কলকাতা: স্টুয়ার্ট ব্রডকে অবসর পরবর্তী জীবনের শুভেচ্ছা যুবরাজের (Yuvraj Singh)। বার্সাকে হারাল রিয়াল। ম্যাচ হেরে দ্রাবিড়ের সাফাই। মন জিতলেন বিরাট। দিনের সেরা খেলার খবরের এক ঝলক পড়ে নিন চটপট।


ব্রডকে শুভেচ্ছা যুবির


চলতি অ্যাশেজের পরই ২২ গজকে বিদায় জানাচ্ছেন স্টুয়ার্ট ব্রড। ইংরেজ তারকাকে অবসর পরবর্তী জীবনের শুভেচ্ছা জানালেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডকেই ছয় ছক্কা হাঁকানো যুবরাজ সিংহ। নিজের সোশ্য়াল মিডিয়ায় যুবি লিখেছেন, ''ব্রড, তোমাকে সেলাম। অসাধারণ একটা টেস্ট কেরিয়ার তোমার। লাল বলের ক্রিকেটের অন্যতম ভয়ঙ্কর বোলার। এক জন কিংবদন্তি। তোমার ক্রিকেট কেরিয়ার এবং অধ্যাবসায় অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। পরবর্তী ইনিংসের জন্য শুভেচ্ছা।''


রিয়ালকে হারাল বার্সা


নামে ছিল প্রাক মরশুম ফ্রেন্ডলি ম্যাচ। তবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের (Barcelona vs Real Madrid) ম্যাচ যে আদৌ কখনও ফ্রেন্ডলি হয় না, ফের একবার হাতেনাতে তাঁর উদাহরণ পাওয়া গেল। আমেরিকায় মরশুমের প্রথম এল ক্লাসিকোয় (El Classico) রিয়ালকে ৩-০ গোলে পরাজিত করল বার্সা। কাতালান ক্লাবের হয়ে উসমান দেম্বেলে, ফার্মিন লোপেজ মার্টিন ও ফেরান তোরেস গোল করেন।


মন জিতলেন বিরাট


পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক না কেন, বিরাট কোহলির অনুরাগীর কমতি নেই। শনিবার, বার্বাডোজেও সেই ছবিই দেখা গেল। মাঠে না নামলেও, কোহলি, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মারা সাজঘরের বাইরে এসে অনুরাগীদের সেলফি, অটোগ্রাফের আবদার মেটান। এই সময়ই এক ছোট্ট অনুরাগী বিরাট কোহলিকে একটি ব্রেসলেট উপহার দেন। কোহলির উদ্দেশে তিনি বলেন, 'আমি আপনার জন্য একটি উপহার তৈরি করেছি।' কিন্তু সঙ্গে সঙ্গেই সেই ব্রেসলেট নিজের হাতে পরে নেন। এই ভিডিওটি বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল হয়।


নাম তুললেন রাহানে


ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়ার কথা ছিল। লেস্টারশায়ারের সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই চুক্তি বাতিল করলেন অজিঙ্ক রাহানে। আন্তর্জাতিক ক্রিকেটে চাপ বেড়ে যাওয়ায় এবার কাউন্টি খেলা থেকে সরে দাঁড়ালেন মুম্বই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই কাউন্টি খেলতে যাবেন, এ কথা পাকা হয়ে গিয়েছিল। কিন্তু বিসিসিআইয়ের তরফে রাহানেকে অপেক্ষা করতে বলা হয়েছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভাল পারফরম্যান্সের পর সুযোগ চলে আসে ক্যারিবিয়ান সফরেও। এমনকী সহ অধিনায়ক হিসেবে সেই সফরে গিয়েছিলেন তিনি। ব্যাট হাতে যদিও সফল হননি।