কলকাতা: কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে তিনটি পদক জয় ভারতের। সোনা জিতলেন মীরাবাঈ চানু। জিম্বাবোয়ে সফরের দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা। খেলার মাঠের সারাদিনের সব খবরের ঝলক।


প্রথম সোনা


বার্মিংহামে কমনওয়েলথ গেমসেও (Commonwealth Games 2022) সকলের নজর ছিল তাঁর দিকেই। সেই সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu) কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড গড়লেন। জিতলেন সোনা। চানুর হাত ধরেই চলতি কমনওয়েলথ গেমসে প্রথম সোনা পেল ভারত।


মহিলাদের ৪৯ কেজি বিভাগে স্ন্যাচে ৮৮ কেজি ওজন তুললেন। যা তাঁর ব্যক্তিগত সেরা পারফরম্যান্স। জাতীয় রেকর্ড। সেই সঙ্গে কমনওয়েলথ গেমসেও নতুন রেকর্ড।


স্ন্যাচের পর ক্লিন অ্যান্ড জার্কেও চলল চানু-রাজ। প্রথম প্রচেষ্টায় ১০৯ কেজি ওজন তোলেন তিনি। সব মিলিয়ে তাঁর তোলা ওজন দাঁড়ায় ১৯৭ কেজি। দ্বিতীয় প্রচেষ্টায় আরও ৪ কেজি বেশি, অর্থাৎ ১১৩ কেজি ওজন তোলেন চানু। স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে চানুর তোলা মোট ওজন দাঁড়ায় ২০১ কেজি। যা কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড। ক্লিন অ্যান্ড জার্কে তৃতীয় প্রচেষ্টায় ১১৫ কেজি ওজন তোলার চেষ্টা করেছিলেন চানু। যদিও সেই প্রচেষ্টায় তিনি সফল হননি।


পরবর্তী লক্ষ্য


কমনওয়েলথ গেমসে (CWG 2022) তিনি রেকর্ড গড়েছেন। ভারোত্তোলনে সোনা জিতেছেন। চলতি কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম সোনা। আর সেই সাফল্যের পরই পরবর্তী লক্ষ্য সাজিয়ে ফেলেছেন সাইখম মীরাবাঈ চানু (Mirabai Chanu)। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জয়কে পাখির চোখ হিসাবে দেখছেন ভারতীয় অ্যাথলিট।


শনিবার পদকজয়ের পর চানু বলেছেন, 'আমি খুব খুশি। রেকর্ড গড়তে পেরেছি। অলিম্পিক্সের পর আমার কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতা কমনওয়েলথ গেমস। দেশকে প্রথম সোনা দিতে পারার চেয়ে বেশি খুশি আর কিছুতে হয় না।' চানু যোগ করেছেন, 'আমি ভেবে এসেছিলাম নিজের সঙ্গে লড়াই করব। সেটাই করেছি। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিলাম। না পারলেও আত্মবিশ্বাস বেড়েছিল।'


পরপর দু'বারই পদক


ভারোত্তোলনে ফের গর্বের মুহূর্ত দেখল দেশ। শনিবার ভারোত্তোলনে ভারতকে দ্বিতীয় পদক দিলেন গুরুরাজা পূজারি (Gururaja Poojary)। পুরুষদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতলেন তিনি।


পুরুষদের ভারোত্তোলনে ৬১ কেজি বিভাগে মোট ২৬৯ কেজি ওজন তোলেন পূজারি। স্ন্যাচে ১১৮ কেজি এবং ক্লিন ও জার্কে ১৫১ কেজি ওজন তোলেন তিনি। এই নিয়ে পরপর দুই কমনওয়েলথ গেমসে পদক জিতলেন গুরুরাজা। এর আগে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসেও পদক জিতেছিলেন তিনি।


মালয়েশিয়ার আজনিল বিন বিদিন মহম্মদ (Aznil Bin Bidin Muhamad) ২৮৫ কেজি ওজন তুলে সোনা জিতেছেন। যেটা কমনওয়েলথে রেকর্ড। পাপুয়া নিউগিনির মোরিয়া বারু ২৭৩ কেজি ওজন তুলে রুপো জিতেছেন।


গলি থেকে রাজপথ


গত বছর পাতিয়ালায় জাতীয় ভারোত্তোলন শিবিরে যোগ দেওয়ার আগে সঙ্কেত সরগর (Sanket Sargar) মহারাষ্ট্রের সঙ্গলিতে বাবার চায়ের দোকানে নিয়মিত সময় দিতেন। পড়াশোনা, ট্রেনিংয়ের পাশাপাশি বাবাকে চা তৈরি ও বিক্রির কাজে সাহায্য করতেন।


শনিবার বিকেলে গোটা দেশকে গর্ব করার মতো মুহূর্ত উপহার দিলেন সঙ্কেত। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে তাঁর হাত ধরেই প্রথম পদক এল ভারতের ভাঁড়ারে। ওজন তুলতে গিয়ে তিনি চোট পেলেন। তবু লড়াই ছাড়লেন না। মরিয়া লড়াইয়ে দেশকে চলতি কমনওয়েলথ গেমস থেকে প্রথম পদক এনে দিলেন সঙ্কেত সরগর (Sanket Sargar)। পুরুষদের ৫৫ কেজি বিভাগে ভারোত্তোলনে রুপো জিতেলন তিনি।


ভারতীয় দল


জিম্বাবোয়ে সফরের জন্য দল ঘোষণা করল ভারত (Ind vs Zim)। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত (Team India)। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হল শনিবার।


বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Virat Kohli)। রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন শিখর ধবন। যিনি সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং ধবনের নেতৃত্বে ওয়ান ডে সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছিল ভারত। ফের ধবনের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকেরা।


স্কোয়াশে জয়


কমনওয়েলথ গেমসে স্কোয়াশে দাপট দেখালেন বাংলার সৌরভ ঘোষাল (Saurav Ghosal)। পুরুষদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-তে সহজ জয় পেলেন সৌরভ। ১১-৪, ১১-৪, ১১-৬ ব্যবধানে হারালেন শ্রীলঙ্কার শামিল ওয়াকিলকে। প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন কলকাতার খেলোয়াড়।


জয় জ্যোস্নারও


স্কোয়াশে মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ ৩২-এ জিতলেন ভারতের জ্যোৎস্না চিনাপ্পাও। বার্বাডোজের মিগান বেস্টকে ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যবধানে হারালেন তিনি। শেষ ষোলোয় পৌঁছে গিয়েছেন তিনিও।


হার বাংলাদেশের


নেই শাকিব আল হাসান, নেই মুশফিকুর রহিমও, অবসর নিয়েছেন তামিম ইকবাল। এমন অবস্থায় এক দুর্বল দল নিয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (ZIM vs BAN 1st T20) নেমেছিল বাংলাদেশ। জিম্বাবোয়ের বিরুদ্ধে হারতেই হল বাংলাদেশকে। কাজে দিল না নুরুল হাসানের (Nurul Hasan) লড়াই। 


আরও পড়ুন: 'আমি ম্যাচ বাঁচাব', নেপিয়ারে ১০ ঘণ্টার ইনিংসের শুরুতেই বন্ধুকে ফোনে বলেছিলেন গম্ভীর