Tecno Pop 7 Pro: ভারতে লঞ্চ হয়েছে টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি কোয়াড-কোর চিপসেট। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং সর্বোচ্চ ৬৪ জিবি স্টোরেজ। এছাড়াও টেকনো পপ ৭ প্রো ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। আর রয়েছে ১২ মেগাপিক্সেলের AI ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। দুটো রঙে লঞ্চ হয়েছে এই ফোন। এছাড়াও পাওয়া যাচ্ছে দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে।
ভারতে টেকনো পপ ৭ প্রো ফোনের দাম
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৭৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৭২৯৯ টাকা। Endless Balck এবং Uyuni Blue- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে টেকনো সংস্থার নতুন ফোন।
টেকনো পপ ৭ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল ন্যানো ৪জি সিম। অ্যান্ড্রয়েড ১২ এবং HiOS 11.0- এর সাপোর্টে পরিচালিত হবে টেকনো পপ ৭ প্রো ফোন।
- এই ফোনে রয়েছে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস Dot Notch IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- টেকনোর নতুন লঞ্চ হওয়া ফোনে রয়েছে একটি কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। এই ফোনে রয়েছে এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব।
- টেকনো পপ ৭ প্রো ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১২ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের AI সেলফি ক্যামেরা। এর সঙ্গে ডুয়াল মাইক্রো স্লিট ফ্ল্যাশলাইট রয়েছে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের টাইপ-সি অ্যাডাপ্টার রয়েছে। ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি রয়েছে এই ফোনে।
iQoo Neo 7 5G: ভিভো (Vivo) সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও (iQoo) ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করেছে। সদ্যই লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন (iQoo Neo 7 5G)। আইকিউওও সংস্থার নিও সিরিজের এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মোডেলের দাম ২৯,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। Frost Blue এবং Interstellar Black- এই দুই রঙে লঞ্চ হয়েছে আইকিউওও নিও ৭ ৫জি ফোন। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে।
আরও পড়ুন- পৃথিবীর কান ঘেঁষে গ্রহাণু! আয়তনে টেক্কা ১০টা ফুটবল মাঠকে