কলকাতা: আগরতলার হাসপাতাল থেকে ছাড়া পেলেন ময়ঙ্ক অগ্রবাল (Mayank Agarwal)। মেসির (Lionel Messi) এক সময়কার সতীর্থকে সই করাল ইস্টবেঙ্গল (East Bengal)। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিরছেন শোয়েব মালিক। খেলার দুনিয়ার সারাদিন।


সুস্থতার পথে ময়ঙ্ক


রঞ্জি (Ranji Trophy) ম্য়াচ খেলে ফিরছিলেন। বিমানে জলপান থেকেই বিপত্তি। গতকাল রাত থেকে আগরতলার আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। অবশেষে এদিন দুপুর ১২টায় ছাড়া পেলেন কর্ণাটক অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)। কর্ণাটক (Karnatak Cricket Team) দলের ম্যানেজার মনীশ রাও (Manish Rao) প্রতিক্রিয়া দিতে গিয়ে জানিয়েছেন, এখনই ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন ময়ঙ্ককে দ্রুত সুস্থ করে তোলার জন্য। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাসুদেব চক্রবর্ত্তী জানিয়েছেন সবধরনের সহযোগিতা করা হয়েছে। তবে ইন্ডিগো বিমান সংস্থার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। আইএলএস হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় বিষাক্ত কিছু পান করায় এমন ঘটনা ঘটেছে। এখন শারীরিক ভাবে সুস্থ আছেন ময়ঙ্ক। দু-তিন  দিনের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। এদিকে, এই বিষয়ে ইন্ডিগোর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজই বেঙ্গালুরু ফিরে যাচ্ছেন কর্ণাটকী ব্যাটার।


লাল-হলুদে ভাজকেজ়


কলিঙ্গ সুপার কাপ জিতে আত্মবিশ্বাসে টগবগ করছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। সামনে আবার এক বড় ম্যাচ। ৩ ফেব্রুয়ারি, শনিবার মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ইস্টবেঙ্গল এফসি ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। আইএসএল ডার্বির আগে আরও শক্তিশালী হল ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরে যোগ দিলেন এমন একজন, যিনি খেলেছেন লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে।


ভিক্টর ভাজকেজ়কে (Victor Vazquez) সই করাল ইস্টবেঙ্গল। স্পেনের অভিজ্ঞ ফরওয়ার্ড ২০২৩-২৪ মরশুমের আইএসএলে খেলবেন ইস্টবেঙ্গলের জার্সিতে। এফসি বার্সেলোনা, ক্লাব ব্রাজ, টরন্টো এফসি ও লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির মতো দলে খেলেছেন তিনি।


বিপিএলে ফিরছেন শোয়েব


বাইশ গজে তাঁকে ঘিরে অস্বস্তির মেঘ যেন কিছুটা কাটিয়ে উঠলেন শোয়েব মালিক (Shoaib Malik)। বিতর্ক দূরে সরিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে মাঠে ফিরছেন তিনি। ২ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের শিবিরে ফের যোগ দেওয়ার কথা পাকিস্তানের অলরাউন্ডারের। ৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিরুদ্ধে ম্যাচেও খেলবেন তিনি।


কেন টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন মালিক, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে তিনি এক্স হ্যান্ডলে লেখেন, 'ফরচুন বরিশালে আমার খেলার জায়গা নিয়ে সব জল্পনা দূর করতে চাই। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং কীভাবে এগোব সেটাও ঠিক করা হয়েছে। দুবাইয়ে আগে থেকে ঠিক করা একটা কাজে আমাকে যেতে হয়েছিল।'


রেকর্ড বিধু-পুত্রের


ক্রিকেট না খেললে হয়তো তাঁকে সকলে চিনতেন বলিউডের বিখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়ার (Vidu Vinod Chopra) পুত্র হিসাবে। থ্রি ইডিয়টস, টুয়েলভথ ফেলের মতো সাড়া ফেলে দেওয়া ছবির পরিচালক। বিধু বিনোদের ছেলের অবশ্য ধ্যান জ্ঞান ক্রিকেট। এবং ঘরোয়া ক্রিকেটে সাড়া ফেলে দিয়েছেন।


অগ্নি চোপড়া। অভিষেকের পর প্রথম শ্রেণির ক্রিকেটে পরপর চার ম্যাচে সেঞ্চুরি করেছেন। যা একটি রেকর্ড। এর আগে কোনও ক্রিকেটার অভিষেকের পর টানা চার ম্যাচে সেঞ্চুরি করেননি। চলতি রঞ্জি ট্রফিতে মিজোরামের হয়ে খেলে সাড়া ফেলে দিয়েছেন অগ্নি চোপড়া।


রঞ্জি ট্রফির চতুর্থ রাউন্ডে মেঘালয়ের বিরুদ্ধে ১০৫ ও ১০১ রান করার পরই রেকর্ডবুকে নাম তুলেছেন অগ্নি। রঞ্জি ট্রফি অভিষেকেই সিকিমের বিরুদ্ধে ৯২ বলে ১৬৬ রান করেছিলেন।  তারপর নাগাল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে ১৬৪ রান করেছিলেন। পরের ম্যাচে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১১৪ রান করেন অগ্নি। সব মিলিয়ে রঞ্জি কেরিয়ারে ৮ ইনিংসে ৭৬৭ রান করেছেন। 


ঈশান নিরুদ্দেশ!


একটা সময় তাঁকে জাতীয় দলের সম্পদ মনে করা হচ্ছিল। ঋষভ পন্থ (Rishabh Pant) গাড়ি দুর্ঘটনায় মাঠের বাইরে চলে যাওয়ার পর থেকে তাঁকেই মনে করা হচ্ছিল জাতীয় দলে উইকেটকিপার-ব্যাটারের জায়গাটি নিতে পারেন। অথচ সেই ঈশান কিষাণকে (Ishan Kishan) নাকি খুঁজেই পাওয়া যাচ্ছে না!


শোনা যাচ্ছে, ধোনির রাজ্যের তরুণ উইকেটকিপার-ব্যাটারের মানসিকতায় বিরক্ত জাতীয় নির্বাচকেরা। ঈশানকে জাতীয় দল থেকে ছেঁটে ফেলেছেন। তাঁকে বার্তা দেওয়া হয়েছিল যে, ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফি খেলে জাতীয় দলে ফিরতে হবে। অভিযোগ, সেই কথা কানে তোলেননি ঈশান। তিনি কোথায়, কী করছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডেরক কাছে নাকি কোনও হদিশই নেই। তরুণ ক্রিকেটার সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে তাঁরা। ভারতীয় দলে ফেরার জন্য ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটারের পরিকল্পনার কথাও জানেন না তাঁরা।


ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে ঈশানকে খেলানোর পরিকল্পনা নেই ভারতীয় শিবিরের। বাঁহাতি উইকেটরক্ষক আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায়। কিন্তু ঈশানের গতিবিধি সমস্যায় ফেলেছে বোর্ড কর্তাদের। ঘরোয়া ক্রিকেটে না দেখে বিশ্বকাপের দলে নির্বাচন করা কঠিন। ঈশান বাইশ গজ থেকে নিজেকে দূরে রাখায় চিন্তিত তাঁরা। সমস্য়া বেড়েছে কারণ, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারাও ঈশানের গতিবিধি সম্পর্কে অন্ধকারে। ধোঁয়াশা এতটাই যে, ঈশান কোথায় রয়েছেন সেটাও কেউ জানেন না।


নিলামে ন্যাপকিন


মতান্তরে সর্বকালের সেরা ফুটবলার হিসাবে গণ্য করা হয় তাঁকে। বিশ্বকাপ থেকে ব্যালন ডি'অর, দলগত হোক বা ব্যক্তিগত, প্রায় সব খেতাবই জিতেছেন তিনি। সেই লিওনেল মেসির (Lionel Messi) যাত্রাপত্রের শুরুটাও কিন্তু কোনও রূপকথার গল্পের থেকে কম কিছু নয়। মেসির প্রতিভা জোসেপ মারিয়া মিঙ্গুয়েলা তাঁকে লাতিন আমেরিকা থেকে বার্সেলোনায় (Barcelona) নিয়ে আসার বন্দোবস্ত করেন। আর বাকিটা ইতিহাস। বার্সার সঙ্গে মেসি যে নিজের প্রথম চুক্তি (Lionel Messi Contract) একটা ন্যাপকিন পেপারে সই করেছিলেন, তা মোটামুটি সকলেই জানেন। এবার নিলামে উঠতে চলেছে সেই ন্যাপকিনটিই।