কলকাতা: ফুটবল সম্রাট পেলের প্রয়াণে শোকের আবহ গোটা ফুটবল বিশ্বে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম ঋষভ পন্থ। খেলার দুনিয়ার সারাদিন কী ঘটল।
পেলের প্রয়াণ
শুক্রবারই ৮২ বছর বয়সে বিশ্বকে বিদায় জানিয়েছেন পেলে (Pele)। দীর্ঘদিন হাসপাতালে থাকার পর অবশেষে জীবনযুদ্ধে পরাজিত হলেন ব্রাজিল তারকা। ফুটবল সম্রাটের জীবনাবসানে ক্রীড়ামহলে শোকের ছায়া। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন পেলের সঙ্গে যুগ্মভাবে ব্রাজিলের জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেমার। শোকজ্ঞাপন করলেন বর্তমান ফুটবলবিশ্বের সম্ভবত দুই সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo)।
রোনাল্ডোর শোকবার্তা
পেলের মৃত্যুতে শোকজ্ঞাপন করে রোনাল্ডো নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'গোটা ব্রাজিল, বিশেষ করে এডসন আরান্টেস ডো নাসিমেন্তোর (পেলের পুরো নাম) পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সম্রাট পেলেকে বিদায়। গোটা ফুটবল বিশ্ব এখন যে ব্যথা অনুভব করছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তুমি সবসময় আমাকে যে ভালোবাসা দেখিয়েছ তা প্রতি মুহূর্তে প্রতিপ্রদান ছিল এমনকি আমরা দূর থেকেও ভাগ করেছি। তাকে কখনো ভোলা যাবে না এবং তার স্মৃতি চিরদিন বেঁচে থাকবে আমাদের ফুটবল প্রেমী সবার মাঝে।'
মেসির শোকজ্ঞাপন
দিনকয়েক আগেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা ফুটবল দল। ব্রাজিল-আর্জেন্তিনার চিরকালের প্রতিদ্বন্দ্বিতা ভুলে মেসিকে বিশ্বজয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন পেলে। ব্রাজিল কিংবদন্তির মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন আর্জেন্তিনা কিংবদন্তি মেসিও। তিনি সোশ্যাল মিডিয়ায় এক ছোট্ট কিন্তু মর্মস্পর্শী বার্তায় লেখেন, 'শান্তিতে বিশ্রাম নাও পেলে।'
জখম পন্থ
ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ঋষভ পন্থ (Rishabh Pant)। উত্তরাখণ্ডের কাছে পন্থের গাড়ি রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে বলে খবর। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কেমন আছেন পন্থ? ভারতীয় তারকার শারীরিক অবস্থার আপডেট জানতে মুখিয়ে রয়েছে গোটা ক্রিকেটবিশ্ব। বোর্ডের (BCCI) তরফে সদ্যই পন্থের বিষয়ে আপডেটও দেওয়া হল।
বোর্ডের বিবৃতি
কপাল, পিঠ, হাঁটুর মতো একাধিক স্থানে পন্থ আঘাত পেয়েছেন বলেই বোর্ডের তরফে জানানো হয়। বিসিসিআই এক বিবৃতিতে বলে, 'ঋষভ পন্থের কপালের দুই জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে, আঘাত রয়েছে ডান কব্জিতেও। তাঁর গোড়ালি, পায়ের পাতা এবং পিঠের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের রয়েছে। এখন অবশ্য ঋষভের পরিস্থিতি স্থিতিশীল এবং তাঁকে দেহরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই এমআরআইয়ের মাধ্যমে তাঁর চোট ঠিক কতটা গভীর, তা নির্ধারিত করা হবে এবং সেখানেই তাঁর চিকিৎসাও চলবে।'
ইস্টবেঙ্গলের জয়
আইএসএলে (ISL) জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। আজকের আগে পর্যন্ত ১০ ম্যাচে জয় ছিল মাত্র তিন ম্যাচে। বাকি সাতটিতেই হার। গত দু’বারের মতো চলতি আইএসএলেও ইস্টবেঙ্গলের হতশ্রী পারফরম্যান্স ছিল অব্যাহত। যদিও কোচ স্টিফেন কনস্টান্টাইন বলতেন, তাঁদের লক্ষ্য গতবারের থেকে ভালে ফল করা।
কিছুটা হলেও কোচের মুখরক্ষা করলেন ফুটবলাররা। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে দারুণ জয় তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ঘরের মাঠেও জয়ের ধারা অব্যাহত রাখল লাল হলুদ শিবির। বেঙ্গালুরু এফসি-কে ২-১ ব্যবধানে হারিয়ে মূল্যবান ৩ পয়েন্ট ঘরে তুলল ইস্টবেঙ্গল। জোড়া গোল করে লাল হলুদের জয়ের নায়ক ক্লেটন সিলভা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে অষ্টম স্থানে উঠে এল ইস্টবেঙ্গল।