কলকাতা: আজকের খেলার খবরের সেরা খবরগুলো এলঝলকে দেখে নেওয়া যাক -


এগিয়ে বাংলা 


 রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দ্বিতীয় দিনেই চালকের আসনে বাংলা (Brengal Cricket)। প্রথম দিনে প্রদীপ্ত প্রামানিকের (Pradipta Pramanik) দুরন্ত বোলিং তো দ্বিতীয় দিনে অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ (Abhimanyu Eswaran) ও সুদীপ ঘরামি (Sudip Gharami) শতকান হাঁকালেন। ৩০ রানের জন্য নিজের দ্বিশতরান মিস করলেন অভিমন্যু (Abhimanyu Eswaran)। ১৭০ রানের ইনিংস খেলেন বাংলা অধিনায়ক। অন্যদিকে ১০৪ রানের ইনিংস খেলেন সুদীপ ঘরামি। 


গতকাল ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান বোর্ডে তুলেছিল নাগাল্যান্ড। এদিন সকালে বাকি একটি উইকেট তুলে নিলেন প্রদীপ্ত। ৪৩ রানে ৬ উইকেট তুলে নিলেন বাংলার এই স্পিনার। জবাবে ব্য়াট করতে নেমে কৌশিক ঘোষের উইকেট দ্রুত হারায় বাংলা। এরপর অভিমন্যু ঈশ্বরণ ও সুদীপ ঘরামি মিলে দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। ২১৮ বলে ১৬টি বাউন্ডারির সাহায্যে ১৭০ রানের ইনিংস খেলেন বাংলার অধিনায়ক। অন্যদিকে ১৭৮ বলে ১০৪ রানের ইনিংস খেলেন সুদীপ ঘরামি। তিনি ১১টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। তবে ২ জনেই আউট হন এদিন। অনুষ্টুপ ৩০ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৩৬ রান বোর্ডে তুলে নেয় বাংলা। 


বিশ্বকাপের দলে রিচা, দীপ্তি


আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2023) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Womens Squad) ঘোষণা হয়ে গেল। দলে সুযোগ পেয়েছেন বাংলার দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের জন্যও দল ঘোষণা হয়ে গেল। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় মহিলা দল। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্য়ান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলবে। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল খেলা। 


গ্রিনের চোট


বক্সিং ডে টেস্টে ৫ উইকেট নিয়েছেন। আইপিএলে রেকর্ড দলে তাঁকে দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এরই মধ্যে খারাপ খবর। আঙুলে চোট পেয়ে সিডনি টেস্ট থেকে ছিটকে গেলেন তরুণ এই অজি অলরাউন্ডার। বুধবার অজি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে গ্রিনের চোটের কথা জানানো হয়েছে। তাঁর ডান হাতের আঙুলে সামান্য চিড় ধরেছে। সামনেই আবার ভারত (Australia Tour Of India) সফর। তাই ২৩ বছরের অলরাউন্ডারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিনে আনরিচ নোখিয়ার বলে চোট পান। সঙ্গে সঙ্গে টিমের চিকিৎসকদের পরামর্শমত মাঠ ছাড়েন গ্রিন। 


ধোনির মেয়েকে মেসির উপহার


আর্জেন্তিনা থেকে জিভার জন্য জার্সি পাঠিয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে খুদে জিভা। মেসি সেই জার্সিতে লিখেছেন, 'জিভার জন্য'। সেই জার্সি পরে দারুণ খুশি ধোনির মেয়ে। বড়দিনে এমন উপহার পেয়ে উচ্ছ্বাসে ভাসছে খুদে। জিভার ইনস্টাগ্রামে লেখা হয়েছে, 'যেমন বাবা, তেমন মেয়ে'। ছবিতে দেখা গিয়েছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ।


দৌড়ে অর্শদীপ


অভিষেকের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবার আইসিসির চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটার হওয়ার দৌড়ে অর্শদীপ সিংহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চলতি বছরের সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন ভারতের এই তরুণ পেসারের নাম। তালিকায় আরও তিনজন রয়েছেন। তাঁরা হলেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার মার্কো ইয়েনসেন, নিউজিল্য়ান্ডের ফিন অ্যালেন ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।