কলকাতা: টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেল ভারত। নিজেদের ম্যাচ জিতল পাকিস্তান, বাংলাদেশ। ইডেনে ম্যাচ জিতে স্বস্তি শুভমন গিলদের। খেলার দুনিয়ার সারাদিনের সব খবরের ঝলক।


ভারতের হার


টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হার ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে গেল রোহিত বাহিনী। পারথে নিজেদের তৃতীয় ম্যাচে হার রোহিতদের। সূর্যকুমার যাদবের লড়াকু অর্ধশতরানে সম্মানজনক স্কোর বোর্ডে তুলে নিয়েছিল ভারত। কিন্তু পাল্টা প্রত্যুত্তরে জোড়া অর্ধশতরান এল দক্ষিণ আফ্রিকা শিবিরে। ৫২ রানের ইনিংস খেললেন এইডেন মারক্রাম। অপরাজিত ৫৯ রানের ইনিংস খেললেন ডেভিড মিলার। ৫ উইকেটে পরাজয় ভারতের।


ভুবির আফশোস


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের নেপথ্যে দায়ী করা হচ্ছে ফিল্ডিংয়ের দুই ত্রুটিকে। ম্যাচে এইডেন মারক্রামের লোপ্পা ক্যাচ ফেলে দেন বিরাট কোহলি। পরে ডেভিড মিলারের সহজ রান আউটের সুযোগ নষ্ট করেন রোহিত শর্মা। মারক্রাম ও মিলারই ব্যাট হাতে ভারতের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিয়ে যান।


ম্যাচের পর ভুবনেশ্বর কুমার বলেছেন, 'ওই ক্যাচগুলি ধরে নিলে ম্যাচের ফল অন্যরকম হতো। যে ক্যাচ ফেলেছি, যে সুযোগ নষ্ট হয়েছে, আমার মনে হয় সেখানেই ম্যাচ ঘুরে গিয়েছে। বলছি না ওই মুহূর্তেই হেরে গিয়েছি। কিন্তু সুযোগগুলো কাজে লাগালে ম্যাচের ফল অন্যরকম হতো। তবে ম্যাচে এমন কোনও মুহূর্ত নেই যেখানে বলতে পারব সেই সময়ে ম্যাচের রাশ ওদের হাতে চলে গিয়েছিল।'


সঙ্কটে পাকিস্তান


টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়ে কি সবচেয়ে বেশি ক্ষতবিক্ষত হল পাকিস্তান?


রবিবার রাতের দিকে সেরকমই আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভারতের পরাজয় চাপে ফেলে দিয়েছে পাকিস্তানকে। কীভাবে?


এবারের টি-২০ বিশ্বকাপে দুটি গ্রুপে ৬টি করে দলকে রাখা হয়েছে। প্রত্যেক গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। গ্রুপ টু-তে ভারতকে হারিয়ে শীর্ষে উঠে এল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচের শেষে তাদের পয়েন্ট ৫। তেম্বা বাভুমাদের রান রেটও খুব ভাল জায়গায়। 


তিন ম্যাচের একটি হেরে আর দুটি জিতে ভারতের পয়েন্ট চার। পয়েন্ট টেবিলে দুইয়ে রয়েছে টিম ইন্ডিয়া। সমান ম্যাচ খেলে সম অঙ্কের পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে জিম্বাবোয়ে রয়েছে চার নম্বরে। পাকিস্তান তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে মাত্র ২ পয়েন্ট পেয়ে রয়েছে পাঁচ নম্বরে। তিনটির মধ্যে কোনও ম্যাচ না জিতে নেদারল্যান্ডস রয়েছে ছয়ে। তারা সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। 


দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি পাকিস্তান ও নেদারল্যান্ডসের সঙ্গে। পাকিস্তানের কাছে হেরে গেলেও ধরে নেওয়া যায় ডাচদের হারাবেন প্রোটিয়ারা। সেক্ষেত্রে ৭ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে যাবে দক্ষিণ আফ্রিকা।


অন্যদিকে পাকিস্তান তাদের বাকি দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারালেও ৬ পয়েন্টে থাকবে। আর ৬ পয়েন্ট পেলেও নেট রান রেট খারাপ থাকায় তাদের শেষ চারে খেলা অনিশ্চিত থাকবে। সেক্ষেত্রে তাদের নির্ভর করে থাকতে হবে বাকি ম্যাচের ফলাফলের দিকে।


ইডেনে প্রাক্তন নাইট


কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলার সময় যখন ইডেন গার্ডেন্স (Eden Gardens) ছেড়ে বেরতেন, ভক্তরা কার্যত ঝাঁপিয়ে পড়ত। সেলফি তোলা, সইশিকারিদের আব্দার মেটানো ছিল তাঁর কাছে রুটিন ঘটনা।


শুভমন গিল (Shubman Gill) আর কেকেআর (KKR) পরিবারের সদস্য নন। আইপিএলে খেলেন গুজরাত টাইটান্সের হয়ে। কিন্তু কলকাতা ভোলেনি প্রাক্তন নাইটকে।


রবিবার দুপুরে হরিয়ানাকে হারিয়ে ইডেনের ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসতেই তাঁকে ঘিরে উন্মাদনা। অটোগ্রাফ, ছবি তোলার জন্য চিৎকারে কান পাতা দায়। কলকাতায় এখনও তাঁকে ঘিরে এত আবেগ দেখে অবাক লাগছে না? অনুরাগীদের আব্দার মেটানোর ফাঁকে এবিপি লাইভকে পাঞ্জাবের তারকা বললেন, 'কলকাতায় প্রচুর ক্রিকেটপ্রেমী। এখানকার মানুষ ভাল খেলার কদর করেন। আমাকে এত মানুষ পছন্দ করেন দেখে খুব ভাল লাগছে। আগেও এরকমই ভালবাসা পেতাম। কিছুই পাল্টায়নি।'


বাংলাদেশের জয়


কাজে দিল না সন উইলিয়ামসের (Sean Williams) অনবদ্য অর্ধশতরান। ১৫০ রানের পুঁজি নিয়েই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জিম্বাবোয়েকে তিন রানে পরাজিত করল বাংলাদেশ (BAN vs ZIM)। বল হাতে ফের একবার বাংলা টাইগারদের হয়ে অনবদ্য পারফর্ম করলেন তাসকিন আমেদ (Taskin Ahmed)। বাংলাদেশের তারকা ফাস্ট বোলার তিন উইকেট নেন। দুইটি কর উইকেট পেয়েছেন মোসাদ্দেক হোসেন এবং মুস্তাফিজুর রহমান। 


পাকিস্তানের প্রথম পয়েন্ট


টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে অফিশিয়ালি এখনও বিদায় হয়নি। কিন্তু পরপর ২ ম্যাচ জিতে কিছুটা কোণঠাসা ছিল পাকিস্তান। শেষ পর্যন্ত এবারের টুর্নামেন্টে প্রথম জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল। ৬ উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়ে দিল পাকিস্তান। 


সমর্থকদের জয় উৎসর্গ


আইএসএলে (ISL 2022-23) ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের জয়ের ধারা অব্য়াহত রাখল এটিকে মোহনবাগান (ATK MB vs EB)। শনিবার প্রথমবার সমর্থকদের সামনে কলকাতায় মুখোমুখি হয়েছিল লাল হলুদ ও সবুজ মেরুন। বিগত চার ম্যাচের মতো এবারও ইস্টবেঙ্গলকে হারাল এটিকে মোহনবাগান। খেলার স্কোর, এটিকে মোহনবাগানের পক্ষে ২-০। সবুজ মেরুনের হয়ে হুগো বুমোস ও মনবীর সিংহ গোল দুইটি করেন।