কলকাতা: আইএসএলে ফের হার ইস্টবেঙ্গলের (East Bengal FC)। অলিম্পিক্সে খেলবেন লিওনেল মেসি? রাজকোটে সেঞ্চুরি টেস্ট (Rajkot Test) খেলতে নামবেন বেন স্টোকস (Ben Stokes)। প্রয়াত দত্তাজিরাও গায়কোয়াড। খেলার দুনিয়ার সারাদিন।


ফের আঁধার লাল-হলুদে


নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল। ঘরের মাঠে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ ছিল ইস্টবেঙ্গল এফসি-র (East Bengal FC) বিরুদ্ধে। কিন্তু মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধেও মাথা নীচু করে মাঠ ছাড়তে হল কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) ছেলেদের। যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএলের ম্যাচে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও হার মানতে হল লাল-হলুদ শিবিরকে। প্রথমার্ধের গোলে ০-১ ব্যবধানে পরাজয় ইস্টবেঙ্গলের।


সেঞ্চুরির সামনে


জমে উঠেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ। প্রথম টেস্টে বাজ়বলের সামনে আত্মসমর্পণ করেছিল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। রাজকোটে (Rajkot Test) তৃতীয় টেস্ট তাই বাড়তি গুরুত্ব পেয়ে যাচ্ছে। আর সেই ম্যাচে এক মাইলফলক স্পর্শ করবেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। এই টেস্টই ইংরেজ অলরাউন্ডারের একশোতম টেস্ট ম্যাচ।


প্রয়াত ভারতের প্রবীণতম ক্রিকেটার


প্রয়াত হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও দেশের প্রবীণতম ক্রিকেটার দত্তাজিরাও গায়কোয়াড। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দত্তাজিরাও। বঢোদরার একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। অবশেষে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দত্তাজিরাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দেশের হয়ে ১১টি টেস্ট খেলেছেন দত্তাজিরাও। 


পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে বঢোদরার একটি হাসপাতালের আইসিইউ-তে ছিলেন তিনি। ১৯৫২ সালে লিডসে দেশের জার্সিতে টেস্ট অভিষেক হয় দত্তাজিরাওয়ের। ১৯৬১ সালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ ম্য়াচ খেলেন। কেরিয়ারে মোট ৩১৩৯ রান করেছেন ৪৭.৫৬ গড়ে। ১৪টি সেঞ্চুরি রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর ছেলে অংশুমান গায়কোয়াডও দেশের জার্সিতে খেলেছিলেন। 


অলিম্পিক্সে মেসি?


চলতি বছরে প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) কি ফের একবার দেখা যাবে মেসিকে? ফের দেশের জার্সিতে অলিম্পিক্স পদক জয়ের অভিযানে নামবেন মেসি?


জল্পনা উস্কে দিলেন হাভিয়ার মাসচেরানো। আর্জেন্তিনার অনূর্ধ্ব ২৩ দলের কোচ। যিনি এক সময় মেসির সঙ্গে জাতীয় দলে খেলেছেন। ২০১৪ সালে অল্পের জন্য মেসির সঙ্গে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি। ফাইনালে জার্মানির কাছে হেরে গিয়েছিল আর্জেন্তিনা। 


ব্রাজিলকে হারিয়ে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেছে আর্জেন্তিনা ফুটবল দল। তারপরই মেসির অলিম্পিক্সে খেলা নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু অলিম্পিক্সে তো খেলে অনূর্ধ্ব ২৩ দল। মেসি খেলবেন কীভাবে? নিয়ম বলছে, অলিম্পিক্সে অনূর্ধ্ব ২৩ দল খেললেও, সিনিয়র দলের তিনজন ফুটবলারকে খেলানো যাবে। সেই নিয়মেই মেসির খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


মাঠে ফিরছেন ঈশান!


মাত্র একদিন আগেই এক রিপোর্টে দাবি করা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড এক নোটিস বের দিতে চলেছে যার দরুণ সমস্ত ফিট খেলোয়াড়কে রঞ্জি ট্রফির ম্যাচে অংশগ্রহণ করতেই হবে। ঈশান কিষাণের ফিট হওয়া সত্ত্বেও বারংবার রঞ্জি ম্যাচ না খেলার সিদ্ধান্তের জেরেই বোর্ড কার্যত বিরক্ত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। এই নোটিস আসার কানাঘুষোর মাঝেই ভারতের তারকা ক্রিকেটারের মাঠে প্রত্যাবর্তনের খবর শোনা যাচ্ছে।


গত নভেম্বর মাস থেকে ঈশান ভারতীয় দলের (Indian Cricket Team) বাইরে রয়েছেন। তিনি মানসিক স্বাস্থ্যজনিত কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। তিনি রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচেও ঝাড়খণ্ডের হয়ে মাঠে নামার সুযোগ ফিরিয়ে দেন। ঝাড়খণ্ড পরের রাউন্ডো কোয়ালিফাই করেনি। ফলে এ মরশুমে ঈশানের রঞ্জি খেলা আর হচ্ছে না। তবে তিনি অবশেষে ডিওয়াই পাতিল টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটে ফিরতে চলেছেন।


কুস্তিতে স্বস্তি


জাতীয় কুস্তির আখড়ায় যেন কিছুটা স্বস্তি ফিরল। ভারতীয় কুস্তি সংস্থার নির্বাসন অবশেষে প্রত্যাহার করল আন্তর্জাতিক কুস্তি নিয়ামক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (United World Wrestling)।


গত বছর ২৩ আগস্ট কুস্তিগীরদের বিক্ষোভ চলাকালীনই জাতীয় কুস্তি সংস্থার সদস্যপদ খারিজ করে দেয় ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সঠিক সময়ে নির্বাচন সম্পন্ন করা যায়নি। ফেডারেশনে অচলাবস্থা চলছে, এই অভিযোগে সেসময় ভারতীয় কুস্তি সংস্থার (World Wrestling Fedaration) সদস্যপদ খারিজ করা হয়। ফলে এশিয়ান গেমস খেলতেও সমস্যায় পড়তে হয় ভারতীয় কুস্তিগিরদের। শেষ পর্যন্ত তাঁরা খেলেন ভারতীয় অলিম্পিক সংস্থার ব্যানারে।


আন্তর্জাতিক কুস্তি নিয়ামক (UWW) সংস্থা জানিয়ে দিয়েছে, আগামী ১ জুলাইয়ের আগে নতুন করে অ্যাথলিটস কমিশনে নির্বাচন করতে হবে। সেই নির্বাচনে সমস্ত অ্যাথলিটকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। কারও প্রতি কোনওরকম বঞ্চনা করা চলবে না। তাছাড়া ওই নির্বাচনে যেন সক্রিয় অ্যাথলিট বা চার বছরের মধ্যে অবসর নিয়েছেন এই ধরনের অ্যাথলিটরাই অংশ নিতে পারবেন। দ্রুত এ বিষয়ে সঠিক তথ্য দিতে হবে কমিশনকে।