Croma Everything Apple Sale: গত ২৮ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে Croma Everything Apple Sale। অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্টের (Apple Devices) ক্ষেত্রে এই সেলে ছাড় দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, Croma Everything Apple July 2022 Sale- এ বিভিন্ন প্রোডাক্টে (Apple Products) প্রায় ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফার (Bank Offers)। আইফোন ছাড়াও অ্যাপেলের অন্যান্য প্রোডাক্ট যেমন- ট্যাবলেট, ল্যাপটপ, স্মার্টওয়াচেও রয়েছে ছাড়। অ্যাপেলের বিভিন্ন প্রোডাক্ট অ্যাকসেসরিজের ক্ষেত্রে ক্রোমার তরফে প্রায় ৬৭ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক Croma Everything Apple July 2022 Sale- এ কী কী প্রোডাক্টে ছাড় রয়েছে। এই সেল শেষ হবে আগামীকাল অর্থাৎ ৩১ অগস্ট।
অ্যাপেল ওয়াচ সিরিজ ৭
অ্যাপেলের এই স্মার্টওয়াচের আসল দাম ৪১,৯০০ টাকা। তবে ক্রোমার সেলে এই স্মার্টওয়াচ অর্থাৎ অ্যাপেল ওয়াচ পাওয়া যাচ্ছে ৩৭,৯৯০ টাকায়। ৪১ মিলিমিটার সাইজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ছাড় যুক্ত রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেল ওয়াচ সিরিজ ৭ লঞ্চ হয়েছিল।
অ্যাপেল ওয়াচ এসই
অ্যাপেল ওয়াচ এসই মডেলের জিপিএস ভ্যারিয়েন্টের আসল দাম ২৯,৯০০ টাকা। তবে ক্রোমার সেলে এই অ্যাপেল ওয়াচ পাওয়া যাচ্ছে ২৬,৯৯০ টাকায়। ৪০ মিলিমিটার সাইজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হয়েছে। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে অ্যাপেল ওয়াচ এসই লঞ্চ হয়েছিল।
অ্যাপেল ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি (২০২১)
অ্যাপেল ম্যাকবুক প্রো ১৪ ইঞ্চি (২০২১)- এই মডেলে রয়েছে এম১ প্রো চিপ। এই ডিভাইসের আসল দাম ১,৯৪,৯০০ টাকা। তবে বর্তমানে চালু থাকা ক্রোমার অ্যাপেল সেলে এই ম্যাকবুক পাওয়া যাচ্ছে ১,৭৫,৪১০ টাকায় গত বছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল অ্যাপেলের এই ল্যাপটপ।
কোন কোন আইফোনে কত ছাড় রয়েছে দেখে নিন
আইফোন ১৩- অ্যাপেল আইফোন ১৩ মডেলের ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯০০ টাকা। সেটা ক্রোমার এই সেলে পাওয়া যাচ্ছে ৬৬,৯৯০ টাকায়। এই ফোনেরই ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৮৯,৯০০ টাকা। সেই মডেল পাওয়া যাচ্ছে ৭৫,৯৯০ টাকায়। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল আইফোন ১৩। এখানে রয়েছে এ১৫ বায়োনিক চিপ এবং ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে।
আইফোন ১২- অ্যাপেল আইফোন ১২- র ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৬৫,৯০০ টাকা। ক্রোমার সেলে এই ফোন পাওয়া যাচ্ছে ৫৩,৯৯০ টাকায়। ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭০,৯০০ টাকা। সেই মডেল ৫৮,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ক্রোমার এই সেলে। ২০২০ সালের অক্টোবর মাসে ভারতে এই ফোনের বিক্রি শুরু হয়েছিল। আইফোন ১২- তে রয়েছে এ১৪ বায়োনিক চিপ এবং একটি ৬.১ ইঞ্চির OLED ডিসপ্লে।
আইফোন ১১- অ্যাপেল আইফোন ১১- র ৬৪ জিবি স্টোরেজ মডেলের আসল দাম ৪৯,৯৯০ টাকা। সেটা এখন ক্রোমার সেলে পাওয়া যাচ্ছে ৪২,৯৯০ টাকায়। এই ফোনেরই ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৫৪,৯০০ টাকা। তবে ক্রোমার সেলে তার দাম ৪৯,৯৯০ টাকা। এই ফোন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এখানে রয়েছে এ১৩ বায়োনিক চিপ এবং ৬.১ ইঞ্চির ডিসপ্লে।
আরও পড়ুন- ভারতে ফের বিক্রি শুরু নাথিং ফোন ১- এর, দেখে নিন দাম ও অফার