কলকাতা: কাতারেই নিজের শেষ বিশ্বকাপে খেলতে নামবেন, সাফ জানিয়ে দিলেন লিওনেল মেসি। সঞ্জু স্যামসনের দুরন্ত লড়াই সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে পরাজিত হল ভারতীয় দল। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবর।


ভারতের হার


বৃষ্টিবিঘ্নিত ৪০ ওভারের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালায় ভারত। তা সত্ত্বেও পরাজয় দিয়েই ওয়ান ডে সিরিজ (IND vs SA 1st ODI) শুরু করল ভারত। সঞ্জু স্যামসন (Sanju Samson) ও শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দুরন্ত অর্ধশতরানও ভারতকে ম্যাচ জেতাতে পারল না। ২৫০ রান তাড়া করতে নেমে নয় রানে হারল ভারত। ২৪১ রানেই থামল ভারতের ইনিংস।


কাতারেই ইতি


মতান্তরে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে গণ্য করা হয় লিওনেল মেসিকে (Lionel Messi)। তবে ৩৫ বছর বয়সি মেসি যে নিজের কেরিয়ারের শেষের দিকে চলে এসেছেন, তা সকলেই জানেন। তাই কাতার বিশ্বকাপেই মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে কি না, সেই নিয়ে জল্পনা ছিলই। জল্পনাই সত্যি হল। মেসি স্পষ্ট জানিয়ে দিলেন কাতার বিশ্বকাপই (Qatar World Cup 2022) তাঁর শেষ বিশ্বকাপ হতে চলেছে।


অস্ট্রেলিয়ায় রওনা দিলেন বিরাটরা


অস্ট্রেলিয়া পাড়ি দিল ভারতীয় ক্রিকেট দল (India Cricket Team)। টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) খেলতে রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া বৃহস্পতিবার ভোরবেলা অস্ট্রেলিয়ার বিমান ধরল। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণে এই ট্রফি জিতেছিল ভারত ধোনির নেতৃত্বে। এরপর থেকে আর কুড়ি ওভারের বিশ্বকাপ জিততে পারেনি ভারত। এবার রোহিত শর্মার নেতৃত্বে ট্রফি জয়ের স্বপ্নে দেখা শুরু করেছে টিম ইন্ডিয়া। 


বিসিসিআই তাদের অফিশিয়ার সোশাল মিডিয়ায় হ্যান্ডেলে ছবি পোস্ট করেছে গোটা ভারতীয় দলের। সেখানে সারি সারি করে দাঁড়িয়ে আছেন কোচ রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা, বিরাট কোহলিরা। এছাড়াও ক্রিকেটাররাও তাঁদের সোশাল মিডিয়ায় হ্যান্ডেলে ছবি পোস্ট করেছে। 


এক ফ্রেমে সচিন-ধোনি


ভারতের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে গণ্য করা হয় মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) ও সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)। নিজেদের সময়ে একসঙ্গে অনেক ম্যাচই জিতিয়েছেন ভারতকে। তবে এবার ক্রিকেট মাঠ নয়, দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার টেনিস কোর্টেই এক ফ্রেমে ধরা দিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁদের ছবি।


ভাইরাল ছবি


ধোনি আন্তর্জাতিক ক্রিকেটকে দুই বছর আগেই বিদায় জানিয়েছেন। সচিন তাঁরও সাত বছর আগে, ২০১৩ সালে অবসর নিয়েছেন। তাও বিজ্ঞাপনের জগতে এখনও দুই প্রাক্তনীই রমরমিয়ে কাজ করে যাচ্ছেন। তাঁদের জনপ্রিয়তায়ও বিন্দুমাত্র টান পড়েনি। এক বিজ্ঞাপনের শ্য়ুটেই দেখা হল দুই কিংবদন্তির। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুই তারকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ধোনিকে একেবারে সোশ্যাল মিডিয়ায় তেমন আপডেট দিতে দেখা যায় না। তিনি তো রয়েইছেন, তাঁর সঙ্গে আবার সচিনও রয়েছেন। তাই স্বাভাবিকভাবেই এই ছবি দ্রুত ভাইরাল হয়।


মেসির নজির


আবার রেকর্ড গড়লেন লিওনেল মেসি (Lionel Messi)। এবার নিজেরই রেকর্ড় ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। পিএসজির (PSG) জার্সিতে বুধবার বেনফিকার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্তাইন সুপারস্টার। আর ঠিক সেই সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন মেসি।


৩৫ বছরের তারকা ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে ৪০টি আলাদা আলাদা দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন। যা বিশ্বের যে কােনও ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি সংখ্যক দলের বিরুদ্ধে গোল। এই ম্যাচে নামার আগে সংখ্যাটা ছিল ৩৯। বেনফিকার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই যা টপকে গেলেন মেসি।


আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেরিয়ার সেরা ইনিংসে বিশ্বকাপ থেকে বাদ পড়ার জবাব দিলেন স্যামসন?