কলকাতা: পিঠের চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরা। তাঁর বদলে ভারতীয় দলে সুযোগ পেলেন মহম্মদ সিরাজ। জাতীয় গেমসে ৪৯ কেজি বিভাগের ভারোত্তোলনে সোনা জিতলেন মীরাবাঈ চানু। খেলার সারাদিনের সব খবর এক ঝলকে।


বুমরার বদলি সিরাজ


বুমরার ভারত-দক্ষিণ আফ্রিকার চলতি সিরিজে ভারতীয় দলে মহম্মদ সিরাজকে সুযোগ দেওয়া হয়েছে। বিসিসিআইয়ের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'ভারতীয় নির্বাচক কমিটি দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য চোট পাওয়া জসপ্রীত বুমরার বদলি হিসাবে মহম্মদ সিরাজের নাম ঘোষণা করছে। বুমরার পিঠের চোটে ভুগছেন এবং তিনি বর্তমানে বিসিসিআইয়ের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন।' সিরাজ ভারতের লাল বলের স্কোয়াডের নিয়মিত হলেও, সীমিত ওভারের ক্রিকেটে খুব বেশি সুযোগ পান না। মাত্র পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে তিনি পাঁচটি উইকেট নিয়েছেন। তবে বুমরার অনুপস্থিতিতে টি-টোয়েন্টি ফর্ম্যাটেও নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেলেন তিনি।


ফের সোনা জিতলেন মীরাবাঈ চানু


ভারতের গৌরব ভারোত্তোলক সাইখম মীরাবাঈ চানু (Saikhom Mirabai Chanu)। অলিম্পিক্স থেকে কমনওয়েলথ গেমস, সর্বত্রই ভারতকে পদক এনে দিয়ে দেশের গৌরব বাড়িয়েছেন মীরাবাঈ। এবার চলতি জাতীয় গেমসেও (National Games 2022) সাফল্য পেলেন তারকা ভারোত্তোলক। গুজরাতের গাঁধীনগরের অনুষ্ঠিত হওয়া জাতীয় গেমসে ৪৯ কেজির ভারোত্তোলন বিভাগে সোনা জিতলেন মীরাবাঈ।


মণিপুরের হয়ে প্রতিনিধিত্ব করা মীরাবাঈ চানু মোট ১৯১ কেজি ওজন তুলে স্বর্ণপদক নিজের নামে করলেন। অলিম্পিক্সে রুপো ও কমনওয়েলথে গেমসে যুগ্ম সোনাজয়ী মীরাবাঈ স্ন্যাচে ৮৪ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৭ কেজি ভারোত্তোলন করে সোনা জেতেন। কমনওয়েলথ গেমসে অতীতে সোনাজয়ী আরেক ভারোত্তোলক খুমুকচাম সঞ্জিতা চানু (Sanjita Chanu) ১৮৭ কেজি ভারোত্তোলন করে রুপো জেতেন। তিনি স্ন্যাচে ৮২ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওজন তোলেন। ওড়িশার স্নেহা সোরেন খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসে সোনা জিতেছিলেন। জাতীয় গেমসেও পদক পেলেন তিনি।


বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন বাবর


পাকিস্তান অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ইতিহাস গড়ার পালা অব্যাহত। চলতি ইংল্যান্ড সিরিজে (PAK vs ENG T20I) নিজের ফর্ম ফিরেছেন বাবর। সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি ম্যাচে ফের একবার ব্যাট হাতে অনবদ্য এক ৮৭ রানের ইনিংস খেললেন পাকিস্তানের তারকা ব্যাটার। এর সঙ্গে সঙ্গেই তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) এক অনন্য কৃতিত্বেও ভাগ বসালেন। 


প্রথম পাকিস্তানি ব্যাটার হিসাবে বাবর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রানের গণ্ডি পার করলেন। পঞ্চম ব্যাটার হিসাবে তিন হাজার রান পূর্ণ করলেন তিনি। এই পাঁচজনের মধ্যে বিরাট কোহলিই এতদিন দ্রুততম ব্যাটার হিসাবে তিন হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করেছিলেন। বিরাট ৮১টি ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন। বাবরও সমসংখ্যক ইনিংসেই তিন হাজার রানের গণ্ডি পার করে বিরাটের কৃতিত্বে ভাগ বসালেন।


বিশ্বকাপের পুরস্কারমূল্য ঘোষণা


অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) আসর বসতে আর মাত্র দুই সপ্তাহ মতো বাকি। ইতিমধ্যেই বিশ্বকাপের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, ধীরে ধীরে চড়ছে উত্তেজনার পারদও। এরই মাঝে আইসিসির তরফে বিশ্বকাপে কোন পর্যায়ে পৌঁছলে কোন দল কত টাকা (ICC T20 World Cup 2022 Prize Money) পাবে, তার পুরোটাই ঘোষণা করে দেওয়া হয়েছে।


বিশ্বকাপের পুরস্কার বাবদ আইসিসি মোট ৫.৬ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫.৬৬ কোটি টাকা) খরচ করতে চলেছে। এর মধ্যে বিশ্বকাপজয়ী দলই ১.৬ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৩ কোটি টাকা পুরস্কারমূল্য পাবে। ফাইনালে পরাজিত দলকে বিজয়ী দলের অর্ধেক অর্থাৎ প্রায় ৬.৫ কোটি টাকা মতো পুরস্কারমূল্য হিসাবে দেওয়া হবে। সেমিফাইনালে পৌঁছনো বাকি দুই দলকে দেওয়া হবে ৪ লক্ষ ডলার (প্রায় ৩.২৬কোটি টাকা) মতো। আর সুপার ১২ পর্যায়েই যে বাকি আটটি দল বিদায় নেবে, তাদের পুরস্কারমূল্য হিসাবে ৭০ হাজার ডলার (প্রায় ৫৭.০৯ লক্ষ টাকা) করে দেওয়া হবে।


বুমরার চোট নিয়ে সৌরভের আপডেট


জল্পনা অনুযায়ী জসপ্রীত বুমরা দক্ষিন আফ্রিকা সিরিজের পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup 2022) ভারতের হয়ে খেলতে পারবেন না। বুমরার 'স্ট্রেস ফ্র্যাকচার' হয়েছে বলেই খবর। এর জন্য তাঁকে অস্ত্রোপ্রচার করাতে না হলেও, চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরেই কাটাতে হতে পারে ভারতীয় তারকা বোলারকে। স্বাভাবিকাবেই বুমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারলে ভারতীয় দলের (Indian Cricket Team) জন্য তা বিরাট বড় ধাক্কা হতে চলেছে। তবে বুমরা যে এই মাসেই শুরু হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না, তা এখনই মানতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়।


সৌরভ সাফ জানিয়ে দেন, 'বুমরা কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে এখনও ছিটকে যায়নি।' বিসিসিআই সভাপতি আশা করছেন বুমরা চোট সারিয়ে বিশ্বকাপে মাঠে নামতে পারবেন। এই চোটের জন্যই বুমরা প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তিরুঅনন্তপুরমে না গিয়ে বরং বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই গিয়েছিলেন বলে খবর। সেইখানেই তাঁর চোটের পরীক্ষা নিরীক্ষা করে তার গভীরতা যাচাই করা হবে। সৌরভ জানান আগামী দুই-তিন দিনের মধ্যেই আরও স্পষ্টভাবে বুমরার চোটের বিষয়ে জানতে পারা যাবে।


আরও পড়ুন: বিশ্বকাপে মাঠে নামার আগেই রোহিতদের হুঁশিয়ারি পাক তারকার