভারতের সহজ জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের জয়রথ দৌড়চ্ছে। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। ভারতের ১৭৯/২ স্কোর তাড়া করতে নেমে মাত্র ১২৩/৯ স্কোরে থেমে গেলেন ডাচরা। ভারত ম্যাচ জিতল ৫৬ রানে।
জিম্বাবোয়ের চমক
মেলবোর্নে আয়ার্ল্যান্ডের কাছে ইংল্যান্ডের হারের পর ২৪ ঘণ্টাও কাটেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের অঘটন। এবার পাকিস্তানকে রুদ্ধশ্বাস ম্যাচে ১ রানে হারিয়ে দিল জিম্বাবোয়ে।
পারথে ম্যাচ শুরু হওয়ার আগে ঘুণাক্ষরেও কেউ ভাবেননি যে, অঘটন অপেক্ষা করে রয়েছে। বরং প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ১৩০/৮ তোলার পর পাকিস্তানের জয়ের ব্যাপারে সকলেই আত্মবিশ্বাসী ছিলেন।
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন জিম্বাবোয়ের ক্রিকেটারেরা। শেষ বল পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই করলেন। স্নায়ুর চাপ সামলে ম্যাচও বার করে নিলেন তাঁরা।
বিরাট সিদ্ধান্ত বোর্ডের
যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বৃহস্পতিবার বোর্ড সচিব জয় শাহ জানিয়েছেন, পুরুষদের সমান ম্যাচ ফি পাবেন ভারতের মহিলা ক্রিকেটারেরা। যে ঘোষণা শুনে উচ্ছ্বসিত ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanprit Kaur)।
হরমনপ্রীত বলেছেন, 'আমরা সব সময়ই সমান ম্যাচ ফি-র দাবি করে এসেছি। সেই সিদ্ধান্ত বিসিসিআই নেওয়ায় আমি ভীষণ খুশি। প্রথমবার ভারতে পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি পাবে মহিলা ক্রিকেটারেরাও। আমি নিশ্চিত যে, এরপর ভারতের আরও অনেক মেয়ে ক্রিকেটকে তাদের পেশা করার কথা ভাববে। বোর্ডের কাছে আমি কৃতজ্ঞ'।
এবার থেকে সমান ম্যাচ ফি পাবেন দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। আজই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের ঘোষণা করে লেখেন, 'বৈষম্য দূর করতে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পারায় আমি খুবই খুশি। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের সমান পরিমাণ বেতন দিতে চলেছি। ভারতীয় ক্রিকেট লিঙ্গ বৈষম্য দূর করে এক নতুন যুগের দিকে অগ্রসর হতে চলেছে যেখানে পুরুষ ও মহিলা, উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।'
সেরা হওয়ার হাতছানি
বাইশ গজে যেন পুনর্জন্ম হয়েছে তাঁর। ব্যাটে রানের ফুলঝুরি। বৃহস্পতিবার নেদারল্য়ান্ডসের বিরুদ্ধেও করলেন ঝকঝকে হাফসেঞ্চুরি। ভারতের ইনিংসের শেষে ৪৪ বলে ৬২ রানে অপরাজিত রইলেন বিরাট কোহলি (Virat Kohli)। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।
বৃহস্পতিবার ক্রিস গেলকে পেরিয়ে গেলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৩ ম্যাচে ৯৬৫ রান রয়েছে গেলের। এদিনের ইনিংসের পর কোহলির ঝুলিতে ৯৮৯ রান হয়ে গেল। এবং সেটা অনেক কম ম্যাচ খেলে। মাত্র ২৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৯.৯ গড় রেখে এই রান করেছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু মাহেলা জয়বর্ধনে।
শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচে ১০১৬ রান রয়েছে। তাঁর চেয়ে ৮ ম্যাচ কম খেলে মাত্র ২৭ রানে পিছিয়ে কোহলি। সব কিছু ঠিকঠাক চললে চলতি বিশ্বকাপেই মাহেলাকে পেরিয়ে যাবেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কোহলির সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারী হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।
রোহিতের রেকর্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯ বলে ৫৩ রান করে ফিরলেন রোহিত। ব্যক্তিগত ১৩ রানের মাথায় ফ্রেড ক্লাসেনের বলে রোহিতের ক্যাচ ফেলেছিলেন টিম প্রিঙ্গল। হাফসেঞ্চুরি করে তার সদ্বব্যবহার করলেন রোহিত। তাঁর ইনিংসে তিনটি ছক্কা মেরেছেন হিটম্যান।
আর তিন ছক্কা মেরে নতুন একটি রেকর্ড গড়লেন রোহিত। ভেঙে দিলেন যুবরাজ সিংহের রেকর্ড।
এতদিন যুবরাজই ছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কার মালিক। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩১ ম্যাচের ২৮ ইনিংসে ৩৩টি ছক্কা রয়েছে যুবির। যার মধ্যে ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ছয় ছক্কা মেরে বিশ্বরেকর্ডের শরিক হয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর রেকর্ড ভেঙে দিলেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৬টি ছক্কা হয়ে গেল রোহিতের। ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ।
নায়ক রুসো
বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে দাপুটে মেজাজে একাধিক নজরকাড়া ইনিংস খেলেছেন রাইলি রুসো (Rilee Rossouw)। তবে জাতীয় দলের হয়ে খুব বেশি সাফল্য আসেনি। ধারাবাহিকতার অভাবে বাদও পড়তে হয়েছে দল থেকে। কিন্তু হালে দলে ফেরার পর থেকেই দুর্দান্ত ছন্দে দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি টপ অর্ডার ব্যাটার। পরপর দুই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইনিংসে শতরান করে ফেললেন রুসো।
ডি কক এবং রুসোর পার্টনারশিপে ভর করেই দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০৫ রান তোলে। বাংলাদেশের হয়ে দলের অধিনায়ক শাকিব আল হাসানই সফলতম বোলার। তিনি ৩ ওভারে ৩৩ রানের বিনিময়ে দুই উইকেট নেন। জবাবে মাত্র ১০১ রানেই শেষ হয়ে যায় বাংলাদেশ। ১০৪ রানের বিরাট ব্যবধানে ম্যাচে জয় পায় প্রোটিয়া বাহিনী। বল হাতে চার উইকেট নেন এনরিক নোখিয়া।
বিদায় বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) স্পেনের দুই বড় দলের ভরাডুবি। ফের বার্সেলোনার (Barcelona) পথের কাঁটা হয়ে দাঁড়াল বায়ার্ন মিউনিখ। ৩-০ ব্যবধানে হেরে নাগাড়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডেই ছিটকে গেল বার্সা। আরেক জার্মান দল বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে ড্র করায় ছিটকে গেল অ্যাটলেটিকো মাদ্রিদও। অপরদিকে, জয় পেয়ে চ্য়াম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিজেদের জায়গা পাকা করল লিভারপুল (Liverpool), ইন্টার মিলান ও পোর্তো।