কলকাতা: আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) শিবিরে যোগ দিলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। অজানা গল্প শোনালেন মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। অলিম্পিক্সের পথে বিনেশ ফোগত। রঞ্জি ট্রফির ফাইনালে চালকের আসনে মুম্বই। খেলার দুনিয়ার সারাদিন।
আইপিএল শিবিরে হার্দিক
ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে নিজের বলে ফিল্ডিং করার সময় গোড়ালিতে গুরুতর চোট পেয়েছিলেন। তারপর থেকে মাঠের বাইরে হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। সম্প্রতি ডিওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে দেখা গিয়েছিল। এবার যোগ দিলেন মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) শিবিরে।
আইপিএল (IPL 2024) শুরু হতে আর মাত্র দিন দশেক সময়। তার আগে শুরু হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের প্র্যাক্টিস। আর সোমবার সেই শিবিরে যোগ দিলেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে প্রথমবার মাঠে দেখা গেল হার্দিককে। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানাল মুম্বই ইন্ডিয়ান্স।
ম্যাচের রাশ মুম্বইয়ের হাতে
ঘরোয়া ক্রিকেটে তারা যে কত শক্তিশালী, তা ফের একবার প্রমাণ করে দিচ্ছে মুম্বই ক্রিকেট দল। রঞ্জি ট্রফির সেমিফাইনালে কার্যত একপেশেভাবে তামিলনাড়ুকে হারিয়েছিল মুম্বই। ফাইনালেও একপেশেভাবে জয়ের দিকে এগোচ্ছে মুম্বই (Mumbai vs Vidarbha)। সব কিছু ঠিকঠাক চললে মুম্বইয়ের রেকর্ড ৪২তম রঞ্জি ট্রফি (Ranji Trophy) জয় শুধু সময়ের অপেক্ষা।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে চালকের আসনে মুম্বই। তাদের প্রথম ইনিংসে তোলা ২২৪ রানের জবাবে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে গেল মাত্র ১০৫ রানে। ব্যাটিং ভরাডুবি হল বিদর্ভের। সর্বোচ্চ রান? যশ রাঠৌরের ২৭! দুই অঙ্কের রান পেয়েছেন মাত্র চারজন ব্যাটার। যশ রাঠৌর ছাড়া ওপেনার অথর্ব তাইডে (২৩ রান), আদিত্য ঠাকরে (১৯ রান) ও যশ ঠাকুর (১৬ রান)। মাত্র ৪৫.৩ ওভারে শেষ হয়ে গেল বিদর্ভের ইনিংস।
তবে ৩৪/২ হয়ে যাওয়ার পর ব্যাট হাতে রুখে দাঁড়িয়েছেন মুম্বইয়ের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে। গোটা রঞ্জি মরশুমে যিনি ছন্দ হাতড়ে বেরিয়েছেন। তবে প্রয়োজনের সময় সেরা ইনিংসটা খেলছেন রাহানে। দ্বিতীয় দিনের শেষে ৫৮ রান করে ক্রিজে তিনি। সঙ্গী মুশীর খান। তিনিও হাফসেঞ্চুরি করেছেন। ৫১ রান করে অপরাজিত আছেন। বিদর্ভের চেয়ে ২৬০ রানে এগিয়ে গিয়েছে মুম্বই। এখান থেকে ম্যাচ বাঁচানো বিরাট পরীক্ষা হতে চলেছে বিদর্ভের।
পিছিয়ে থেকেও জয়
বজরং পুনিয়া পারেননি। তবে কুস্তিগিরদের আন্দোলনে তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা বিনেশ ফোগত (Vinesh Phogat) প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করার আশা বাঁচিয়ে রাখলেন। সোমবার পাতিয়ালায় মহিলাদের ৫০ কেজি বিভাগের ট্রায়ালে জিতলেন বিনেশ। এশিয়ান গেমস (Asian Games) ও কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) সোনাজয়ী অ্যাথলিট দুরন্ত প্রত্যাবর্তন ঘটান। ম্যাচও জিতে নেন।
কুস্তির ট্রায়ালে মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে শিবানীকে ১১-৬ ব্যবধানে হারালেন বিনেশ। একটা সময় ম্যাচে ১-৪ পয়েন্টে পিছিয়ে পড়েছিলেন। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় হাসিল করেন বিনেশ। সেমিফাইনালে জাতীয় চ্যাম্পিয়ন নির্মলা দেবীকে ১০-০ পয়েন্টে হারান বিনেশ। এবার কিরঘিজস্তানের বিশকেকে এশীয় অলিম্পিক্স কোয়ালিফায়ারে নামবেন তিনি।
ধোনির অবসরের নেপথ্যে?
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তবু কোটি কোটি ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে আইপিএলে (IPL 2024) খেলে চলেছেন। শুধু খেলছেনই না। নেতৃত্ব দিচ্ছেন। শুধু নেতৃত্বই দিচ্ছেন না, দলকে আইপিএলে চ্যাম্পিয়নও করছেন।
তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক। গতবারও তাঁর নেতৃত্বে সব প্রতিপক্ষকে চমকে দিয়েছে সিএসকে (CSK)। জিতে নিয়েছে ট্রফি। এবারও ধোনি ও তাঁর দলকে নিয়ে উন্মাদনা তুঙ্গে। আইপিএলের প্রস্তুতিতে নেমে পড়েছেন ক্যাপ্টেন কুলও। তার ফাঁকেই ধোনি জানালেন, পরিবারেরই এক সদস্য পাঁচ-সাত বছর আগে তাঁকে অবসর নিয়ে নিতে বলেছিলেন।
কে তিনি? পান সিংহ ধোনি। মহেন্দ্র সিংহ ধোনির বাবা। ধোনি নিজেই এক অনুষ্ঠানে সেই গল্প শুনিয়েছেন। বলেছেন, 'পাঁচ-সাত বছর আগে আমার বাবা বলেছিলেন, 'তুমি অনেক ক্রিকেট খেলেছো। এবার ছেড়ে দাও। অন্যরাও আছে যারা খেলবে।'
আমিরকে কটাক্ষ
মাঠেই পাকিস্তানের পেসার মহম্মদ আমিরকে শুনতে হল বক্রোক্তি। গড়াপেটা করার জন্য গ্যালারি থেকে উড়ে এল বিদ্রুপ। তাতে মেজাজ হারালেন আমির। ঘটনাটি রবিবার পাকিস্তান সুপার লিগে (PSL) লাহৌর কালান্দার্স বনাম কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স ম্যাচের। আমির খেলছিলেন কোয়েট্টার হয়ে। বাউন্ডারির লাইনের কাছে তিনি ফিল্ডিং করার সময় গ্যালারিতে বসে থাকা এক দর্শক 'ফিক্সার' বলে চিৎকার করতে শুরু করেন। ২০১০ সালে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল আমিরের বিরুদ্ধে। দোষ প্রমাণ হওয়ায় নির্বাসিত হতে হয়েছিল তাঁকে। আমির অবশ্য গ্যালারির বিদ্রুপ ভালভাবে নেননি। বুঝে যান যে, ওই দর্শক তাঁকেই নিশানা করে চিৎকার করছেন।
তবে গ্যালারির বিদ্রুপে মেজাজ হারান আমির। বেশ কয়েক বার 'ফিক্সার' চিৎকার শুনে আর নিজেকে সংযত রাখতে পারেননি আমির। সেই দর্শকের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় আমিরকে। উত্তেজিত ভাবে তাঁকে কিছু বলেন ৩১ বছরের পেসার। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ওই দর্শকের দিকে উত্তেজিতভাবে আমির বলছেন, 'বাড়ি থেকে এসব শিখে আসো?'