কলকাতা: জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল ভারত। মুম্বই সিটির বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ ড্র করল এটিকে মোহনবাগান। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবর।


সেমিফাইনালে ভারত


গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুরন্ত টিম ইন্ডিয়া। জিম্বাবোয়েকে ৭১ রানে দুরমুশ করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে পৌঁছে গেল ভারত। গ্রুপ টু-র পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে। সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড। জস বাটলাররা গ্রুপ ওয়ানের দুই নম্বরে শেষ করে পড়লেন ভারতের সামনে।


মোহনবাগানের ড্র


বিবাসরীয় সন্ধ্যায় মুম্বই সিটির বিরুদ্ধে এক হাড্ডাহাড্ডি ঘটনাবহুল ম্যাচে ২-২ গোলে ড্র করল এটিকে মোহনবাগান (MCFC vs ATKMB)। ম্যাচে দুরন্ত গোল, লাল কার্ড, সুন্দর ফুটবল, কোনওকিছুরই অভাব ছিল না। অবশ্য ড্র করেও লিগ তালিকায় এগিয়ে গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। বর্তমানে পাঁচ নম্বরে রয়েছে সুবজ-মেরুন। 


সেমিতে পাকিস্তান


 টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। এদিন অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে দুরন্ত জয় ছিনিয়ে নিল বাবর আজমের দল। এদিন সকালের ম্যাচে নেদারল্যান্ডস হারিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। এরপরই পাকিস্তান ও বাংলাদেশের সামনে সুযোগ চলে এসেছিল শেষ চারে পৌঁছনোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে বাজিমাত করল বাবরের দল। 


ছিটকে গেল নেদারল্যান্ডস


টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটন। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার। প্রোটিয়া বাহিনীকে ১৩ রানে হারিয়ে দিল ডাচ বাহিনী। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিতে উঠতে গেলে এই ম্যাচ জিততেই হত দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ডাচ বোলিং লাইন আপের সামনে এদিন ভেঙে পড়ে প্রোটিয়াদের ব্য়াটিং লাইন আপ।