Samsung Galaxy Smartphone: স্যামসাং ভারতে লঞ্চ করেছে গ্যালাক্সি এম১৫ ৫জি (Samsung Galaxy M15 5G) ফোন। এই ফোনে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হয়েছে তিনটি রঙে। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ওয়াটার ড্রপ অর্থাৎ জলের বিন্দুর আকারের একটি কাট আউট যেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। বলা হচ্ছে, গতবছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসে স্যামসাং গ্যালাক্সি এ১৫ ৫জি (Samsung Galaxy A15 5G) ফোন লঞ্চ হয়েছিল, তারই রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন। ধূসর, গাঢ় নীল এবং হাল্কা নীল- এই তিনটি রঙে ভারতে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের নতুন ৫জি ফোন। এখনও এই ফোনের দাম প্রকাশ্যে আসেনি। কবে থেকে বিক্রি শুরু হবে এবং কোথা থেকে কেনা যাবে সেই প্রসঙ্গেও কিছু জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনের ডুয়াল সিমের (ন্যানো) সাপোর্ট রয়েছে। ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩- র সাহায্যে।
- এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি পালস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও রয়েছে ভিশন বুস্টার ফিচারের সাপোর্ট।
- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে একটি অক্টা-কোর চিপসেট রয়েছে জানা গেলেও প্রসেসরের নির্দিষ্ট নাম জানা যায়নি। এটি একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট হতে পারে। এর সঙ্গে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে।
- এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসরের সঙ্গে ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি এবং ২ মেগাপিক্সেলের আরও একটি শুটার রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্যামসাং সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে প্রায় ২১ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে এই ফোনে। অন্যদিকে একবার পুরো চার্জ দিলে প্রায় ১২৮ ঘণ্টা পর্যন্ত অডিও প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। ফোনের ওজন হতে প্রায় ২১৭ গ্রাম।
- কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোনে ব্লুটূথ ৫.৩ সাপোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ইউএওসবি টাইপ-সি পোর্ট, জিপিএস এবং আরও অনেক কিছুই রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
আরও পড়ুন- ফোনের ওপারে 'পরিচিত কণ্ঠস্বর' আদৌ আপনার প্রিয়জন তো? নাকি পড়েছেন 'ডিপফেক অডিওর' কবলে?