কলকাতা: শুক্রবার শুরু আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটান্স। খেলার দুনিয়ায় সারাদিন কেমন কাটল।
ধোনিকে নিয়ে উদ্বেগ
রাত পোহালেই আইপিএল (IPL)। আর প্রথম দিনই মাঠে নামছেন মহেন্দ্র সিংহ ধোনিরা (MS Dhoni)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স। তবে এই ম্যাচের আগে আচমকাই উদ্বেগে চেন্নাই সুপার কিংস শিবির। কারণ, স্বয়ং অধিনায়কের খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গিয়েছে। ধোনিকে ব্যাট করতে না দেখে জল্পনা তুঙ্গে উঠল। কোনও কোনও মহল থেকে বলা হল, ধোনির হাঁটুতে চোট রয়েছে। এমনকী, এ-ও বলা হল যে, শুক্রবার গুজরাতের বিরুদ্ধে নাও খেলতে পারেন ধোনি।
যদিও চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) কাশী বিশ্বনাথন ধোনিকে নিয়ে জল্পনায় জল ঢেলেছেন। তিনি জানিয়েছেন, ধোনি একশো শতাংশ খেলছেন প্রথম ম্যাচে। এছাড়া আর কিছুই তাঁর জানা নেই।
ছিটকে গেলেন মুকেশ
বিরাট ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের জন্য গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের অন্যতম সেরা পেসার। তাঁর পরিবর্ত কে হবেন, তাও ঘোষণা হয়ে গেল এদিন।
পিঠের চোটের জন্য আগেই ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের পেসার কাইল জেমিসন। ফের ধাক্কা খেলেন ধোনিরা। ছিটকে গেলেন পেসার মুকেশ চৌধুরী। গত আইপিএলে যিনি বল হাতে নজর কেড়ে নিয়েছিলেন। মুকেশের পরিবর্তে আকাশ সিংহকে নিয়েছে সিএসকে। মিনি অকশনে যিনি অবিক্রিত ছিলেন। তাঁকে ন্যূনতম দাম ২০ লক্ষ টাকাতে নিয়েছে সিএসকে।
জোড়া কাঁটা
আইপিএল (IPL) শুরুর ঠিক আগে জোড়া ধাক্কা খেল বেঙ্গালুরু শিবির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শিবির তাদের অভিযানের শুরুর দিকে পাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও জস হ্যাজেলউডকে (Josh Hazlewood)। দুই অজি তারকা ক্রিকেটারকে ঠিক কতদিন পাবেন না বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা ? ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রের খবর, পেসার হ্যাজেলউডকে না পাওয়া আশঙ্কা বেশ কয়েকটি ম্যাচের জন্যই। যদিও ম্যাক্সওয়েলকে শুধুমাত্র প্রথম ম্যাচেই পাওয়া যাবে না।
শুরুতে নেই মারক্রাম
মারক্রামের কি কোনও চোট রয়েছে? সানরাইজার্স হায়দরাবাদের সমর্থকরা তা নিয়েই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সূত্রে খবর, মারক্রাম দেশেই রয়েছেন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজের দলে রয়েছেন মারক্রাম। ৩ এপ্রিল তিনি ভারতে এসে সানরাইজার্স শিবিরে যোগ দেবেন। তাই, ২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচে খেলতে পারবেন না তিনি।
লাল-হলুদে সলমন?
২০২০ সালে ইস্টবেঙ্গলের (East Bengal) শতবর্ষ পূরণ করেছিল। তবে করোনাকালে তেমনভাবে বড় করে শতবর্ষ উদযাপন করতে পারেনি লাল হলুদ। তাই শতবর্ষ উদযাপনের প্রক্রিয়া এখনও অব্যাহত। সেই শতবর্ষ উৎসব উপলক্ষ্যেই এবার ইস্টবেঙ্গলে আসতে পারেন বলিউড তারকা সলমান খান (Salman Khan)।