কলকাতা: এশিয়া কাপে (Asia Cup 2023) জয় দিয়ে অভিযান শুরু করল পাকিস্তান। নেপালের বিরুদ্ধে জয় পেল বাবরের দল। হকিতে বাংলাদেশকে হারাল ভারত। নর্থ-ইস্ট সমর্থকদের পাশে দাঁড়িয়ে বিবৃতি ইস্টবেঙ্গলের। (East Bengal) দেখে নিন আজকের খেলার দুনিয়ার সেরা খবরগুলো- (top sports news)
এশিয়া কাপে পাকিস্তানের জয়
শুরুটা করেছিলেন বাবর আজম, ইফতিকার আহমেদ। শেষটা করলেন শাদাব খান, শাহিন আফ্রিদিরা। নেপালের বিরুদ্ধে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ২৩৮ রানের বিশাল ব্য়বধানে জয় ছিনিয়ে নিল পাকিস্তান। ৩৪৩ রান তাড়া করতে নেমে নেপালের ইনিংস ২৩.৪ ওভারে ১০৪ রানেই শেষ হয়ে যায়। আগামী ২ সেপ্টেম্বর ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচের আগে এই বড় জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে পাকিস্তানের। বাবর এদিনের ম্যাচে ১৫১ রান করেন। ইফতিকার অপরাজিত ১০৯ রান করেন।
হকিতে বড় জয় ভারতের
এশিয়ান হকি ফাইভ এস বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাংলাদেশকে বড় ব্যবধানে পরাজিত করল ভারত। ওমানের হোস্টিংয়ে দারুণ একটি ম্যাচ খেলে সকলের নজর কেড়েছে ভারতীয় হকি দল। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেই দুরন্ত জয় পেয়েছে ভারত। ১৫-১ গোলে বাংলাদেশকে বিধ্বস্ত করল ভারত। মনিন্দর সিংহ চারটি গোল করেন। মহম্মদ রাহিল হ্যাটট্রিক করেন।
আজ ডুরান্ডের সেমিতে মোহনবাগান
আজ ডুরান্ডের দ্বিতীয় সেমিফাইনালে নামছে মোহনবাগান সুপারজায়ান্টস। টানা সাত ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে জয় অধরা ছিল তাদের। চার দিন আগেই সেই খরা কাটিয়ে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তাও রীতিমতো দাপুটে ফুটবল খেলে। এ রকম সময়ে শিবিরের মধ্যে আত্মতুষ্টির অনুপ্রবেশের সম্ভাবনাই থাকে বেশি। কিন্তু পরের ম্যাচ যেখানে মুম্বই সিটি এফসি-র মতোই আরও এক শক্তিশালী দল এফসি গোয়ার বিরুদ্ধে, সেখানে এই আত্মতুষ্টির প্রবেশ নিষিদ্ধ হওয়াই উচিত।
বিবৃতি প্রকাশ ইস্টবেঙ্গলের
জাতিবিদ্বেষ, বর্ণবৈষম্য ফের খেলার মাঠের চৌহদ্দিতে। যা কখনওই কাম্য নয়, তেমনই হয়েছে গতকাল ডুরান্ড কাপের সেমিফাইনালে। গতকাল সল্টলেক স্টেডিয়ামে ডুরান্ডের সেমিতে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল ও নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু ম্যাচে জয় ছিনিয়ে নিলেও বিতর্কের জন্ম দিয়েছিলেন লাল হলুদ সমর্থকরা। গ্যালারি থেকে জঘন্য ভাষায় নর্থ ইস্ট সমর্থকদের বিদ্রুপ করেছিলেন বলে অভিযোগ উঠেছে কিছু ইস্টবেঙ্গল সমর্থকের দিকে। আজ ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় একটি অফিশিয়াল বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, ''ইস্টবেঙ্গল সব ধরনের বর্ণবাদের নিন্দা করে। ফুটবল এমন একটা খেলা যার মাধ্যমে সবাইকে এক হয়ে থাকে। সেই ফুটবলে বৈষম্যের কোনও জায়গা নেই।''