কলকাতা: শীতের সময় দেখা মেলে না। কিন্তু শীত ফুরোলেই যে যার গর্ত থেকে বেরিয়ে আসে। শুরু করে দেয় উৎপাত। আর এই উৎপাত সামলাতেই অনেকে জেরবার হয়ে যান। রান্নাঘর থেকে সর্বত্র এদের দৌরাত্ম্য চলতে থাকে। শুধু চিনি নয়, নানারকম খাবারে এদের উৎসাহ। পাশাপাশি বিভিন্ন ধরনের জিনিসও এর কবল থেকে বাঁচে না।
শুধু পিঁপড়ের জেরেই ঘরের মধ্যে টিকে থাকা অতিষ্ঠ হয়ে যায়। তার উপর পিঁপড়ে শুধু একরকম নয়, লাল, কালো, ডেঁয়ো নানারকম পিঁপড়ে দেখা যায়। একেক পিঁপড়ের আবার একেক জাত। মধ্য়ে তবে এই সমস্যা সামাল দেওয়া খুব কঠিন নয়। ঘরোয়া কিছু উপাদান দিয়েই ঘরের এই শত্রুকে দূর করা যায়। কী সেগুলি ? বিশদে জেনে নেওয়া যাক।
১. পুদিনা পাতা - পুদিনা পাতার একটি কড়া গন্ধ রয়েছে। এই গন্ধে পিঁপড়ে বাপ বাপ করে পালাবে। পুদিনা পাঁতা হামান দিস্তায় একটি থেঁতো করে নিন। অথবা মিক্সারে পেস্ট করে ঘরের বিভিন্ন কোনায় রেখে দিন।
২. ভিনিগার - পিঁপড়ে দূর করতে ভিনিগারও ব্যবহার করতে পারেন। জিনিসটা পিঁপড়েদের একেবারেই না-পসন্দ। একটি বোতলে অর্ধেক পরিমাণে ভিনিগার ও জল মিশিয়ে নিন। এবার একটি বোতলের মুখে স্প্রে মেশিন লাগিয়ে ঘরের নানা কোণে স্প্রে করে দিন।
৩. লবঙ্গ ও দারচিনি - রান্নার এই দুই উপকরণ মিলে দারুণ ঝাঁঝ তৈরি করে। তবে সেই ঝাঁঝ সহ্য করার মত ক্ষমতা নেই পিঁপড়ের। তাই এই দুটি দিয়ে পিঁপড়ে ভাগাতে পারেন। এর জন্য অল্প লবঙ্গ ও অল্প দারচিনি একটি ছোট্ট কাপড়ে বেঁধে পুটলি করে ফেলুন। এবার সেই পুঁটলি ঘরের কোনগুলিতে রেখে দিতে পারেন। দূর হবে পিঁপড়ে।
৪. তেজ পাতা - তেজ পাতার ঝাঁঝও পিঁপড়ে দূর করে। এর জন্য তেজপাতা প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিন। এবার সেটি গুঁড়ো করে ঘরের কোণে কোণে ছড়িয়ে দিন।
৫. বোরিক অ্যাসিড - বোরিক অ্যাসিড পিঁপড়ে দূর করে। যেখানে যেখানে পিঁপড়ের উপদ্রব রয়েছে, সেখানে বোরিক অ্যাসিড ছড়িয়ে দিতে হবে। এই ‘খাবার’ খেলে পিঁপড়ের মৃত্যু অনিবার্য।
৬. লেবুর রস - ভিনিগারের মতোই কাজ করে লেবুর রস। তাই একই ভাবে লেবুর রস দিয়ে মিশ্রণ তৈরি করুন। সেটা স্প্রে করলে পিঁপড়ের দৌরাত্ম্য দূর হবে।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন - Health News: বেশি ঘুম দরকার মহিলাদের? কী বলছে গবেষণা