কলকাতা: রঞ্জি ফাইনালের প্রথম দিনেই ব্যাটিং বিপর্যয়। সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম দিনের শেষে চাপে বাংলা দল। প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম। এক নজরে খেলার সারাদিনের সব খবর।


চাপে বাংলা


আকাশ দীপের (Akash Deep) অফস্টাম্পের বাইরের বলে ব্যাট সরাতে পারলেন না জয় গোহিল। স্টাম্পে টেনে আনলেন। উইকেট ভেঙে যেতেই উচ্ছ্বাস বাংলার ক্রিকেটারদের (Bengal vs Saurashtra)। গর্জন পেসার আকাশ দীপের। তারপর যেন অন্য এক আকাশ দীপকে দেখা গেল। দেখে কে বলবে, পরপর নো বল করে বাংলা শিবিরকে চাপে ফেলে দিয়েছিলেন ডানহাতি পেসার।


সৌরাষ্ট্রের প্রথম উইকেট পড়ার পরই যেন প্রাণ ফিরে পেল বাংলা। আকাশ দীপের ঝুলিতে দ্বিতীয় উইকেটও জমা পড়তে পারত। যদি উইকেটের পিছনে বিশ্বরাজ জাডেজার কঠিন ক্যাচ দরে নিতে পারতেন উইকেটকিপার অভিষেক পোড়েল। বিশ্বরাজের ব্যক্তিগত রান তখন ৪। তবে তাঁকে ফিরিয়ে দেন মুকেশ কুমার। ২৫ রান করে ফেরেন বিশ্বরাজ। উইকেটের পিছনে এবার আর ভুল করেননি অভিষেক।


বাংলার প্রথম ইনিংসে তোলা ১৭৪ রানের জবাবে রঞ্জি ট্রফির ফাইনালে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১/২। ১৭ ওভারের শেষে। ক্রিজে রয়েছেন হার্ভিক দেশাই। ৩৮ রানে অপরাজিত তিনি। সঙ্গে নৈশপ্রহরী চেতন সাকারিয়া। ২ রানে ক্রিজে তিনি। বাংলা এখনও ৯৩ রানে এগিয়ে। শুক্রবারের প্রথম সেশনটা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। বাংলার পেসাররা সৌরাষ্ট্রের ইনিংস কত তাড়াতাড়ি শেষ করতে পারেন, তার ওপর নির্ভর করবে ম্য়াচের ভাগ্য।


প্রয়াত কিংবদন্তি বলরাম


প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম (Tulsidas Balaram)। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভর্তি ছিলেন নার্সিংহোমে। তবে আর পারলেন না। জীবনযুদ্ধে পরাজিতই হতে হল ১৯৬২ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী তারকা ফুটবলারকে। পিকে বন্দ্যোপাধ্যায়-চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন তাঁদের দীর্ঘদিনের সঙ্গী। কিংবদন্তির ফুটবলারের বয়স হয়েছিল ৮৭ বছর।


প্রয়াত কিংবদন্তি ফুটবলার তুলসীদাস বলরাম (Tulsidas Balaram)। বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ভর্তি ছিলেন নার্সিংহোমে। তবে আর পারলেন না। জীবনযুদ্ধে পরাজিতই হতে হল ১৯৬২ সালের এশিয়ান গেমসে স্বর্ণপদকজয়ী তারকা ফুটবলারকে। পিকে বন্দ্যোপাধ্যায়-চুনি গোস্বামীর পর এবার চলে গেলেন তাঁদের দীর্ঘদিনের সঙ্গী। কিংবদন্তির ফুটবলারের বয়স হয়েছিল ৮৭ বছর।


পৃথ্বীকে মারধরের অভিযোগ


বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ফের ঝামেলায় জড়ালেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় ক্রিকেটারের অভিযোগ, সেলফি তুলতে না চাওয়ায় আটজন চড়াও হয় তাঁর ও তাঁর বন্ধুর ওপর। তাঁদের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। যদিও পাল্টা অভিযোগও উঠেছে। বলা হচ্ছে, পৃথ্বী ও তাঁর বন্ধুই কয়েকজন মহিলাকে উত্যক্ত করেছিলেন।


প্রথমে জানা গিয়েছিল যে, কয়েকজন সমর্থকের সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে চাননি পৃথ্বী শ। সে জন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের তরফে এখনও কিছু জানানো হয়নি।                          


মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে, দু'জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা। সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গাড়ির উইন্ডস্ক্রিন নাকি ভেঙে দেওয়া হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা থানার পুলিশ।  


বদলের ইঙ্গিত


ভারতের বিরুদ্ধে নাগপুরে প্রথম টেস্টে ইনিংস ও ১৩২ রানে পর্যুদস্ত হতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্ট (IND vs AUS 2nd Test) জিতে তাই সিরিজে ফিরতে মরিয়া হবেন অজিরা। এই ম্যাচের আগে অজিদলে বেশ কিছু বদলের ইঙ্গিত দিয়ে রাখলেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।


প্রথম টেস্টে সকলকে বেশ খানিকটা চমকে দিয়েই ট্রাভিস হেডকে একাদশ থেকে বাদ দিয়েছিল অস্ট্রেলিয়া দল। দলের টপ অর্ডারে একগুচ্ছ বাঁ-হাতি ব্যাটার থাকায় হেডের বদলে পিটার হ্যান্ডসকম্বকে একাদশে সুযোগ দেওয়া হয়। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ ওয় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। দ্বিতীয় টেস্টে কিন্তু হেডকে আবার একাদশে ফেরানোরই ইঙ্গিত দিলেন কামিন্স। অজি অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, 'ট্রাভিস সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করেছে এবং নিজের খেলার নিয়ে বেশ খাটছেও। হেড দলের সকলকে সব পরিস্থিতিতেই মাতিয়ে রাখে। প্রথম টেস্ট ম্যাচেও ওকে নিয়ে আলোচনা হয়েছিল এবং এই টেস্টের আগেও ওকে একাদশে সুযোগ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।'


গ্যালারিতে বিশেষ অতিথি


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (Ind vs Aus) এক মাইলফলক স্পর্শ করতে চলেছেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। দিল্লির ফিরোজ শাহ কোটলায় (অধুনা অরুণ জেটলি স্টেডিয়াম) প্যাট কামিন্সদের বিরুদ্ধে ম্যাচ হবে পূজারার কেরিয়ারের একশোতম টেস্ট। যে ম্যাচ দেখতে হাজির থাকবেন বিশেষ দু'জন। 


ম্যাচের আগের দিন সাংবাদিকদের পূজারা বলছিলেন, 'বাবা অরবিন্দ পূজারা আসছেন। বাবাই আমার প্রথম কোচ। ওঁর জন্যই ক্রিকেট খেলা শুরু হয়েছিল। স্ত্রী পূজা আসছে। পরিবার, বন্ধুদের ধন্যবাদ। কেরিয়ারে অনেক কিছু অর্জন করেছি।'


একশোতম টেস্টে খেলতে নামার আগে স্মৃতিমেদুর পূজারা। বলেছেন, 'আমি যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম বা আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলাম, তখন ভাবিনি একশো টেস্ট ম্যাচ খেলব। এই সিরিজের আগে শেষ টেস্ট ম্যাচটা খেলার সময় উপলব্ধি করেছিলাম যে, একশো ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছি। কেরিয়ারে উত্থান-পতন থাকে। খারাপ সময়গুলো লড়াই করে কাটিয়ে উঠতে হয়। আমি কখনওই একশো টেস্ট ম্যাচ খেলব ভাবিনি। আমি এমন ক্রিকেটার যে প্রত্যেক টেস্ট ম্যাচ, প্রত্যেক সিরিজ ধরে এগোই। একশো টেস্ট ম্যাচ এমন বিষয়, যেটা খেলতে খেলতে হয়ে যায়। কেউ আগে থেকে ঠিক করে রাখে না। ভাল ও ধারাবাহিকভাবে ক্রিকেট খেললে হয়ে যায়।'   


আরও পড়ুন: অনুশীলন শেষে বিলাসবহুল গাড়িতে মাঠ ছাড়লেন কোহলি, ভাইরাল হল ভিডিও