কলকাতা: সাত উইকেটে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সিরিজে টিকে থাকল ভারতীয় দল। অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি।


সিরিজে টিকে থাকল ভারত


অল্পের জন্য অর্ধশতরান করতে পারলেন না তিলক ভার্মা। ৪৯ রানে অপরাজিত রইলেন তিনি। ২০ রানে অপরাজিত থাকলেন হার্দিক। ১৩ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।


অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার


বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন। চার দিনের মধ্যে সিদ্ধান্ত বদল। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) জানিয়ে দিলেন, অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন। বাংলার (Bengal Cricket Team) জার্সিতে আরও এক মরশুম খেলবেন তিনি।


কেন আচমকা অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্ত বদলই বা কেন? মনোজ বলছেন, 'আবেগপ্রবণ হয়ে পড়ে আচমকাই সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে আমার স্ত্রী সুস্মিতা সেই সিদ্ধান্তের কথা জানতে পেরেই রাগারাগি করে। আমাকে বোঝায়। পরে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও আমাকে ফোন করে কথা বলেন। তারপরই সিদ্ধান্ত বদলের সিদ্ধান্ত নিই।'


একই পুলে ভারত-পাক


সেপ্টেম্বরেই চিনে আয়োজিত হতে চলেছে এশিয়ান গেমস (Asian Games 2023)। সেই গেমসের হকির জন্য পুল ঘোষণা করা হয়ে গেল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত (Indian Hockey team) এবং পাকিস্তান একই পুলে রয়েছে। আজ, মঙ্গলবার, ৮ অগাস্টই এশিয়ান হকি ফেডারেশন এবং এশিয়ান গেমসের উদ্যোক্তাদের তরফে যুগ্মভাবে হকির সূচি ঘোষণা করা হল। আন্তর্জাতিক হকি ফেডারেশনের তরফে এই সূচি অনুমোদন করা হয়।


সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বরই ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। ভারতের সঙ্গে পুলে 'এ'-তে পাকিস্তান বাদেও আরেক পড়শি দেশ বাংলাদেশও রয়েছে। রয়েছে জাপান, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানও। পুল 'বি'-তে রয়েছে কোরিয়া প্রজাতন্ত্র, চিন ওমান, তাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের মাধ্যমেই ২০২৪ প্যারিস অলিম্পিক্সে সরাসরি অংশগ্রহণের সুযোগ রয়েছে দলগুলির সামনে।


ফের মা হচ্ছেন সেরেনা


হিলাদের টেনিসে কিংবদন্তি তিনি। গত বছর টেনিসকে (Tennis) বিদায় জানিয়েছিলেন। চলতি বছরে কিছুদিন আগেই পরিবারে নতুন সদস্য আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এবার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। কিছুদিন আগেই ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের মালকিন গর্ভবতী অবস্থায় নিজেকে কীভাবে ফিট রাখছেন সেই ভিডিও পোস্ট করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়াতে।


নিজের ছবির ক্যাপশনে সেরেনা লিখেছেন, ''আমি দীর্ঘদিন ধরেই এই দিনটির জন্য, এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যে কোনও কিছুর জন্য তৈরি রয়েছি আমি।'' নিজের উন্মুক্ত বেব বাম্পের ছবি পোস্ট করেছেন বেশ কয়েকটি সেরেনা তাঁর সোশ্য়াল মিডিয়ায়।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: বিশ্বকাপ খেলতে আসতই পাকিস্তান, বাবরদের ভারতে আসার ছাড়পত্র পাওয়া নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া